ETV Bharat / state

West Bengal Weather Update: কুয়াশাচ্ছন্ন ভোর, দিনভর মেঘলা আকাশে মাঘের শীতে বসন্তের হাতছানি - Kolkata Weather

বাড়ছে তাপমাত্রা ৷ জানুয়ারির শেষে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ছুঁই ছুঁই করছে ৷ সর্বনিম্ন তাপমাত্রাও 19 ডিগ্রিতে পৌঁছেছে ৷ তাই সরস্বতী পুজো, সাধারণতন্ত্র দিবসে ঠান্ডার আমেজ উধাও (West Bengal Winter) ৷

Winter
শীত
author img

By

Published : Jan 25, 2023, 6:38 AM IST

কলকাতা, 25 জানুয়ারি: দিনের বেলায় গায়ে গরম জামাকাপড় চাপালে অস্বস্তি ৷ সূর্য ডুবলে ঠান্ডা লাগছে, কিন্তু তা গরম জামাকাপড় দেওয়ার মতো নয় ৷ এমনই অদ্ভুত পরিস্থিতির মধ্যে শুকনো কাশি, সর্দি, আবার হালকা জ্বরে জেরবার জনজীবন ৷ হঠাৎ করে গত কয়েকদিনে শীতের ছুটিতে চলে যাওয়ার ধাক্কায় মাঘ মাসেই বসন্তের আগমনী (West Bengal Winter Update) ৷

আলিপুর হাত্তয়া অফিসের (India Meteorological Department, Regional Meteorological Centre Kolkata) পূর্বাভাস আগামীদিনে পারদ চড়বে ৷ সামনের পাঁচদিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই ৷ ফলে ঠান্ডা গরমের এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই সরস্বতী পুজো (Saraswati Puja 2023) এবং সাধারণতন্ত্র দিবসের (Republic Day) আনন্দে মাতবে বঙ্গের জনগণ ৷ ঝঞ্ঝার কাঁটায় শীতের সর্বনাশ ৷ পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) সঙ্গে দোসর আবার বিপরীত ঘূর্ণাবর্ত ৷ যার জেরে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গের বাতাসে ৷ ফলে দুর্বল উত্তুরে হাওয়া ৷ সব মিলিয়ে মাঘের মধ্যভাগ আসার আগেই শীতের দফারফা ৷ ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশিতে রয়েছে ৷

আরও পড়ুন: আসন্ন বসন্ত পঞ্চমীতে ভালোবাসার মানুষের দেখা পাবেন কারা, জানুন রাশিফলে

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেড়ে 28.9 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 94 শতাংশ ও 59 শতাংশ ৷ ভোরের দিকে ঘন কুয়াশার পাশাপাশি দিনভর একটা মেঘলা আবহাওয়া থাকছে ৷ যা আদতে পারদ বৃদ্ধির অন্যতম কারণ ৷ বুধবার ভোরের দিকে কুয়াশা থাকবে ৷ বেলা বাড়লে দিনের আকাশ রোদ ঝলমলে হবে ৷ আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ সব মিলিয়ে মাঘের শীত বাঘের গায়ে- এই প্রবাদ অন্তত এই মরশুমে দেখার সম্ভাবনা ক্ষীণ ৷ বরং বসন্তের আগমনী জোরালো হচ্ছে বলা চলে ৷

কলকাতা, 25 জানুয়ারি: দিনের বেলায় গায়ে গরম জামাকাপড় চাপালে অস্বস্তি ৷ সূর্য ডুবলে ঠান্ডা লাগছে, কিন্তু তা গরম জামাকাপড় দেওয়ার মতো নয় ৷ এমনই অদ্ভুত পরিস্থিতির মধ্যে শুকনো কাশি, সর্দি, আবার হালকা জ্বরে জেরবার জনজীবন ৷ হঠাৎ করে গত কয়েকদিনে শীতের ছুটিতে চলে যাওয়ার ধাক্কায় মাঘ মাসেই বসন্তের আগমনী (West Bengal Winter Update) ৷

আলিপুর হাত্তয়া অফিসের (India Meteorological Department, Regional Meteorological Centre Kolkata) পূর্বাভাস আগামীদিনে পারদ চড়বে ৷ সামনের পাঁচদিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই ৷ ফলে ঠান্ডা গরমের এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই সরস্বতী পুজো (Saraswati Puja 2023) এবং সাধারণতন্ত্র দিবসের (Republic Day) আনন্দে মাতবে বঙ্গের জনগণ ৷ ঝঞ্ঝার কাঁটায় শীতের সর্বনাশ ৷ পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) সঙ্গে দোসর আবার বিপরীত ঘূর্ণাবর্ত ৷ যার জেরে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গের বাতাসে ৷ ফলে দুর্বল উত্তুরে হাওয়া ৷ সব মিলিয়ে মাঘের মধ্যভাগ আসার আগেই শীতের দফারফা ৷ ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশিতে রয়েছে ৷

আরও পড়ুন: আসন্ন বসন্ত পঞ্চমীতে ভালোবাসার মানুষের দেখা পাবেন কারা, জানুন রাশিফলে

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেড়ে 28.9 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 94 শতাংশ ও 59 শতাংশ ৷ ভোরের দিকে ঘন কুয়াশার পাশাপাশি দিনভর একটা মেঘলা আবহাওয়া থাকছে ৷ যা আদতে পারদ বৃদ্ধির অন্যতম কারণ ৷ বুধবার ভোরের দিকে কুয়াশা থাকবে ৷ বেলা বাড়লে দিনের আকাশ রোদ ঝলমলে হবে ৷ আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ সব মিলিয়ে মাঘের শীত বাঘের গায়ে- এই প্রবাদ অন্তত এই মরশুমে দেখার সম্ভাবনা ক্ষীণ ৷ বরং বসন্তের আগমনী জোরালো হচ্ছে বলা চলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.