ETV Bharat / state

West Bengal Weather Update: পাহাড়ে হালকা বৃষ্টি, দক্ষিণে চড়া গরমে রঙের খেলা - Kolkata Weather

আজ বাদে কাল দোল পূর্ণিমা ৷ হোলিতে মাতবে সারা দেশ ৷ বাংলাও ৷ কিন্তু শীত বিদায়ের পর এখন গরম পড়তে শুরু করে দিয়েছে ৷ মাঝে বসন্ত উধাও (Dol Utsav West Bengal Weather) ৷

Summer
গ্রীষ্ম
author img

By

Published : Mar 5, 2023, 6:45 AM IST

কলকাতা, 5 মার্চ: পারদ চড়ছে এবং তা আরও চড়বে ৷ মার্চের পুরোটাই চিড়চিড়ে গরম, চটচটে ঘামে অস্বস্তি বাড়বে জনজীবনের ৷ ইতিমধ্যে গরমের উত্তাপ ভালোরকম মালুম হচ্ছে ৷ আলিপুর হাওয়া অফিসের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী পাঁচদিন দিন এবং রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন না-হওয়ার পূর্বাভাস দিয়েছে ৷ মোটের উপর শুষ্ক আবহাওয়ার কথা বলেছে (West Bengal Weather) ৷

উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলার চারটি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বাকি অংশের আবহাওয়া শুষ্ক ৷ চাঁদিফাটা গরমের কারণ হিসেবে উত্তর-পূর্ব দিক থেকে ধেয়ে আসা গরম বাতাসকে দায়ী করা হয়েছে ৷ এর ফলে আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে ৷ আর্দ্রতা কমে যাওয়ায় শুষ্কতা বেড়েছে ৷ শুষ্কতা এতটাই বেড়েছে, গায়ের চামড়ায় টান অনুভব হচ্ছে ৷

মার্চের প্রথম সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রার এই বৃদ্ধিতে গ্রীষ্মকালের বাকি সময় যে পারদ আরও চড়বে, তার পূর্বাভাস হাওয়া অফিস দিয়েছে ৷ এই সময় কালবৈশাখী স্বস্তি নিয়ে আসতে পারত, কিন্তু তার কোনও ইঙ্গিত হাওয়া অফিস দিতে পারছে না ৷ অথচ মার্চ থেকে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয় ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পরিসংখ্যানের খাতায় উষ্ণ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ৷ এই সময় যে হালকা বৃষ্টি হয়ে থাকে, তার ছিঁটেফোটাও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার খাতা দেখায় বদল, ফলপ্রকাশ তিন মাসের মাথায়

দক্ষিণবঙ্গে মার্চ মাসেও একই ছবি ৷ বৃষ্টির সম্ভাবনা নেই ৷ কোনও ঘূর্ণাবর্ত এবং তার হাত ধরে নিম্নচাপের সম্ভাবনা দেখা যায়নি ৷ অথচ উত্তরবঙ্গের উপরের জেলায় হালকা বৃষ্টি হচ্ছে ৷ সবমিলিয়ে খামখেয়ালি ভরা আবহাওয়া ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84 শতাংশ ৷ রবিবার দিনের আকাশে রোদ থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 23 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ আর দু'দিন পরে রঙের উৎসব ৷ হাওয়া অফিস জানিয়েছে, পারদ চড়ে ওই সময় 35 ডিগ্রি ছুঁয়ে ফেলবে ৷ ফলে উষ্ণ আবহে রঙের উৎসব ৷ তারপরেও গরম চলতেই থাকবে ৷

কলকাতা, 5 মার্চ: পারদ চড়ছে এবং তা আরও চড়বে ৷ মার্চের পুরোটাই চিড়চিড়ে গরম, চটচটে ঘামে অস্বস্তি বাড়বে জনজীবনের ৷ ইতিমধ্যে গরমের উত্তাপ ভালোরকম মালুম হচ্ছে ৷ আলিপুর হাওয়া অফিসের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী পাঁচদিন দিন এবং রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন না-হওয়ার পূর্বাভাস দিয়েছে ৷ মোটের উপর শুষ্ক আবহাওয়ার কথা বলেছে (West Bengal Weather) ৷

উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলার চারটি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বাকি অংশের আবহাওয়া শুষ্ক ৷ চাঁদিফাটা গরমের কারণ হিসেবে উত্তর-পূর্ব দিক থেকে ধেয়ে আসা গরম বাতাসকে দায়ী করা হয়েছে ৷ এর ফলে আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে ৷ আর্দ্রতা কমে যাওয়ায় শুষ্কতা বেড়েছে ৷ শুষ্কতা এতটাই বেড়েছে, গায়ের চামড়ায় টান অনুভব হচ্ছে ৷

মার্চের প্রথম সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রার এই বৃদ্ধিতে গ্রীষ্মকালের বাকি সময় যে পারদ আরও চড়বে, তার পূর্বাভাস হাওয়া অফিস দিয়েছে ৷ এই সময় কালবৈশাখী স্বস্তি নিয়ে আসতে পারত, কিন্তু তার কোনও ইঙ্গিত হাওয়া অফিস দিতে পারছে না ৷ অথচ মার্চ থেকে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয় ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পরিসংখ্যানের খাতায় উষ্ণ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ৷ এই সময় যে হালকা বৃষ্টি হয়ে থাকে, তার ছিঁটেফোটাও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার খাতা দেখায় বদল, ফলপ্রকাশ তিন মাসের মাথায়

দক্ষিণবঙ্গে মার্চ মাসেও একই ছবি ৷ বৃষ্টির সম্ভাবনা নেই ৷ কোনও ঘূর্ণাবর্ত এবং তার হাত ধরে নিম্নচাপের সম্ভাবনা দেখা যায়নি ৷ অথচ উত্তরবঙ্গের উপরের জেলায় হালকা বৃষ্টি হচ্ছে ৷ সবমিলিয়ে খামখেয়ালি ভরা আবহাওয়া ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84 শতাংশ ৷ রবিবার দিনের আকাশে রোদ থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 23 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ আর দু'দিন পরে রঙের উৎসব ৷ হাওয়া অফিস জানিয়েছে, পারদ চড়ে ওই সময় 35 ডিগ্রি ছুঁয়ে ফেলবে ৷ ফলে উষ্ণ আবহে রঙের উৎসব ৷ তারপরেও গরম চলতেই থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.