ETV Bharat / state

West Bengal Weather Update: পারদ পড়ছে তবু কনকনে ঠান্ডা ফিরছে না বঙ্গে - কলকাতার আবহাওয়া

মেঘলা আকাশে রোদ থাকলেও শীতের আমেজ তেমন একটা থাকবে না বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ পারদ পতন শুরু হয়েছে, তবে তা সামান্য (West Bengal Weather Forecast) ৷

Winter
বঙ্গে শীত
author img

By

Published : Jan 17, 2023, 6:48 AM IST

কলকাতা, 17 জানুয়ারি: মাঘের শুরুতে শীতের ঠান্ডায় কনকনে ভাব ফের মিলবে এই ধারণার কোনও লক্ষণ আপাতত মিলছে না ৷ উষ্ণতম মকর সংক্রান্তি ৷ পিঠে-পুলি-পায়েসের আস্বাদে রসনা তৃপ্তির সঙ্গে রোদে যাঁরা গা সেঁকবেন বলে বসেছিলেন, তাঁদেরও মাথায় হাত ৷ কারণ মেঘলা আকাশে মিঠে রোদ লুকিয়ে ৷ ফলে সেই আমেজটা মিলছে না ৷ গত কয়েকদিনের তুলনায় পারদ পতন শুরু হলেও তা সামান্যই নেমেছে (West Bengal Winter Update) ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা 23.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 88 শতাংশ এবং 50 শতাংশ ৷ আগামী পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে, মূলত পরিষ্কার দিন এবং আবহাওয়া শুষ্ক থাকবে ৷ ভোরের দিকে কুয়াশা থাকবে ৷ তবে তা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে কেটে যাবে ৷ এছাড়া রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের কোনও উল্লেখ নেই ৷

আরও পড়ুন: মঙ্গলের ঊষা লগ্নে, কাজ শুরুর আগে জেনে নিন শুভক্ষণ

আজ মঙ্গলবার ভোরের দিকে কুয়াশা থাকলেও দিন রৌদ্রজ্জ্বল ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ মকর সংক্রান্তির পরে তাপমাত্রা কমার লক্ষণের কথা হাওয়া অফিস আগেই জানিয়েছিল ৷ তবে কমলেও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে ৷ আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদরা জানিয়েছেন, পারদ নেমে 15 ডিগ্রির নীচে চলে যাওয়ার সম্ভাবনা কম ৷ সেক্ষেত্রে শীতের শিরশিরানি থাকলেও জাঁকিয়ে ঠান্ডার কামড় অনুভূত হওয়ার সম্ভাবনা কম ৷

তাহলে কি শীত বিদায়ের পথে ? আবহাওয়া অফিস তার ইঙ্গিত এখনই দিতে নারাজ ৷ কারণ বঙ্গে টানা শীত পড়ে না ৷ ধাপে ধাপে শীত পড়ে ৷ সেদিক থেকে মাঘ মাসে পারদ পতনের সম্ভাবনা রয়ে যায় ৷ তবে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় অবস্থান করায় পারদের এই ঊর্ধ্বগতি ৷ যার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামিকাল ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন আবহাওয়া শুষ্ক থাকবে ৷ কুয়াশার দাপট থাকবে ৷ তবে জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট দেখা যাবে ৷ তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷ দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

কলকাতা, 17 জানুয়ারি: মাঘের শুরুতে শীতের ঠান্ডায় কনকনে ভাব ফের মিলবে এই ধারণার কোনও লক্ষণ আপাতত মিলছে না ৷ উষ্ণতম মকর সংক্রান্তি ৷ পিঠে-পুলি-পায়েসের আস্বাদে রসনা তৃপ্তির সঙ্গে রোদে যাঁরা গা সেঁকবেন বলে বসেছিলেন, তাঁদেরও মাথায় হাত ৷ কারণ মেঘলা আকাশে মিঠে রোদ লুকিয়ে ৷ ফলে সেই আমেজটা মিলছে না ৷ গত কয়েকদিনের তুলনায় পারদ পতন শুরু হলেও তা সামান্যই নেমেছে (West Bengal Winter Update) ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা 23.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 88 শতাংশ এবং 50 শতাংশ ৷ আগামী পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে, মূলত পরিষ্কার দিন এবং আবহাওয়া শুষ্ক থাকবে ৷ ভোরের দিকে কুয়াশা থাকবে ৷ তবে তা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে কেটে যাবে ৷ এছাড়া রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের কোনও উল্লেখ নেই ৷

আরও পড়ুন: মঙ্গলের ঊষা লগ্নে, কাজ শুরুর আগে জেনে নিন শুভক্ষণ

আজ মঙ্গলবার ভোরের দিকে কুয়াশা থাকলেও দিন রৌদ্রজ্জ্বল ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ মকর সংক্রান্তির পরে তাপমাত্রা কমার লক্ষণের কথা হাওয়া অফিস আগেই জানিয়েছিল ৷ তবে কমলেও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে ৷ আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদরা জানিয়েছেন, পারদ নেমে 15 ডিগ্রির নীচে চলে যাওয়ার সম্ভাবনা কম ৷ সেক্ষেত্রে শীতের শিরশিরানি থাকলেও জাঁকিয়ে ঠান্ডার কামড় অনুভূত হওয়ার সম্ভাবনা কম ৷

তাহলে কি শীত বিদায়ের পথে ? আবহাওয়া অফিস তার ইঙ্গিত এখনই দিতে নারাজ ৷ কারণ বঙ্গে টানা শীত পড়ে না ৷ ধাপে ধাপে শীত পড়ে ৷ সেদিক থেকে মাঘ মাসে পারদ পতনের সম্ভাবনা রয়ে যায় ৷ তবে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় অবস্থান করায় পারদের এই ঊর্ধ্বগতি ৷ যার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামিকাল ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন আবহাওয়া শুষ্ক থাকবে ৷ কুয়াশার দাপট থাকবে ৷ তবে জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট দেখা যাবে ৷ তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷ দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.