কলকাতা, 12 নভেম্বর: ত্বকে শুষ্কতার টান। সন্ধ্যার দিকে গায়ে হালকা কিছু দিলে বেশ ভালো লাগে। হেমন্তের মাঝামাঝি সময়ে হালকা ঠান্ডার আমেজের মধ্যে দরজায় শীতের কড়া নাড়া। বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতির নিয়ন্ত্রণে শীতের দ্রুত উপস্থিতি একান্ত কাম্য বলা হচ্ছে। কিন্তু প্রকৃতি তার খেয়ালখুশিতে চলে। শীত কবে আসবে তার কোনও নির্দিষ্ট তারিখ নেই । তাই পারদ পতনের দিকে তাকিয়ে আলিপুর আবহাওয়া দফতর ৷
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশ চন্দ্র দাস বলেন, “এই মুহূর্তে আমাদের রাজ্যে উত্তর পূর্ব দিক থেকে বাতাস প্রবেশ করছে। উত্তরবঙ্গে আজ এবং আগামিকাল দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে (possibility of rain in derjeeling)। তবে অন্যান্য জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া আগামী 5দিন আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে। কিন্তু যেহেতু উত্তর পূর্ব দিক থেকে বাতাস প্রবেশের ফলে তাপমাত্রা আজ থেকে কমতে শুরু করবে। দক্ষিনবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আর কলকাতায় রবিবার থেকে রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রী কমবে।”
আরও পড়ুন: বাতাসে শিরশিরানি, তবুও শীত দুয়ারে নয়
শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 20 দশমিক 9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 91 শতাংশ। শনিবার আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকবে।