ETV Bharat / state

West Bengal Weather Update : মেঘ কেটে ঠান্ডা ফিরছে রবি সকাল থেকে - IMD Kolkata forecasts morning fog and clear sky later

বৃষ্টি কেটে রাজ্যে আসছে ঠান্ডার আমেজ ৷ রাতের দিকে তাপমাত্রা কমতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

West Bengal Weather
মেঘ কেটে ঠান্ডা ফিরছে মাঘে
author img

By

Published : Jan 16, 2022, 7:47 AM IST

কলকাতা, 16 জানুয়ারি : দূর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, জানাচ্ছে আবহাওয়া অফিস ৷ ফলে পৌষের অকাল বর্ষণে নাজেহাল জনজীবনে এবার রোদ্দুরের ছোঁয়া ৷ মাঘের শুরু থেকে শীতের আমেজ নতুন করে ফিরবে (West Bengal winter) ।

আজ উত্তর ও দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস থাকলেও দু-একটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি ও 15 ডিগ্রির আশপাশে থাকবে ৷

এর মধ্যে শনিবার থেকে আবহাত্তয়া শুষ্ক হতে শুরু করেছে । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : তৃতীয় ঢেউয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু, সংক্রমণ নামল কুড়ি হাজারের নিচে

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু-তিনদিনে রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি কমতে পারে । উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে ।

আজ ভোরে কুয়াশা থাকলেও বাকি দিনটা আকাশে রোদের দেখা মিলবে । ফলে উষ্ণ, স্যাঁতস্যাঁতে বেলাশেষের পৌষ কাটিয়ে মাঘের শুরুতে ঠান্ডা হয়তো ফর্মে ফেরার চেষ্টা করবে ।

কলকাতা, 16 জানুয়ারি : দূর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, জানাচ্ছে আবহাওয়া অফিস ৷ ফলে পৌষের অকাল বর্ষণে নাজেহাল জনজীবনে এবার রোদ্দুরের ছোঁয়া ৷ মাঘের শুরু থেকে শীতের আমেজ নতুন করে ফিরবে (West Bengal winter) ।

আজ উত্তর ও দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস থাকলেও দু-একটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি ও 15 ডিগ্রির আশপাশে থাকবে ৷

এর মধ্যে শনিবার থেকে আবহাত্তয়া শুষ্ক হতে শুরু করেছে । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : তৃতীয় ঢেউয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু, সংক্রমণ নামল কুড়ি হাজারের নিচে

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু-তিনদিনে রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি কমতে পারে । উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে ।

আজ ভোরে কুয়াশা থাকলেও বাকি দিনটা আকাশে রোদের দেখা মিলবে । ফলে উষ্ণ, স্যাঁতস্যাঁতে বেলাশেষের পৌষ কাটিয়ে মাঘের শুরুতে ঠান্ডা হয়তো ফর্মে ফেরার চেষ্টা করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.