ETV Bharat / state

West Bengal Weather Update: ভারী থেকে অতি ভারী বারিধারায় ভিজবে পাহাড়, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি

author img

By

Published : Jul 1, 2023, 6:50 AM IST

Updated : Jul 1, 2023, 7:52 AM IST

বর্ষায় মৌসুমী অক্ষরেখার অবস্থান অনুযায়ী কোথাও ভারী বৃষ্টি হয় তো কোথাও কম ৷ এবার উত্তরবঙ্গে পাহাড়ি এলাকার পালা ৷ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ দক্ষিণে কম-বেশি বৃষ্টি হবে ৷ তার সঙ্গে অস্বস্তিকর গরমও ৷

ETV Bharat
বর্ষা

বর্ষায় উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে জানালেন আলিপুরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 1 জুলাই: মৌসুমী অক্ষরেখার অবস্থান অনুযায়ী বৃষ্টির হ্রাস-বৃদ্ধি হয়ে থাকে ৷ এই সময় তার অবস্থান উত্তরবঙ্গের উপর দিয়ে যাচ্ছে ৷ তার ফলে সেখানে বৃষ্টি বাড়বে ৷ আবার দক্ষিণবঙ্গের উপর যখন মৌসুমী অক্ষরেখা অবস্থান করবে তখন রাজ্যের দক্ষিণে বৃষ্টি বাড়বে ৷ কয়েকদিন আগে এই কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল ৷

শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ৷ সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ৷ আজ শনিবারও এই আবহাওয়াই থাকবে ৷ হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, কলকাতা- সব জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি আজও চলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷

পশ্চিমের জেলা বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে ৷ তবে আপাতত দক্ষিণবঙ্গে সাময়িক বিরতি দিয়ে বৃষ্টি বাড়বে পাহাড়ে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিংম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ প্রথম দিন মালদা এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভবনা ৷

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ৷ কারণ সকালের দিকে গরম অনুভব হবে ৷ আবার বেলা গড়ালেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে ৷ বর্ষাকাল, তাই রাজ্যের সর্বত্র বৃষ্টি চলবে ৷ বৃষ্টি হলেও দক্ষিণে এবার অস্বস্তিকর গরম ফিরছে ৷

আরও পড়ুন: শনিবারের বারবেলার রাশিতে গ্রহের অবস্থানে কেমন ? জানুন রাশিফলে

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ এবং সর্বনিম্ন 74 শতাংশ ৷ সারাদিন আকাশে কখনও রোদ, আবার কখনও মেঘ ছিল ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘেরাফেরা করবে ৷

বর্ষায় উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে জানালেন আলিপুরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 1 জুলাই: মৌসুমী অক্ষরেখার অবস্থান অনুযায়ী বৃষ্টির হ্রাস-বৃদ্ধি হয়ে থাকে ৷ এই সময় তার অবস্থান উত্তরবঙ্গের উপর দিয়ে যাচ্ছে ৷ তার ফলে সেখানে বৃষ্টি বাড়বে ৷ আবার দক্ষিণবঙ্গের উপর যখন মৌসুমী অক্ষরেখা অবস্থান করবে তখন রাজ্যের দক্ষিণে বৃষ্টি বাড়বে ৷ কয়েকদিন আগে এই কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল ৷

শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ৷ সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ৷ আজ শনিবারও এই আবহাওয়াই থাকবে ৷ হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, কলকাতা- সব জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি আজও চলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷

পশ্চিমের জেলা বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে ৷ তবে আপাতত দক্ষিণবঙ্গে সাময়িক বিরতি দিয়ে বৃষ্টি বাড়বে পাহাড়ে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিংম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ প্রথম দিন মালদা এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভবনা ৷

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ৷ কারণ সকালের দিকে গরম অনুভব হবে ৷ আবার বেলা গড়ালেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে ৷ বর্ষাকাল, তাই রাজ্যের সর্বত্র বৃষ্টি চলবে ৷ বৃষ্টি হলেও দক্ষিণে এবার অস্বস্তিকর গরম ফিরছে ৷

আরও পড়ুন: শনিবারের বারবেলার রাশিতে গ্রহের অবস্থানে কেমন ? জানুন রাশিফলে

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ এবং সর্বনিম্ন 74 শতাংশ ৷ সারাদিন আকাশে কখনও রোদ, আবার কখনও মেঘ ছিল ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘেরাফেরা করবে ৷

Last Updated : Jul 1, 2023, 7:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.