ETV Bharat / state

West Bengal Weather Update : জামাইষষ্ঠীতে ছায়াহীন কলকাতা, দুপুরে চোখ রাখুন মাটিতে ! - জামাইষষ্ঠীতে আবহাওয়া

আজ জামাইকে নিয়ে তুলকালাম কাণ্ডে এমনিই সরগরম রোববার ৷ এর মধ্যে একটা আজব ঘটনা ঘটবে কলকাতায় ৷ ছায়া পড়বে না ৷ শুনেছেন কখনও জ্যান্ত মানুষ, জড় যা কিছু আছে, তার ছায়া নেই (West Bengal Weather Update) ?

Kolkata Weather
কলকাতায় গরমে ঝড় বৃষ্টি
author img

By

Published : Jun 5, 2022, 7:06 AM IST

Updated : Jun 5, 2022, 11:45 AM IST

কলকাতা, 5 জুন : কলকাতা আজ কয়েক মুহূর্ত 'ছায়াহীন'। কারণ আজ মধ্য দুপুরে শহর কলকাতা থেকে ছায়া ভ্যানিশ হয়ে যাবে । আজগুবি নয়, এমনকী এটাও নয় যে মেঘলা দিনে ছায়া পড়ে না মাটিতে ! একদিকে রবিবার জামাইষষ্ঠী, অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস ৷ এছাড়াও আজ আরেকটি ঘটনা ঘটবে বেলা 11টা 34 মিনিটে ৷

জ্যোতির্বিজ্ঞানে এটা বিরল ঘটনা ৷ দুপুর সাড়ে 11টা 34 মিনিটে মাথার উপর গনগনে সূর্য থাকলেও 55 সেকেন্ডের জন্য রোদের কারণে মাটিতে কোনও ছায়া পড়বে না ৷ জীব-জড় কোনও কিছুরই আলো-অন্ধকারের খেলা দেখা যাবে না । 5 জুনের পর আগামী মাসে অর্থাৎ 7 জুলাই ফের একই ঘটনার সাক্ষী হবে মহানগর কলকাতা । বিজ্ঞানের পরিভাষায় এই দিনটাকে বলা হয় 'জিরো শ্যাডো ডে' । চলতি বছরে দু'দিন কলকাতা এমন ঘটনা দেখতে পাবে ।

বিজ্ঞান কী বলছে ?

সূর্য এবং পৃথিবীর কোনও অঞ্চল একই বিন্দুতে অবস্থান করলে এমন ঘটনা ঘটতে পারে । বছরে দু'বার দক্ষিণায়ন এবং উত্তরায়নের সময় এই ঘটনা ঘটে । কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত কোনও এলাকায় সূর্যের উত্তরায়ন (22 ডিসেম্বর-21জুন) এবং দক্ষিণায়নের (21 জুন-22 ডিসেম্বর) সময় পৃথিবী পৃষ্ঠ সূর্যের সঙ্গে নির্দিষ্ট কৌণিক অবস্থানে (23.5 ডিগ্রি) হেলে থাকলে এমন ছায়াহীন দিন দেখা যায় । এই সময় সূর্যের আলো উল্লম্বভাবে পড়বে । ফলে প্রত্যেকের ছায়া তার পায়ের কাছে পড়ে । তাই মনে হবে যেন ছায়া নেই।

আরও পড়ুন : Jamai Sasthi Special Sweet : শাশুড়ির জন্য জামাইয়ের হাতে ‘শাশুড়ি জিন্দাবাদ’ সন্দেশ

চাঁদিফাটা রোদ, আর্দ্রতাজনিত প্যাচপ্যাচে গরম, মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষার বঙ্গে প্রবেশের নির্ঘণ্ট সরিয়ে আজকের আবহাওয়ার খবরে ছায়াময়তার উধাও হওয়ার ঘটনা উল্লেখযোগ্য । শনিবার কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে । উত্তরবঙ্গে বর্ষা প্রবেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে । রবিবার দিনের আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা এবং নির্দিষ্ট সময়ের পরে ছায়াহীন । বিকেলে ঝড়-বৃষ্টি হতে পারে । আজ কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি ও 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে । আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে (IMD Kolkata Forecast partly cloudy sky rain likely to occur) ।

কলকাতা, 5 জুন : কলকাতা আজ কয়েক মুহূর্ত 'ছায়াহীন'। কারণ আজ মধ্য দুপুরে শহর কলকাতা থেকে ছায়া ভ্যানিশ হয়ে যাবে । আজগুবি নয়, এমনকী এটাও নয় যে মেঘলা দিনে ছায়া পড়ে না মাটিতে ! একদিকে রবিবার জামাইষষ্ঠী, অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস ৷ এছাড়াও আজ আরেকটি ঘটনা ঘটবে বেলা 11টা 34 মিনিটে ৷

জ্যোতির্বিজ্ঞানে এটা বিরল ঘটনা ৷ দুপুর সাড়ে 11টা 34 মিনিটে মাথার উপর গনগনে সূর্য থাকলেও 55 সেকেন্ডের জন্য রোদের কারণে মাটিতে কোনও ছায়া পড়বে না ৷ জীব-জড় কোনও কিছুরই আলো-অন্ধকারের খেলা দেখা যাবে না । 5 জুনের পর আগামী মাসে অর্থাৎ 7 জুলাই ফের একই ঘটনার সাক্ষী হবে মহানগর কলকাতা । বিজ্ঞানের পরিভাষায় এই দিনটাকে বলা হয় 'জিরো শ্যাডো ডে' । চলতি বছরে দু'দিন কলকাতা এমন ঘটনা দেখতে পাবে ।

বিজ্ঞান কী বলছে ?

সূর্য এবং পৃথিবীর কোনও অঞ্চল একই বিন্দুতে অবস্থান করলে এমন ঘটনা ঘটতে পারে । বছরে দু'বার দক্ষিণায়ন এবং উত্তরায়নের সময় এই ঘটনা ঘটে । কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত কোনও এলাকায় সূর্যের উত্তরায়ন (22 ডিসেম্বর-21জুন) এবং দক্ষিণায়নের (21 জুন-22 ডিসেম্বর) সময় পৃথিবী পৃষ্ঠ সূর্যের সঙ্গে নির্দিষ্ট কৌণিক অবস্থানে (23.5 ডিগ্রি) হেলে থাকলে এমন ছায়াহীন দিন দেখা যায় । এই সময় সূর্যের আলো উল্লম্বভাবে পড়বে । ফলে প্রত্যেকের ছায়া তার পায়ের কাছে পড়ে । তাই মনে হবে যেন ছায়া নেই।

আরও পড়ুন : Jamai Sasthi Special Sweet : শাশুড়ির জন্য জামাইয়ের হাতে ‘শাশুড়ি জিন্দাবাদ’ সন্দেশ

চাঁদিফাটা রোদ, আর্দ্রতাজনিত প্যাচপ্যাচে গরম, মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষার বঙ্গে প্রবেশের নির্ঘণ্ট সরিয়ে আজকের আবহাওয়ার খবরে ছায়াময়তার উধাও হওয়ার ঘটনা উল্লেখযোগ্য । শনিবার কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে । উত্তরবঙ্গে বর্ষা প্রবেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে । রবিবার দিনের আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা এবং নির্দিষ্ট সময়ের পরে ছায়াহীন । বিকেলে ঝড়-বৃষ্টি হতে পারে । আজ কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি ও 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে । আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে (IMD Kolkata Forecast partly cloudy sky rain likely to occur) ।

Last Updated : Jun 5, 2022, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.