কলকাতা, 24 জানুয়ারি: মাঘেই বসন্তের আগমনি ৷ শীতের আমেজ যাই যাই করতে করতে প্রায় বিদায়ের দোরগোড়ায় ৷ গত কয়েকদিনের পারদের ওঠা-নামায় মানুষের স্বাস্থ্যে বেশ প্রভাব পড়েছে ৷ সর্দি, কাশি, গলা ব্যথা, হালকা জ্বরে ভুগছে শহর থেকে জেলার মানুষ ৷ অবহেলা না-করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে ৷ তবে শীত হঠাৎ উধাও হয়ে যাওয়ার পিছনে ঝঞ্ঝার কাঁটাকেই দায়ী করছেন আবহবিদরা ৷ হাওয়া অফিস ইতিমধ্যে বাগদেবীর আরাধনা এবং প্রজাতন্ত্র দিবসের উদযাপনের দিন পারদের ঊর্ধ্বগতির কথা বলেছে (IMD Kolkata West Bengal Winter Update) ৷
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেছেন, "এই মুহূর্তে উত্তর-পশ্চিমী ঠান্ডা বাতাস আমাদের রাজ্যে ঢুকছে না এবং একটি পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে ৷ যার অবস্থান পূর্ব আফগানিস্তানে ৷ এর ফলে উত্তর-পশ্চিম ভারতে কিছুটা বৃষ্টিপাত হবে ৷ এরপর 27 জানুয়ারি নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে ৷ এর প্রভাব উত্তর-পশ্চিম ভারতে পড়বে ৷ এই জন্যে আমাদের পূর্ব ভারতে শীতের প্রভাব একটু কমবে ৷
আরও পড়ুন: বুদ্ধীদিপ্ত কথায় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন জয় করতে পারবেন কি ? জানুন রাশিফলে
রাতের তাপমাত্রা আর দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3-4 ডিগ্রি উপরে রয়েছে ৷ আপাতত এরকমই চলবে ৷ এই মুহূর্তে কলকাতাতে আরও এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ দু'দিনের মধ্যে সর্বোচ্চ তাপাত্রা 30 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে ৷ আর রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা, তাও সোমবার 17 ডিগ্রির কাছাকাছি ছিল ৷
এই তাপমাত্রা আগামী দু'দিনে আরও বৃদ্ধির সম্ভাবনা আছে ৷ 27 তারিখ পর্যন্ত ঠান্ডার কোনও প্রভাব নেই ৷ "সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ ও সর্বনিম্ন 51 শতাংশ । মঙ্গলবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনে রোদ উঠবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷