ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণে বসন্ত জাগ্রত দ্বারে ? - খুসখুসে কাশি

ফেব্রুয়ারির মাঝামাঝি, শীত বিদায় নিচ্ছে ৷ এবারে জাঁকিয়ে ঠান্ডা যে দীর্ঘস্থায়ী হয়েছে, তেমনটা নয় ৷ ঠান্ডা-গরমে জেরবার জনজীবন ৷ এখন কি আনন্দ বসন্ত সমাগমে ? নাকি প্রাক-গ্রীষ্মের বার্তা (West Bengal Winter Weather) ?

Winter
আবহাওয়া
author img

By

Published : Feb 12, 2023, 6:34 AM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: রোদের ছেঁকায় পিঠ পুড়ছে ৷ রোদ কমলে অতি হালকা ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছে ৷ গায়ে গরম জামাকাপড় রাখা যাচ্ছে না ৷ রাখার প্রয়োজনও হচ্ছে না ৷ ঠান্ডা-গরমের এই দোলাচলে সর্দি-গর্মির সঙ্গে খুসখুসে কাশি হচ্ছে বাংলার ঘরে ঘরে ৷ অ্যান্টিবায়োটিকের দাওয়াইতেও আয়ত্তে আসছে না মরশুম বদলে গণ-সর্দিকাশির এই সংক্রমণ ৷ প্রান্তিক মাঘে জেরবার জনজীবন (IMD Kolkata West Bengal Weather Update) ৷

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী পাঁচদিন বঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলার দু'টি- দার্জিলিং, কালিম্পংয়ে আগামী তিনদিন হালকা বৃষ্টি হতে পারে ৷ তবে শীতের শেষ স্মৃতিচিহ্ন হিসেবে কুয়াশার দাপট থাকছে ৷ বিশেষত দার্জিলিং এবং আলিপুরদুয়ারে আগামী 24 ঘণ্টায় ঘন কুয়াশায় ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে ৷ আগামী পাঁচদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে ৷

আরও পড়ুন: আজ কী রয়েছে আপনার ভাগ্যে ? দিন শুরুর আগে চোখ রাখুন রাশিফলে

কুয়াশার থেকে রেহাই নেই কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের ৷ হালকা কুয়াশাচ্ছন্ন ভোর এবং রৌদ্রজ্জ্বল দিন রবিবারের জন্য বরাদ্দ ৷ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রির ঘরে ৷ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি বেশি হওয়ায় বেশ গরম অনুভূত হয়েছে ৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94 শতাংশ ৷ রবিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি এবং 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহের বুধবার থেকে পারদ চড়বে ৷ ফলে ফাল্গুনে বসন্তের হাওয়া নয়, জনজীবন একলাফে উষ্ণ হয়ে উঠবে ৷ এমনিতেই বঙ্গ থেকে বসন্ত কবেই বিদায় নিয়েছে ৷ তার অনুভূতি মেলা ভার ৷ শীত আর তারপরই গ্রীষ্মের বার্তা ৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব কি প্রতি বছর নতুন কোনও ইঙ্গিত দিচ্ছে, যা মানুষ বুঝেও বুঝে উঠতে পারছে না ৷

কলকাতা, 12 ফেব্রুয়ারি: রোদের ছেঁকায় পিঠ পুড়ছে ৷ রোদ কমলে অতি হালকা ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছে ৷ গায়ে গরম জামাকাপড় রাখা যাচ্ছে না ৷ রাখার প্রয়োজনও হচ্ছে না ৷ ঠান্ডা-গরমের এই দোলাচলে সর্দি-গর্মির সঙ্গে খুসখুসে কাশি হচ্ছে বাংলার ঘরে ঘরে ৷ অ্যান্টিবায়োটিকের দাওয়াইতেও আয়ত্তে আসছে না মরশুম বদলে গণ-সর্দিকাশির এই সংক্রমণ ৷ প্রান্তিক মাঘে জেরবার জনজীবন (IMD Kolkata West Bengal Weather Update) ৷

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী পাঁচদিন বঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলার দু'টি- দার্জিলিং, কালিম্পংয়ে আগামী তিনদিন হালকা বৃষ্টি হতে পারে ৷ তবে শীতের শেষ স্মৃতিচিহ্ন হিসেবে কুয়াশার দাপট থাকছে ৷ বিশেষত দার্জিলিং এবং আলিপুরদুয়ারে আগামী 24 ঘণ্টায় ঘন কুয়াশায় ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে ৷ আগামী পাঁচদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে ৷

আরও পড়ুন: আজ কী রয়েছে আপনার ভাগ্যে ? দিন শুরুর আগে চোখ রাখুন রাশিফলে

কুয়াশার থেকে রেহাই নেই কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের ৷ হালকা কুয়াশাচ্ছন্ন ভোর এবং রৌদ্রজ্জ্বল দিন রবিবারের জন্য বরাদ্দ ৷ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রির ঘরে ৷ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি বেশি হওয়ায় বেশ গরম অনুভূত হয়েছে ৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94 শতাংশ ৷ রবিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি এবং 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহের বুধবার থেকে পারদ চড়বে ৷ ফলে ফাল্গুনে বসন্তের হাওয়া নয়, জনজীবন একলাফে উষ্ণ হয়ে উঠবে ৷ এমনিতেই বঙ্গ থেকে বসন্ত কবেই বিদায় নিয়েছে ৷ তার অনুভূতি মেলা ভার ৷ শীত আর তারপরই গ্রীষ্মের বার্তা ৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব কি প্রতি বছর নতুন কোনও ইঙ্গিত দিচ্ছে, যা মানুষ বুঝেও বুঝে উঠতে পারছে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.