ETV Bharat / state

West Bengal Weather Update : আজও বৃষ্টির পূর্বাভাস, জানিয়েছে আবহাওয়া অফিস - বসন্তে বৃষ্টি বঙ্গে

শীত কেটেছে বৃষ্টি ৷ বসন্তের শুরুতেও সঙ্গী মেঘলা আকাশ, বৃষ্টি (West Bengal Weather Update) ৷

Rain in West Bengal
বসন্তে বৃষ্টি বঙ্গে
author img

By

Published : Feb 26, 2022, 7:16 AM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি : অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে । তা ঘনীভূত হয়ে তৈরি হতে পারে মেঘ আর তাতেই হতে পারে বৃষ্টি ৷ আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে বসন্তেও বর্ষার ভ্রূকুটি (West Bengal Weather Forecast partly cloudy sky Rain or thundershower likely) ।

শুক্রবার সকালে আকাশের মুখ ভার ছিল, আজ শনিবারও তেমনটাই থাকবে । শুক্রবার সকাল থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে । আজও বৃষ্টি হতে পারে ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 26th February : স্বাস্থ্যের উন্নতি হবে মেষ রাশির জাতক-জাতিকাদের, বাকিদের ভাগ্যে কী রয়েছে ?

হাওয়া অফিস বলছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের পাশাপাশি সিকিমে বৃষ্টি হবে । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 19.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে । বৃষ্টির কাঁটা বারবার শীতের ইনিংস দীর্ঘায়িত হওয়ার পথে অন্তরায় হয়েছে । বসন্ত জাগ্রত হলেও সঙ্গী নাছোড় বৃষ্টি, এর ফলে জনজীবন অস্বস্তিতে ।

কলকাতা, 26 ফেব্রুয়ারি : অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে । তা ঘনীভূত হয়ে তৈরি হতে পারে মেঘ আর তাতেই হতে পারে বৃষ্টি ৷ আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে বসন্তেও বর্ষার ভ্রূকুটি (West Bengal Weather Forecast partly cloudy sky Rain or thundershower likely) ।

শুক্রবার সকালে আকাশের মুখ ভার ছিল, আজ শনিবারও তেমনটাই থাকবে । শুক্রবার সকাল থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে । আজও বৃষ্টি হতে পারে ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 26th February : স্বাস্থ্যের উন্নতি হবে মেষ রাশির জাতক-জাতিকাদের, বাকিদের ভাগ্যে কী রয়েছে ?

হাওয়া অফিস বলছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের পাশাপাশি সিকিমে বৃষ্টি হবে । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 19.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে । বৃষ্টির কাঁটা বারবার শীতের ইনিংস দীর্ঘায়িত হওয়ার পথে অন্তরায় হয়েছে । বসন্ত জাগ্রত হলেও সঙ্গী নাছোড় বৃষ্টি, এর ফলে জনজীবন অস্বস্তিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.