ETV Bharat / state

West Bengal Weather Update: হেমন্তের শহরে বসন্তের উত্তাপ, সপ্তাহান্তে ফিরবে শীত ? - Winter

বাঙালির প্রিয় ঠান্ডা আসি আসি করেও আসছে না ৷ ডিসেম্বরের প্রথমেও আবহাওয়ার খামখেয়ালি চলছে ৷ উত্তরবঙ্গে শীত এলেও, দক্ষিণে অধরাই (West Bengal Weather) ?

Winter in Bengal
ETV Bharat
author img

By

Published : Dec 1, 2022, 6:47 AM IST

কলকাতা, 1 ডিসেম্বর: মেঘলা আকাশ উত্তর-পশ্চিম বাতাস প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে ৷ ফলে গত ক'দিনের ঠান্ডার আমেজ আচমকাই উধাও ৷ সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় 5 ডিগ্রি ৷ কলকাতা এবং তার আশপাশে এলাকায় আবহাওয়া খানিকটা হলেও অস্বস্তির ৷ জেলা থেকেও ঠান্ডার আমেজ উধাও (IMD Kolkata Weather Forecast) ৷

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কাল শুক্রবার থেকে ফিরবে শীতের আমেজ ৷ আবহাওয়ার এই খামখেয়ালিপনায় অগ্রহায়ণে বসন্তের উত্তাপ পাচ্ছেন অনেকে ৷ হালকা স্পিডে ফ্যান চলছে ফের ৷ কেন এই পরিবর্তন ? হাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধিতেই ঊর্ধ্বমুখী পারদ ৷ সপ্তাহান্তে শীতের আমেজ ফিরবে ৷

দক্ষিণবঙ্গের তাপমাত্রার এই পটপরিবর্তনের ছোঁয়া অবশ্য উত্তরবঙ্গে নেই ৷ সেখানে পারদ পতন অব্যাহত ৷ উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে ইতিমধ্যে জমিয়ে ঠান্ডা পড়েছে ৷ পারদ দশ ডিগ্রির নীচে নেমে গিয়েছে ৷ চলতি মাসে তাই জমিয়ে ঠান্ডা উপভোগের মজা উত্তরবঙ্গে ৷ কিন্তু কলকাতায় শীত কবে ?

আরও পড়ুন: ডিসেম্বরের প্রথম দিন, কেমন যাবে দেখে নিন

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে সেই সম্ভাবনা নেই ৷ তবে হারিয়ে যাওয়া হালকা ঠান্ডার আমেজ আগামিকালই ফিরবে ৷ পারদ ফের 2-3 ডিগ্রি নামবে ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 21.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80 শতাংশ, সর্বনিম্ন 50 শতাংশ ৷ বৃহস্পতিবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি ও 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 1 ডিসেম্বর: মেঘলা আকাশ উত্তর-পশ্চিম বাতাস প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে ৷ ফলে গত ক'দিনের ঠান্ডার আমেজ আচমকাই উধাও ৷ সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় 5 ডিগ্রি ৷ কলকাতা এবং তার আশপাশে এলাকায় আবহাওয়া খানিকটা হলেও অস্বস্তির ৷ জেলা থেকেও ঠান্ডার আমেজ উধাও (IMD Kolkata Weather Forecast) ৷

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কাল শুক্রবার থেকে ফিরবে শীতের আমেজ ৷ আবহাওয়ার এই খামখেয়ালিপনায় অগ্রহায়ণে বসন্তের উত্তাপ পাচ্ছেন অনেকে ৷ হালকা স্পিডে ফ্যান চলছে ফের ৷ কেন এই পরিবর্তন ? হাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধিতেই ঊর্ধ্বমুখী পারদ ৷ সপ্তাহান্তে শীতের আমেজ ফিরবে ৷

দক্ষিণবঙ্গের তাপমাত্রার এই পটপরিবর্তনের ছোঁয়া অবশ্য উত্তরবঙ্গে নেই ৷ সেখানে পারদ পতন অব্যাহত ৷ উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে ইতিমধ্যে জমিয়ে ঠান্ডা পড়েছে ৷ পারদ দশ ডিগ্রির নীচে নেমে গিয়েছে ৷ চলতি মাসে তাই জমিয়ে ঠান্ডা উপভোগের মজা উত্তরবঙ্গে ৷ কিন্তু কলকাতায় শীত কবে ?

আরও পড়ুন: ডিসেম্বরের প্রথম দিন, কেমন যাবে দেখে নিন

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে সেই সম্ভাবনা নেই ৷ তবে হারিয়ে যাওয়া হালকা ঠান্ডার আমেজ আগামিকালই ফিরবে ৷ পারদ ফের 2-3 ডিগ্রি নামবে ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 21.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80 শতাংশ, সর্বনিম্ন 50 শতাংশ ৷ বৃহস্পতিবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি ও 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.