ETV Bharat / state

Weather Forecast : রাজ্যে ফিরছে শীতের আমেজ, ঝকঝকে আকাশ আজও - শীত ফিরল পশ্চিমবঙ্গে

বর্ষা বিদায় নিয়ে ঠান্ডা উত্তুরে বাতাস ঢুকতে শুরু করেছিল রাজ্যে ৷ বহু প্রতীক্ষিত শীত এসেছিল, কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় নিম্নচাপ ৷ আপাতত 2-3 দিন স্বস্তি, জানিয়েছে আবহাওয়া অফিস ৷

ফিরছে কুয়াশাঘন সকাল
ফিরছে কুয়াশাঘন সকাল
author img

By

Published : Nov 18, 2021, 9:54 AM IST

কলকাতা, 19 নভেম্বর : আজও মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ থাকবে রাজ্যে ৷ আগামী 2-3 দিন উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

গতকালও দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল ৷ গতকাল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷

আরও পড়ুন : Lok Sabha : 29 নভেম্বর থেকে শুরু হচ্ছে লোকসভার শীতকালীন অধিবেশন

আজ শহর ও তৎসংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং 18 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ৷ আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 47% ৷ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । সর্বনিম্ন তাপমাত্রা কমার ইঙ্গিতে শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা রয়েছে ।

ভোরের দিকে কুয়াশা থাকবে । জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করেছে ৷ উত্তরবঙ্গের আবহাওয়ায় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই ৷ গতকাল দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস ৷

আগামী 12 ঘণ্টায় দক্ষিণপূর্ব এবং সংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এর প্রভাব পড়বে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলে ৷

কলকাতা, 19 নভেম্বর : আজও মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ থাকবে রাজ্যে ৷ আগামী 2-3 দিন উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

গতকালও দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল ৷ গতকাল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷

আরও পড়ুন : Lok Sabha : 29 নভেম্বর থেকে শুরু হচ্ছে লোকসভার শীতকালীন অধিবেশন

আজ শহর ও তৎসংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং 18 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ৷ আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 47% ৷ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । সর্বনিম্ন তাপমাত্রা কমার ইঙ্গিতে শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা রয়েছে ।

ভোরের দিকে কুয়াশা থাকবে । জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করেছে ৷ উত্তরবঙ্গের আবহাওয়ায় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই ৷ গতকাল দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস ৷

আগামী 12 ঘণ্টায় দক্ষিণপূর্ব এবং সংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এর প্রভাব পড়বে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.