ETV Bharat / state

West Bengal Weather Update: ঠান্ডা-গরমের দোলাচলে শীতের খামখেয়ালিপনা চলছেই - ঠান্ডা

শুক্রবার হাওয়া অফিস জানিয়েছিল, ফেব্রুয়ারির প্রথমে শীত ফিরতে পারে ৷ তবে আগামী 4-5 দিনে তাপমাত্রা ওঠানামা করবে ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে আপাতত থমকে শীত (West Bengal Winter Weather) ৷

Winter
শীত
author img

By

Published : Jan 28, 2023, 6:59 AM IST

কলকাতা, 28 জানুয়ারি: ভোরে কুয়াশা, দিনে রোদ আর রাতে হালকা ঠান্ডার পরশ ৷ ফ্যান চালালে কাঁপন লাগে না ৷ তবে বেশিক্ষণ ফ্যান চালালে গলা ধরে আসে ৷ ঠান্ডা-গরমের এই সাপলুডোর খেলায় আবহাওয়ার খামখেয়ালিপনা ছাড়া আর কিছু নয় ৷ শীতের পরে বসন্ত ৷ ক্যালেন্ডার বলছে তা আগমনে আর কিছুক্ষণ এখনও বাকি। কিন্তু আবহাওয়ার মতিগতিতে তা বোঝা দায় ৷ সত্যি কি পাকাপাকি বিদায় শীতের ? তাপমাত্রার খামখেয়ালিপনাই পূর্বাভাসের সিদ্ধান্তে পৌঁছনো দায় হয়ে উঠেছে (West Bengal Winter Update) ৷

আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো শুক্রবার তাপমাত্রার পারদ চড়ল ৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় কিছুটা বেশি ৷ অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে 29 ডিগ্রি সেলসিয়াস ৷ এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই যথাক্রমে স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি এবং 2 ডিগ্রি বেশি ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনে রোদ উঠবে ৷

আরও পড়ুন: আর্থিক পরিস্থিতি উন্নতির সম্ভাবনা কোন কোন রাশির জানুন রাশিফলে

তবে এতকিছুর মাঝে শুক্রবার কিছুটা আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস ৷ তারা জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিছুটা হলেও বঙ্গে ফিরবে শীতের আমেজ ৷ আপাতত জোড়া ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে থমকে শীত ৷ সোমবার থেকে প্রতিকূল পরিস্থিতি কাটবে এবং তারপর ছন্দে ফিরবে শীত ৷ অন্তত স্বাভাবিক তাপমাত্রায় অবস্থান করবে, তাতে শীতের আমেজ যথেষ্ট মিলবে ৷ আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 24 ঘণ্টায় রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না এবং তারপরে অস্থায়ীভাবে তাপমাত্রা 2-3 ডিগ্রি কমে যাবে ৷ অর্থাৎ রবি ও সোমবার নামবে পারদ ৷ এর পরবর্তী 2 দিন তাপমাত্রা আবারও চড়তে শুরু করবে ৷ অর্থাৎ আগামী কয়েকদিন সামান্য ওঠানামা করবে রাতের তাপমাত্রা ৷ আগামী কয়েকদিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ৷ সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে ৷

দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠানামা জারি থাকলেও উত্তরবঙ্গে আগামী পাঁচদিন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে না ৷ বর্তমানে যে তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রাই আগামী পাঁচদিন বজায় থাকবে ৷ দক্ষিণবঙ্গে শীত পাততাড়ি গোটানোর মেজাজে থাকলেও উত্তরবঙ্গে শীত আরও কিছুদিন থাকবে ৷ অতএব, সাকুল্যে মাত্র 3 দিন জাঁকিয়ে শীত এবং দিন বারো ঠান্ডার আমেজেই শীতের অকালমৃত্যু ৷ যার বিদায়ের সরকারি সিলমোহর পড়ার অপেক্ষা মাত্র ৷ শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ যদিও হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আজ ফের তাপমাত্রা কমতে পারে ৷ তবে সেটা সামান্য ৷ তাতে সামগ্রিক উষ্ণ আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না, অন্তত তার ইঙ্গিত নেই ৷

আরও পড়ুন: ঠাকুমা-ঠাকুরদার ইচ্ছেপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর

কলকাতা, 28 জানুয়ারি: ভোরে কুয়াশা, দিনে রোদ আর রাতে হালকা ঠান্ডার পরশ ৷ ফ্যান চালালে কাঁপন লাগে না ৷ তবে বেশিক্ষণ ফ্যান চালালে গলা ধরে আসে ৷ ঠান্ডা-গরমের এই সাপলুডোর খেলায় আবহাওয়ার খামখেয়ালিপনা ছাড়া আর কিছু নয় ৷ শীতের পরে বসন্ত ৷ ক্যালেন্ডার বলছে তা আগমনে আর কিছুক্ষণ এখনও বাকি। কিন্তু আবহাওয়ার মতিগতিতে তা বোঝা দায় ৷ সত্যি কি পাকাপাকি বিদায় শীতের ? তাপমাত্রার খামখেয়ালিপনাই পূর্বাভাসের সিদ্ধান্তে পৌঁছনো দায় হয়ে উঠেছে (West Bengal Winter Update) ৷

আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো শুক্রবার তাপমাত্রার পারদ চড়ল ৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় কিছুটা বেশি ৷ অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে 29 ডিগ্রি সেলসিয়াস ৷ এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই যথাক্রমে স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি এবং 2 ডিগ্রি বেশি ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনে রোদ উঠবে ৷

আরও পড়ুন: আর্থিক পরিস্থিতি উন্নতির সম্ভাবনা কোন কোন রাশির জানুন রাশিফলে

তবে এতকিছুর মাঝে শুক্রবার কিছুটা আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস ৷ তারা জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিছুটা হলেও বঙ্গে ফিরবে শীতের আমেজ ৷ আপাতত জোড়া ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে থমকে শীত ৷ সোমবার থেকে প্রতিকূল পরিস্থিতি কাটবে এবং তারপর ছন্দে ফিরবে শীত ৷ অন্তত স্বাভাবিক তাপমাত্রায় অবস্থান করবে, তাতে শীতের আমেজ যথেষ্ট মিলবে ৷ আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 24 ঘণ্টায় রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না এবং তারপরে অস্থায়ীভাবে তাপমাত্রা 2-3 ডিগ্রি কমে যাবে ৷ অর্থাৎ রবি ও সোমবার নামবে পারদ ৷ এর পরবর্তী 2 দিন তাপমাত্রা আবারও চড়তে শুরু করবে ৷ অর্থাৎ আগামী কয়েকদিন সামান্য ওঠানামা করবে রাতের তাপমাত্রা ৷ আগামী কয়েকদিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ৷ সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে ৷

দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠানামা জারি থাকলেও উত্তরবঙ্গে আগামী পাঁচদিন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে না ৷ বর্তমানে যে তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রাই আগামী পাঁচদিন বজায় থাকবে ৷ দক্ষিণবঙ্গে শীত পাততাড়ি গোটানোর মেজাজে থাকলেও উত্তরবঙ্গে শীত আরও কিছুদিন থাকবে ৷ অতএব, সাকুল্যে মাত্র 3 দিন জাঁকিয়ে শীত এবং দিন বারো ঠান্ডার আমেজেই শীতের অকালমৃত্যু ৷ যার বিদায়ের সরকারি সিলমোহর পড়ার অপেক্ষা মাত্র ৷ শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ যদিও হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আজ ফের তাপমাত্রা কমতে পারে ৷ তবে সেটা সামান্য ৷ তাতে সামগ্রিক উষ্ণ আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না, অন্তত তার ইঙ্গিত নেই ৷

আরও পড়ুন: ঠাকুমা-ঠাকুরদার ইচ্ছেপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.