ETV Bharat / state

West Bengal Weather Update: 'ছুটি কাটিয়ে' ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরতে পারে শীত - Western Disturbance

শীত বিদায় নিচ্ছে ৷ বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস এবং সরস্বতী পুজোর আবহাওয়া তেমনটাই জানান দিচ্ছে ৷ এদিকে আলিপুর হাওয়া অফিস আশার কথা শোনাল (West Bengal Weather) ৷

Winter
শীত
author img

By

Published : Jan 27, 2023, 6:40 AM IST

কলকাতা, 27 জানুয়ারি: যেতে পারি কিন্তু কেন যাব ? শক্তি চট্টোপাধ্য়ায়ের জনপ্রিয় কবিতার ততধিক জনপ্রিয় লাইনকে চলতি শীতের অবস্থানের ওয়ান লাইনার হিসেবে ব্যাখ্যা করা যায় ৷ সরস্বতী পুজো, সাধারণতন্ত্র দিবসে শিরশিরানি শীতের রেশের বদলে বেশ গরম লাগা পরিবেশ ৷ যা দেখে মনে হতেই পারে শীত বিদায় নিল ৷ কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস, শীত সামান্য কয়েকদিনের জন্য হলেও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফিরতে পারে ৷ ইতিমধ্যে সামান্য পারদ পতন দেখা গিয়েছে (West Bengal Winter Update) ৷

বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, সেখানে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ এবং সর্বনিম্ন 41 শতাংশ ৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামী 3 দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন সেভাবে নেই ৷ আবহাত্তয়া শুষ্ক থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনাও নেই ৷ পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) কারণেই ঠান্ডা বাতাসের অবাধ প্রবেশে বাধা পড়ছে ৷

আরও পড়ুন: চলতি মাসেই বিবাহ যোগ কাদের জানুন রাশিফলে

আগামিকাল থেকে ফের একটি ঝঞ্ঝা উপস্থিত হতে চলেছে ৷ এই ঝঞ্ঝার কাঁটা সরলেই উত্তুরে হাওয়া ফিরবে ৷ সেক্ষেত্রে পারদ ফের নামার সম্ভাবনা রয়েছে ৷ ফলসরূপ 'ছুটি'তে গিয়ে ঠান্ডার প্রত্যাবর্তন এই মরশুমের শেষ দফায় মিলবে ৷ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমে যাওয়ার এই ছবি উত্তরবঙ্গে নেই ৷ সেখানে শীতের কামড় যথেষ্ট ৷ আবহাওয়াবিদরা (IMD Kolkata Weather Forecast) জানিয়েছেন, উত্তরবঙ্গে শীত আরেকটু দীর্ঘায়িত হবে ৷ শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনে রোদ উঠবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 18 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷

কলকাতা, 27 জানুয়ারি: যেতে পারি কিন্তু কেন যাব ? শক্তি চট্টোপাধ্য়ায়ের জনপ্রিয় কবিতার ততধিক জনপ্রিয় লাইনকে চলতি শীতের অবস্থানের ওয়ান লাইনার হিসেবে ব্যাখ্যা করা যায় ৷ সরস্বতী পুজো, সাধারণতন্ত্র দিবসে শিরশিরানি শীতের রেশের বদলে বেশ গরম লাগা পরিবেশ ৷ যা দেখে মনে হতেই পারে শীত বিদায় নিল ৷ কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস, শীত সামান্য কয়েকদিনের জন্য হলেও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফিরতে পারে ৷ ইতিমধ্যে সামান্য পারদ পতন দেখা গিয়েছে (West Bengal Winter Update) ৷

বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, সেখানে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ এবং সর্বনিম্ন 41 শতাংশ ৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামী 3 দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন সেভাবে নেই ৷ আবহাত্তয়া শুষ্ক থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনাও নেই ৷ পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) কারণেই ঠান্ডা বাতাসের অবাধ প্রবেশে বাধা পড়ছে ৷

আরও পড়ুন: চলতি মাসেই বিবাহ যোগ কাদের জানুন রাশিফলে

আগামিকাল থেকে ফের একটি ঝঞ্ঝা উপস্থিত হতে চলেছে ৷ এই ঝঞ্ঝার কাঁটা সরলেই উত্তুরে হাওয়া ফিরবে ৷ সেক্ষেত্রে পারদ ফের নামার সম্ভাবনা রয়েছে ৷ ফলসরূপ 'ছুটি'তে গিয়ে ঠান্ডার প্রত্যাবর্তন এই মরশুমের শেষ দফায় মিলবে ৷ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমে যাওয়ার এই ছবি উত্তরবঙ্গে নেই ৷ সেখানে শীতের কামড় যথেষ্ট ৷ আবহাওয়াবিদরা (IMD Kolkata Weather Forecast) জানিয়েছেন, উত্তরবঙ্গে শীত আরেকটু দীর্ঘায়িত হবে ৷ শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনে রোদ উঠবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 18 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.