ETV Bharat / state

West Bengal Weather Update: সাগরমেলায় চড়বে পারদ, জেলাগুলিতে বজায় থাকবে শীতের আমেজ - কেমন থাকবে আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া

গঙ্গাসাগর মেলায় তাপমাত্রা সামান্য বাড়বে ৷ তবে কলকাতায় তাপমাত্রা বৃদ্ধি অনুভূত হলেও জেলাগুলিতে শীতের প্রকোপ একইরকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

ETV Bharat
বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
author img

By

Published : Jan 11, 2023, 6:52 AM IST

আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 11 জানুয়ারি: পারদ চড়বে মকর সংক্রান্তিতে । গত কয়েকদিন ধরে ঠাণ্ডার কামড়টা দেখে মনে হচ্ছিল শীত টি-টোয়েন্টি খেলছে । আপাতত পারদ পতনে কিছুটা রাশ টেনে তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে থাকবে । ফলে যে হাড় কাঁপানো ঠাণ্ডায় যাঁরা কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছিলেন আপাতত তাঁরা হাফ ছাড়বেন । তবে এই উষ্ণতা সাময়িক, ঠাণ্ডা ফিরবে আগামী সপ্তাহেই । পারদ চড়ার সঙ্গেই বলা যায় ভারত-শ্রীলঙ্কা আর্ন্তজাতিক ম্যাচ ও সপ্তাহান্তে গঙ্গাসাগর মেলায় কনকনে ঠাণ্ডা থাকবে না ।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, আগামী 48 ঘণ্টায় মূলত একই রকম থাকবে তাপমাত্রা । এই মুহূর্তে আবহাওয়ার কোনও পরিবর্তন নেই । 48 ঘণ্টা পর থেকে অর্থাৎ 13 থেকে 15 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বাড়বে । আবার 16 তারিখ থেকে পারদ পতন শুরু হবে । 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গ সব জায়গাতেই রাতের তাপমাত্রা সাময়িকভাবে 15 ডিগ্রির উপরে ওঠার সম্ভাবনা রয়েছে । 13 জানুয়ারি থেকে কলকাতার তাপমাত্রা একটু বাড়বে । 15 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই । সাগরেও এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।

তিনি আরও জানান, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং আর কালিম্পং জেলায় 13 জানুয়ারির পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । আর বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে । আগামী 17 জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই । ফলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে । তবে কুয়াশা থাকবে ।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বুধবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিন রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ও 14 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে কাদের, জানুন রাশিফলে

আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 11 জানুয়ারি: পারদ চড়বে মকর সংক্রান্তিতে । গত কয়েকদিন ধরে ঠাণ্ডার কামড়টা দেখে মনে হচ্ছিল শীত টি-টোয়েন্টি খেলছে । আপাতত পারদ পতনে কিছুটা রাশ টেনে তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে থাকবে । ফলে যে হাড় কাঁপানো ঠাণ্ডায় যাঁরা কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছিলেন আপাতত তাঁরা হাফ ছাড়বেন । তবে এই উষ্ণতা সাময়িক, ঠাণ্ডা ফিরবে আগামী সপ্তাহেই । পারদ চড়ার সঙ্গেই বলা যায় ভারত-শ্রীলঙ্কা আর্ন্তজাতিক ম্যাচ ও সপ্তাহান্তে গঙ্গাসাগর মেলায় কনকনে ঠাণ্ডা থাকবে না ।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, আগামী 48 ঘণ্টায় মূলত একই রকম থাকবে তাপমাত্রা । এই মুহূর্তে আবহাওয়ার কোনও পরিবর্তন নেই । 48 ঘণ্টা পর থেকে অর্থাৎ 13 থেকে 15 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বাড়বে । আবার 16 তারিখ থেকে পারদ পতন শুরু হবে । 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গ সব জায়গাতেই রাতের তাপমাত্রা সাময়িকভাবে 15 ডিগ্রির উপরে ওঠার সম্ভাবনা রয়েছে । 13 জানুয়ারি থেকে কলকাতার তাপমাত্রা একটু বাড়বে । 15 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই । সাগরেও এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।

তিনি আরও জানান, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং আর কালিম্পং জেলায় 13 জানুয়ারির পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । আর বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে । আগামী 17 জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই । ফলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে । তবে কুয়াশা থাকবে ।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বুধবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিন রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ও 14 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে কাদের, জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.