ETV Bharat / state

West Bengal Weather Update: স্বাভাবিকের তুলনায় চড়বে পারদ, উষ্ণ আবহেই সরস্বতী বন্দনা - Bengal Weather

সরস্বতী পুজোয় তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস (Bengal Weather Update) ৷ পাশাপাশি এই মরশুমে যে আর জাঁকিয়ে শীত পড়বে না তা মোটের উপর নিশ্চিত ।

ETV Bharat
আজকের আবহাওয়া
author img

By

Published : Jan 23, 2023, 7:07 AM IST

কেমন থাকবে আবহাওয়া, জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 23 জানুয়ারি: জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর কার্যত নেই । পারদ চড়তে শুরু করবে সোমবার থেকেই। চলতি শীতের মরশুমে প্রথমে জাঁকিয়ে শীত পড়লেও ইনিংসটা লম্বা হল না এবং এই লম্বা না হওয়ার পিছনে কারণ ঝঞ্ঝা কাঁটা । যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে প্রবেশ করেছে । ফলস্বরূপ ঠান্ডা উধাও (Weather Update of West Bengal)।

শীতে ঠান্ডা দীর্ঘস্থায়ী না হওয়া আসলে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে । হাওয়া অফিস বলছে শীত তার পুরনো ছন্দে এই মরশুমে আর ফিরবে কিনা তা নিয়ে সন্দেহ আছে । ফিরলেও সেই দাপট আর দেখা যাবে না । আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন,"দক্ষিণবঙ্গে প্রধানত আগামী পাঁচদিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে । আগামী তিন চারদিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে ৷ এর ফলে দক্ষিণবঙ্গের ঠান্ডার প্রভাব অনেকটাই কমে যাবে ।"

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস । এরপর সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয় 16.9 ডিগ্রি সেলসিয়াস । আগামী তিন চার দিনে আরও দু'থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা । কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা 28 ডিগ্রি কাছাকাছি এসে দাঁড়াবে । এর ফলে সরস্বতী পুজোর সময় কাঙ্খিত ঠাণ্ডার বদলে উষ্ণ থাকবে আবহাওয়া ।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিনদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না ৷ ঠান্ডার ভাব বজায় থাকবে ৷ সোমবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিন রৌদ্রোজ্জ্বল । বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের আমেজ অনেকটাই উধাও হবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : কর্মক্ষেত্র থেকে প্রেম, সপ্তাহের প্রথমদিন কেমন যাবে জানুন রাশিফলে

কেমন থাকবে আবহাওয়া, জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 23 জানুয়ারি: জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর কার্যত নেই । পারদ চড়তে শুরু করবে সোমবার থেকেই। চলতি শীতের মরশুমে প্রথমে জাঁকিয়ে শীত পড়লেও ইনিংসটা লম্বা হল না এবং এই লম্বা না হওয়ার পিছনে কারণ ঝঞ্ঝা কাঁটা । যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে প্রবেশ করেছে । ফলস্বরূপ ঠান্ডা উধাও (Weather Update of West Bengal)।

শীতে ঠান্ডা দীর্ঘস্থায়ী না হওয়া আসলে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে । হাওয়া অফিস বলছে শীত তার পুরনো ছন্দে এই মরশুমে আর ফিরবে কিনা তা নিয়ে সন্দেহ আছে । ফিরলেও সেই দাপট আর দেখা যাবে না । আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন,"দক্ষিণবঙ্গে প্রধানত আগামী পাঁচদিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে । আগামী তিন চারদিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে ৷ এর ফলে দক্ষিণবঙ্গের ঠান্ডার প্রভাব অনেকটাই কমে যাবে ।"

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস । এরপর সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয় 16.9 ডিগ্রি সেলসিয়াস । আগামী তিন চার দিনে আরও দু'থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা । কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা 28 ডিগ্রি কাছাকাছি এসে দাঁড়াবে । এর ফলে সরস্বতী পুজোর সময় কাঙ্খিত ঠাণ্ডার বদলে উষ্ণ থাকবে আবহাওয়া ।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিনদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না ৷ ঠান্ডার ভাব বজায় থাকবে ৷ সোমবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিন রৌদ্রোজ্জ্বল । বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের আমেজ অনেকটাই উধাও হবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : কর্মক্ষেত্র থেকে প্রেম, সপ্তাহের প্রথমদিন কেমন যাবে জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.