কলকাতা, 2 সেপ্টেম্বর: আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে জেরবার মানুষ ৷ আকাশে মেঘ থাকলেও সেভাবে বৃষ্টির দেখা সেভাবে মিলছে না ৷ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হচ্ছে ৷ তবে তা ভাদ্র মাসের গরমে স্বস্তি দেওয়ার মতো নয় ৷ এর মধ্যে রবিবার মহানগরে বাঙালির চিরকালীন ডার্বি ৷ ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্ট ৷ তারও আগে শনিবার ভারত-পাকিস্তান মহারণ। সেটা অবশ্য শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে। সবমিলিয়ে প্রকৃতির উত্তাপের সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছে ক্রীড়াজগতের উন্মাদনা।
কিন্তু কবে আসছে কাঙ্ঘিত সেই বৃষ্টি ? সে কি ডার্বির আবহ পণ্ড করবে ? আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক গণেশ চন্দ্র দাস জানাচ্ছেন, দুয়ারে হাজির ঘূর্ণাবর্ত। সেটি আবার নিম্নচাপ বয়ে নিয়ে আসছে ৷ ফলে শনিবার থেকেই বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে ৷ নতুন সপ্তাহে নিম্নচাপ তাপমাত্রার চড়তে থাকা পারদে রাশ টানবে ৷
গণেশচন্দ্র দাসের কথায়, "উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ এছাড়া মৌসুমী অক্ষরেখাও উত্তরবঙ্গের উপরে রয়েছে ৷ 3 সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ 5 তারিখে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে ৷ এর ফলে আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও বাড়তে পারে ৷"
তিনি জানিয়েছেন, আগামিকাল রবিবার দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়াতে ভারী বৃষ্টি হতে পারে ৷ এছাড়া রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে ৷ উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই ৷ বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে, তার ফলে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি হবে ৷ রবিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷
আরও পড়ুন: বিপদে সঙ্গীকে পাশে পাবেন কুম্ভ, কী বলছে আপনার রাশি ?
শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 91 শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 61 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 62 মিলিমিটার ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷ রবিবার থেকে শহরের তাপমাত্রা আরও খানিকটা কমবে বলে মনে করছে হাওয়া অফিস।