ETV Bharat / state

West Bengal Weather Update: ঘূর্ণাবর্তের প্রভাব আন্দামান-নিকোবরে, দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই - আজকের আবহাওয়া

2022 সালের মে মাসে তৈরি হয়েছিল অশনি ৷ এবছর তৈরি হতে চলেছে মোকা ৷ ইয়েমেনের একটি শহরের নামে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ৷ আগামী 9 মে তা মধ্য বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে মৌসম ভবন৷ আপাতত বাংলায় এর জন্য ঝড়-বৃষ্টি হবে না ৷ বরং আজ থেকে রাজ্যের দক্ষিণে বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

Bengal Weather
Weather
author img

By

Published : May 6, 2023, 6:54 AM IST

Updated : May 6, 2023, 8:55 AM IST

আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্য়ায়

কলকাতা, 6 মে: এবার যত দুর্যোগ আন্দামানে ৷ ঘূর্ণিঝড়ের আশঙ্কা এখন বাস্তবে পরিণত হতে চলেছে । এর প্রাথমিক পর্ব আজ শনিবার থেকে শুরু হবে ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা তৈরি হয়েছে ৷ উত্তর দিকে ঘূর্ণিঝড় অগ্রসর হয়ে কোন দিকে যাবে, ত জানতে নজরদারি চালাচ্ছেন আবহাওয়াবিদরা ৷

মে মাসের প্রথমে দিকে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে ইয়েমেন ৷ উপসাগরীয় দেশের একটি শহরের নাম অনুসারে এর নাম 'মোকা' ৷ আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ 6 মে শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে । আগামিকাল 7 মে রবিবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে ৷ এরপর সোমবার 8 মে ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অভিমুখে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে । মঙ্গলবার 9 মে মধ্য বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ৷ নিম্নচাপে পরিণত হলে তখন এর গতিপথ সুস্পষ্ট হবে ৷ ঘূর্ণিঝড় কোন অভিমুখে যাবে ? এ প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ ঘনীভূত হলে তবেই হাওয়া অফিস তা স্পষ্ট জানাতে পারবে ৷

প্রাথমিকভাবে এই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় পড়বে বলে মনে হচ্ছে ? এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশের আবহাওয়া দফতর । রবিবার ও সোমবার তুমুল বৃষ্টি হতে পারে এই দুই দ্বীপপুঞ্জ এলাকায় ৷ বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৷ সোমবার সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ বেড়ে 70 কিলোমিটার পর্যন্ত হবে বলে অনুমান আবহাওয়াবিদদের ৷

কী কী সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ৷ আপাতত 10 মে, বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করেছে আইএমডি ৷ তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে ৷ এর সঙ্গে পর্যটকদেরও সচেতন করা হচ্ছে ৷ যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের রবিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সমুদ্র এলাকাতেও মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ বলে জানিয়েছে মৌসম ভবন ৷ প্রতি ঘণ্টায় 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ৷ দেশের পরিষেবা এবং সমুদ্র তীরবর্তী বিনোদনমূলক পর্যটন সম্পর্কিত ক্রিয়া-কলাপ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে দেশের আবহাওয়া দফতর ৷

বঙ্গে আগামী পাঁচদিনের আবহাওয়া কেমন থাকবে: উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ৷ আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ৷ দক্ষিণবঙ্গে পশ্চিমের ও উপকূলীয় জেলাগুলি ছাড়া বাকি কোথাও বৃষ্টির সম্ভাবনা কম ৷ শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না ৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা 40 ডিগ্রিতে উঠতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের ৷ তবে তা কখনওই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি করবে না ৷

এদিকে, শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নীচে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: ঘনাচ্ছে দুর্যোগ, আন্দামানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্য়ায়

কলকাতা, 6 মে: এবার যত দুর্যোগ আন্দামানে ৷ ঘূর্ণিঝড়ের আশঙ্কা এখন বাস্তবে পরিণত হতে চলেছে । এর প্রাথমিক পর্ব আজ শনিবার থেকে শুরু হবে ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা তৈরি হয়েছে ৷ উত্তর দিকে ঘূর্ণিঝড় অগ্রসর হয়ে কোন দিকে যাবে, ত জানতে নজরদারি চালাচ্ছেন আবহাওয়াবিদরা ৷

মে মাসের প্রথমে দিকে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে ইয়েমেন ৷ উপসাগরীয় দেশের একটি শহরের নাম অনুসারে এর নাম 'মোকা' ৷ আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ 6 মে শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে । আগামিকাল 7 মে রবিবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে ৷ এরপর সোমবার 8 মে ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অভিমুখে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে । মঙ্গলবার 9 মে মধ্য বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ৷ নিম্নচাপে পরিণত হলে তখন এর গতিপথ সুস্পষ্ট হবে ৷ ঘূর্ণিঝড় কোন অভিমুখে যাবে ? এ প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ ঘনীভূত হলে তবেই হাওয়া অফিস তা স্পষ্ট জানাতে পারবে ৷

প্রাথমিকভাবে এই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় পড়বে বলে মনে হচ্ছে ? এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশের আবহাওয়া দফতর । রবিবার ও সোমবার তুমুল বৃষ্টি হতে পারে এই দুই দ্বীপপুঞ্জ এলাকায় ৷ বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৷ সোমবার সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ বেড়ে 70 কিলোমিটার পর্যন্ত হবে বলে অনুমান আবহাওয়াবিদদের ৷

কী কী সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ৷ আপাতত 10 মে, বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করেছে আইএমডি ৷ তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে ৷ এর সঙ্গে পর্যটকদেরও সচেতন করা হচ্ছে ৷ যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের রবিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সমুদ্র এলাকাতেও মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ বলে জানিয়েছে মৌসম ভবন ৷ প্রতি ঘণ্টায় 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ৷ দেশের পরিষেবা এবং সমুদ্র তীরবর্তী বিনোদনমূলক পর্যটন সম্পর্কিত ক্রিয়া-কলাপ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে দেশের আবহাওয়া দফতর ৷

বঙ্গে আগামী পাঁচদিনের আবহাওয়া কেমন থাকবে: উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ৷ আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ৷ দক্ষিণবঙ্গে পশ্চিমের ও উপকূলীয় জেলাগুলি ছাড়া বাকি কোথাও বৃষ্টির সম্ভাবনা কম ৷ শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না ৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা 40 ডিগ্রিতে উঠতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের ৷ তবে তা কখনওই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি করবে না ৷

এদিকে, শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নীচে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: ঘনাচ্ছে দুর্যোগ, আন্দামানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Last Updated : May 6, 2023, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.