ETV Bharat / state

West Bengal Weather Update : সপ্তাহান্তে ঝড়ের পূর্বাভাস, নামতে পারে পারদ

author img

By

Published : Mar 26, 2022, 9:26 AM IST

Updated : Mar 26, 2022, 10:58 AM IST

তাপমাত্রা বাড়লেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস ৷ আজ বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা (West Bengal Weather Update) ৷

Summer in Bengal
বঙ্গে গ্রীষ্মকাল

কলকাতা, 26 মার্চ : আংশিক মেঘলা আকাশে ঝড়ের পূর্বাভাস । সপ্তাহান্তে পুড়তে থাকা বাংলায় স্বস্তির ইঙ্গিত । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস সন্ধেয় ঝড়ের জোরালো সম্ভাবনা রয়েছে । চৈত্রের এমন দাবদাহে কালবৈশাখী হয়ে থাকে । ঝড়ের পূর্বাভাস সেই কালবৈশাখীর আগমনী (IMD Kolkata forecast partly cloudy sky with possibility of thundery development) ।

আজ দক্ষিণ বঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি, সঙ্গে বজ্র বিদ্যুতের আভাস দিয়ে হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিমপংয়ে হালকা বজ্র বিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 26th March : মাথা ঠান্ডা না রাখলে বিপদে পড়তে পারেন, দেখে নিন রাশিফল

তাপমাত্রার পারদে কিছুটা ভাটার টান আশা করা গেলেও সেই আশা পূরণ হচ্ছে না । গত ক'দিন সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল । শুক্রবার রাতে কলকাতা ও তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেড়ে 27 ডিগ্রিতে পৌঁছেছে ৷ আজ, শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি ও 27 ডিগ্রির আশপাশে থাকবে৷ সারাদিন আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে ৷ বিকেল বা সন্ধে নাগাদ ঝড় হতে পারে ৷ ফলে ঝড়ের পূর্বাভাসের আশায় থাকা ছাড়া বঙ্গবাসীর কিছু করার নেই ।

কলকাতা, 26 মার্চ : আংশিক মেঘলা আকাশে ঝড়ের পূর্বাভাস । সপ্তাহান্তে পুড়তে থাকা বাংলায় স্বস্তির ইঙ্গিত । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস সন্ধেয় ঝড়ের জোরালো সম্ভাবনা রয়েছে । চৈত্রের এমন দাবদাহে কালবৈশাখী হয়ে থাকে । ঝড়ের পূর্বাভাস সেই কালবৈশাখীর আগমনী (IMD Kolkata forecast partly cloudy sky with possibility of thundery development) ।

আজ দক্ষিণ বঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি, সঙ্গে বজ্র বিদ্যুতের আভাস দিয়ে হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিমপংয়ে হালকা বজ্র বিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 26th March : মাথা ঠান্ডা না রাখলে বিপদে পড়তে পারেন, দেখে নিন রাশিফল

তাপমাত্রার পারদে কিছুটা ভাটার টান আশা করা গেলেও সেই আশা পূরণ হচ্ছে না । গত ক'দিন সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল । শুক্রবার রাতে কলকাতা ও তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেড়ে 27 ডিগ্রিতে পৌঁছেছে ৷ আজ, শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি ও 27 ডিগ্রির আশপাশে থাকবে৷ সারাদিন আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে ৷ বিকেল বা সন্ধে নাগাদ ঝড় হতে পারে ৷ ফলে ঝড়ের পূর্বাভাসের আশায় থাকা ছাড়া বঙ্গবাসীর কিছু করার নেই ।

Last Updated : Mar 26, 2022, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.