ETV Bharat / state

West Bengal Weather Update: জাঁকিয়ে ঠান্ডায় শুরু শীতের জমাটি ইনিংস, নামছে পারদ

শীত এসেছে ৷ জমিয়ে ঠান্ডা পড়ছে ৷ উত্তুরে হাওয়া বইছে ৷ এই আমেজ বঙ্গের আকাশে কতদিন (Winter in Bengal) ?

Weather
ETV Bharat
author img

By

Published : Dec 18, 2022, 6:47 AM IST

কলকাতা, 18 ডিসেম্বর: পৌষের প্রথম দিন থেকে শীতের ইনিংস টি-20 মেজাজে । শনিবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন ৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ জেলায় জেলায় তাপমাত্রা 10-11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমেছে (West Bengal Winter Update) ৷

আগামী 3 দিন রাজ্যে শীতের আমেজ পুরোদমে থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা 8 ডিগ্রিতে নেমেছে ৷ বর্ধমানের পানাগড়ে 8.6 ডিগ্রি, যা বাংলায় সর্বনিম্ন ৷ নদিয়ার কল্যাণীতে পারদ নেমে 9.8 ডিগ্রি সেলসিয়াস ৷ সিউড়ি এবং শ্রীনিকেতনে 9-9.3 ডিগ্রি ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের এই ধারাবাহিকতা বজায় থাকবে ৷ বাধা ছাড়াই উত্তুরে হওয়া বইছে, আর সেই কারণে চড়চড় করে নামছে তাপমাত্রা ৷

আরও পড়ুন: দীর্ঘদিনের আইনি জটিলতা থেকে মুক্তি কোন কোন রাশির

শনিবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস, রাতে তা 13.2 ডিগ্রিতে নামে ৷ সল্টলেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস ৷ পারদ নেমেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলেও ৷ সেখানে শনিবার সকালে তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস ৷ দমদমে তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি ৷ হাওড়ার উলুবেড়িয়ায় সকালে তাপমাত্রা ছিল 13 ডিগ্রি ৷

রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ভোরের আকাশ হালকা কুয়াশাচ্ছন্ন থাকলেও দিনের আকাশ রৌদ্রজ্জ্বল ৷ সঙ্গে বইবে উত্তুরে বাতাস ৷ কুয়াশার কারণে গাড়ি চলাচল ট্রেন এবং বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই ৷ ফলে ফুটবল বিশ্বকাপের ভোরে যাঁরা কলকাতা ম্যারাথনে অংশ নেবেন বা দেখতে যাবেন, তাঁদের জন্য ঠান্ডার লহর অপেক্ষা করবে ৷ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷ আপাতত এর নীচে পারদ পতন হবে না ৷ তবে, শীতের এই ইনিংস দীর্ঘায়িত নয়, জানাচ্ছেন আবহবিদরা ৷ মঙ্গলবার পর্যন্ত এমন ঠান্ডা আমেজ চলবে ৷ তারপর থেকে পারদ সামান্য চড়বে ৷ উত্তর-পূর্ব দিকে থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের কারণেই এই পারদ পতন ৷ কলকাতায় 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত শীত থাকে, যা চারটে ভাগে বিভক্ত ৷ সেদিক থেকে শীত তার নির্দিষ্ট সময়েই কলকাতায় এসেছে এবং প্রথম ভাগে সে তার দাপট দেখাচ্ছে বলে জানিয়েছেন আবহবিদরা ৷

উত্তরবঙ্গে শুক্রবার ভোর থেকেই প্রায় গড়ে তাপমাত্রা 2 ডিগ্রির কাছাকাছি নেমে গিয়েছে সব জায়গাতে ৷ কনকনে ঠান্ডায় সকাল থেকেই জবুথবু উত্তরের সব জেলা ৷ সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কোচবিহার ৷ দুই দিনাজপুর ও মালদাতেও একই ছবি ৷ দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন ৷ শ্রীনগরে তুষারপাতের প্রভাব পড়ছে এই বঙ্গে ৷

আরও পড়ুন: এমবাপে না মেসি, ফাইনালে কাকে সমর্থন শাহরুখের

কলকাতা, 18 ডিসেম্বর: পৌষের প্রথম দিন থেকে শীতের ইনিংস টি-20 মেজাজে । শনিবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন ৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ জেলায় জেলায় তাপমাত্রা 10-11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমেছে (West Bengal Winter Update) ৷

আগামী 3 দিন রাজ্যে শীতের আমেজ পুরোদমে থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা 8 ডিগ্রিতে নেমেছে ৷ বর্ধমানের পানাগড়ে 8.6 ডিগ্রি, যা বাংলায় সর্বনিম্ন ৷ নদিয়ার কল্যাণীতে পারদ নেমে 9.8 ডিগ্রি সেলসিয়াস ৷ সিউড়ি এবং শ্রীনিকেতনে 9-9.3 ডিগ্রি ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের এই ধারাবাহিকতা বজায় থাকবে ৷ বাধা ছাড়াই উত্তুরে হওয়া বইছে, আর সেই কারণে চড়চড় করে নামছে তাপমাত্রা ৷

আরও পড়ুন: দীর্ঘদিনের আইনি জটিলতা থেকে মুক্তি কোন কোন রাশির

শনিবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস, রাতে তা 13.2 ডিগ্রিতে নামে ৷ সল্টলেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস ৷ পারদ নেমেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলেও ৷ সেখানে শনিবার সকালে তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস ৷ দমদমে তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি ৷ হাওড়ার উলুবেড়িয়ায় সকালে তাপমাত্রা ছিল 13 ডিগ্রি ৷

রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ভোরের আকাশ হালকা কুয়াশাচ্ছন্ন থাকলেও দিনের আকাশ রৌদ্রজ্জ্বল ৷ সঙ্গে বইবে উত্তুরে বাতাস ৷ কুয়াশার কারণে গাড়ি চলাচল ট্রেন এবং বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই ৷ ফলে ফুটবল বিশ্বকাপের ভোরে যাঁরা কলকাতা ম্যারাথনে অংশ নেবেন বা দেখতে যাবেন, তাঁদের জন্য ঠান্ডার লহর অপেক্ষা করবে ৷ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷ আপাতত এর নীচে পারদ পতন হবে না ৷ তবে, শীতের এই ইনিংস দীর্ঘায়িত নয়, জানাচ্ছেন আবহবিদরা ৷ মঙ্গলবার পর্যন্ত এমন ঠান্ডা আমেজ চলবে ৷ তারপর থেকে পারদ সামান্য চড়বে ৷ উত্তর-পূর্ব দিকে থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের কারণেই এই পারদ পতন ৷ কলকাতায় 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত শীত থাকে, যা চারটে ভাগে বিভক্ত ৷ সেদিক থেকে শীত তার নির্দিষ্ট সময়েই কলকাতায় এসেছে এবং প্রথম ভাগে সে তার দাপট দেখাচ্ছে বলে জানিয়েছেন আবহবিদরা ৷

উত্তরবঙ্গে শুক্রবার ভোর থেকেই প্রায় গড়ে তাপমাত্রা 2 ডিগ্রির কাছাকাছি নেমে গিয়েছে সব জায়গাতে ৷ কনকনে ঠান্ডায় সকাল থেকেই জবুথবু উত্তরের সব জেলা ৷ সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কোচবিহার ৷ দুই দিনাজপুর ও মালদাতেও একই ছবি ৷ দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন ৷ শ্রীনগরে তুষারপাতের প্রভাব পড়ছে এই বঙ্গে ৷

আরও পড়ুন: এমবাপে না মেসি, ফাইনালে কাকে সমর্থন শাহরুখের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.