ETV Bharat / state

West Bengal Weather Update: ভালোবাসার দিনে সঙ্গী শীত, ফাল্গুনে লম্বা ছুটিতে - কলকাতার আবহাওয়া

আজ ভ্যালেন্টাইনস ডে ৷ ভালোবাসার দিনে ঠান্ডার আমেজ না-থাকলে কী যেন একটা বাদ থেকে যায় ৷ এই ক'দিন পারদ ওঠা-নামা করলেও আজ ও কাল শীতের আমেজ থাকবে, জানিয়েছে হাওয়া অফিস (Valentine's Day Weather) ৷

Winter
শীত
author img

By

Published : Feb 14, 2023, 6:43 AM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: ভালোবাসার দিনে শীত ফিরছে বঙ্গে ৷ তবে কনকনে শীত নয়, গত ক'দিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা নামবে ৷ আজ 14 ফেব্রুয়ারি এবং আগামিকাল 15 ফেব্রুয়ারি এই দু'দিনে পারদ পতন হবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রিতে নামতে পারে ৷ আজ-কাল- দু'দিনের মধ্যে মঙ্গলবার পারদ বেশি নামবে (West Bengal Winter Weather) ৷

বৃহস্পতিবার অর্থাৎ 16 ফেব্রুয়ারি থেকে পারদ আবার চড়তে শুরু করবে ৷ অর্থাৎ মাঘ মাসের শেষ, বিদায় শীত ৷ ফাল্গুনের দ্বিতীয় দিন থেকে গরমের প্রস্তুতি ৷ 3-5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে ৷ কারণ এরপর শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই ৷ ঠান্ডা-গরমের বৃদ্ধি ও হ্রাসেই গরমের অগ্রগমন ৷ দুই বঙ্গের ক্ষেত্রে একই অবস্থা থাকবে, জানিয়েছে আলিপুর হাত্তয়া অফিস ৷ তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ কুয়াশার দাপট থাকবে ৷

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় কুয়াশার দাপট দেখা যাবে ৷ দক্ষিণবঙ্গেও ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে ৷ গত ক'দিনে যেভাবে পারদ চড়ছিল, তাতে মনে হয়েছিল শেষবেলার মাঘে শীতবস্ত্র গায়ে দেওয়া দূরে থাক, ঘাম মুছতে হবে ৷ কিন্তু সোমবার সকাল থেকে পারদ অনেকটা নীচের দিকে ৷ রবিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি উপরে ছিল, সোমবার তা কমে স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নীচে চলে যায় ৷

আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে থেকে বসন্ত উৎসব, সুরেলা আড্ডায় ইমন

সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ হাওয়া অফিস আগেই জানিয়েছিল, পারদের ওঠা-নামা চলবে ৷ তবে তা কখনও নেমে 15 ডিগ্রির নীচে যাবে না ৷ মাঘের শেষদিন পর্যন্ত পারদের এই ওঠা-নামা চলেছে ৷ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 16 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ তাই বলা যায়, এই মরশুমের শীত স্থায়ী আজ এবং আগামীকাল ৷

কলকাতা, 14 ফেব্রুয়ারি: ভালোবাসার দিনে শীত ফিরছে বঙ্গে ৷ তবে কনকনে শীত নয়, গত ক'দিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা নামবে ৷ আজ 14 ফেব্রুয়ারি এবং আগামিকাল 15 ফেব্রুয়ারি এই দু'দিনে পারদ পতন হবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রিতে নামতে পারে ৷ আজ-কাল- দু'দিনের মধ্যে মঙ্গলবার পারদ বেশি নামবে (West Bengal Winter Weather) ৷

বৃহস্পতিবার অর্থাৎ 16 ফেব্রুয়ারি থেকে পারদ আবার চড়তে শুরু করবে ৷ অর্থাৎ মাঘ মাসের শেষ, বিদায় শীত ৷ ফাল্গুনের দ্বিতীয় দিন থেকে গরমের প্রস্তুতি ৷ 3-5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে ৷ কারণ এরপর শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই ৷ ঠান্ডা-গরমের বৃদ্ধি ও হ্রাসেই গরমের অগ্রগমন ৷ দুই বঙ্গের ক্ষেত্রে একই অবস্থা থাকবে, জানিয়েছে আলিপুর হাত্তয়া অফিস ৷ তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ কুয়াশার দাপট থাকবে ৷

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় কুয়াশার দাপট দেখা যাবে ৷ দক্ষিণবঙ্গেও ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে ৷ গত ক'দিনে যেভাবে পারদ চড়ছিল, তাতে মনে হয়েছিল শেষবেলার মাঘে শীতবস্ত্র গায়ে দেওয়া দূরে থাক, ঘাম মুছতে হবে ৷ কিন্তু সোমবার সকাল থেকে পারদ অনেকটা নীচের দিকে ৷ রবিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি উপরে ছিল, সোমবার তা কমে স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নীচে চলে যায় ৷

আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে থেকে বসন্ত উৎসব, সুরেলা আড্ডায় ইমন

সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ হাওয়া অফিস আগেই জানিয়েছিল, পারদের ওঠা-নামা চলবে ৷ তবে তা কখনও নেমে 15 ডিগ্রির নীচে যাবে না ৷ মাঘের শেষদিন পর্যন্ত পারদের এই ওঠা-নামা চলেছে ৷ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 16 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ তাই বলা যায়, এই মরশুমের শীত স্থায়ী আজ এবং আগামীকাল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.