ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা, মার্চ থেকেই চড়বে পারদ

author img

By

Published : Feb 26, 2023, 7:15 AM IST

Updated : Feb 26, 2023, 11:59 AM IST

ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে (West Bengal Weather ) ৷ ইতিমধ্যেই শীত বিদায় নিয়েছে ৷ যদি সকালের দিকে গরম অনুভূত হলেও, রাতের দিকে ঠান্ডা লাগছে ৷ আপাতত এই মিশ্র আবহাওয়া চলবে বঙ্গে ৷

West Bengal Weather Update
আবহাওয়া

উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, 26 ফেব্রুয়ারি: দিনে গরম রাতে কিছুটা হলেও ঠান্ডা আবহাওয়া (IMD Weather Forecast Rain Possibility) । ঠান্ডা- গরমের এই মিশ্র আবহাওয়াই আপাতত চলবে । ফলে ফেব্রুয়ারি মাসের বাকি কয়েকটি দিনও এভাবেই চলবে । তাপমাত্রার বিরাট কিছু পরিবর্তন অর্থাৎ বৃদ্ধি কিংবা হ্রাসের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । কেন এই গরম এবং তাপমাত্রার বৃদ্ধি ? বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে (Kolkata Weather)। ফলে বাতাসে প্রচুর পরিমানে জলীয় বাষ্প-সহ বাতাস প্রবেশ করায় আর্দ্রতার পরিমাণ বেড়েছে এবং অস্বস্তিও বৃদ্ধি পেয়েছে ।

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশচন্দ্র দাস জানিয়েছেন, "ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই । কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 33 ডিগ্রির মধ্যে থাকবে । রাতের তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি থেকে 24 ডিগ্রির মধ্যে । মার্চ মাস থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে । সেক্ষেত্রে মার্চে কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁতে পারে । দক্ষিণবঙ্গে আগামী 5 দিন কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই । যদিও উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার মধ্যে দু’টো জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলেছে ৷ দার্জিলিং ও কালিম্পং জেলার একটি বা দু’টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে ।" ঠান্ডা গরমের এই ওঠা নামার কারণে অস্বস্তিতে জনজীবন ।

আরও পড়ুন: সপ্তাহান্তে প্রেম জীবন মসৃণ মিথুনের, বাকিদের কেমন যাবে জানুন রাশিফলে

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, ঘুর্ণাবর্তের কারণেই এই অবস্থা । পূর্বদিকে আসা বাতাসের সঙ্গে পশ্চিমী বাতাসও প্রবেশ করছে । দুই বাতাসের প্রবেশ এই অস্বস্তি বৃদ্ধির কারণ । শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি যা স্বাভাবিক তাপমাত্রা । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94 শতাংশ । রবিবার দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে । বসন্তে গরম এবং অস্বস্তি একই সঙ্গে অনুভুত হবে । পাশাপাশি আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ বৃদ্ধির ফলে গরম বাড়বে । জনজীবনে অস্বস্তি তীব্র হবে ।

উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, 26 ফেব্রুয়ারি: দিনে গরম রাতে কিছুটা হলেও ঠান্ডা আবহাওয়া (IMD Weather Forecast Rain Possibility) । ঠান্ডা- গরমের এই মিশ্র আবহাওয়াই আপাতত চলবে । ফলে ফেব্রুয়ারি মাসের বাকি কয়েকটি দিনও এভাবেই চলবে । তাপমাত্রার বিরাট কিছু পরিবর্তন অর্থাৎ বৃদ্ধি কিংবা হ্রাসের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । কেন এই গরম এবং তাপমাত্রার বৃদ্ধি ? বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে (Kolkata Weather)। ফলে বাতাসে প্রচুর পরিমানে জলীয় বাষ্প-সহ বাতাস প্রবেশ করায় আর্দ্রতার পরিমাণ বেড়েছে এবং অস্বস্তিও বৃদ্ধি পেয়েছে ।

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশচন্দ্র দাস জানিয়েছেন, "ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই । কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 33 ডিগ্রির মধ্যে থাকবে । রাতের তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি থেকে 24 ডিগ্রির মধ্যে । মার্চ মাস থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে । সেক্ষেত্রে মার্চে কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁতে পারে । দক্ষিণবঙ্গে আগামী 5 দিন কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই । যদিও উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার মধ্যে দু’টো জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলেছে ৷ দার্জিলিং ও কালিম্পং জেলার একটি বা দু’টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে ।" ঠান্ডা গরমের এই ওঠা নামার কারণে অস্বস্তিতে জনজীবন ।

আরও পড়ুন: সপ্তাহান্তে প্রেম জীবন মসৃণ মিথুনের, বাকিদের কেমন যাবে জানুন রাশিফলে

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, ঘুর্ণাবর্তের কারণেই এই অবস্থা । পূর্বদিকে আসা বাতাসের সঙ্গে পশ্চিমী বাতাসও প্রবেশ করছে । দুই বাতাসের প্রবেশ এই অস্বস্তি বৃদ্ধির কারণ । শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি যা স্বাভাবিক তাপমাত্রা । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94 শতাংশ । রবিবার দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে । বসন্তে গরম এবং অস্বস্তি একই সঙ্গে অনুভুত হবে । পাশাপাশি আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ বৃদ্ধির ফলে গরম বাড়বে । জনজীবনে অস্বস্তি তীব্র হবে ।

Last Updated : Feb 26, 2023, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.