কলকাতা, 5 সেপ্টেম্বর: দুয়ার নিম্নচাপ ৷ এর জেরেই ভোর থেকে আঁধার নেমে এল ৷ ঝমঝমিয়ে বৃষ্টিতে একহাত দূরেও কিছু দেখা সম্ভব নয় ৷ ওড়িশা অভিমুখী এই নিম্নচাপের লেজ অর্থাৎ শেষ অংশ বাংলার দিকে ৷ ফলে হাওয়া ঘোরার সময় যে মেঘ বাংলার উপরে থাকবে, তার জেরে বৃষ্টি হবে ৷
আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আপাতত 7 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে ৷ এতে দক্ষিণবঙ্গের 30 শতাংশ ঘাটতি মিটবে না ৷ দক্ষিণবঙ্গে চলতি মাসের 2 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস ছিল ৷ সেইমতো হচ্ছে ৷ উত্তরবঙ্গে বৃষ্টি কমবে ৷
আবহাওয়ার পূর্বাভাসে সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "মৌসুমী অক্ষরেখা দিঘা এবং বাঁকুড়ার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে ৷ আরও একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার পর্যন্ত বিস্তৃত ৷ বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপ ক্রমশ ওড়িশা অভিমুখী হয়ে মঙ্গলবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে ৷"
তিনি আরও জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ৷ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ উপকূল ও সংলগ্ন জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার কথা ৷
দুই 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দুই এক-পশলা ভারী বৃষ্টি হতে পারে ৷ বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না ৷ আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমও নিয়ন্ত্রণে থাকবে ৷ আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে ৷ বুধবার থেকে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বৃষ্টি বাড়তে পারে ৷
আরও পড়ুন: আইনি সমস্যা সমাধান কুম্ভর, বাকিদের ভাগ্যে কী আছে দেখে নিন
সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 97 শতাংশ ও সর্বনিম্ন 79 শতাংশ ৷ গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 47.6 মিলিমিটার ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷