ETV Bharat / state

West Bengal Weather Update: ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস - পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

Etv Bharat
বৃষ্টি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 7:52 AM IST

কলকাতা, 25 অগস্ট: মৌসুমী অক্ষরেখা এখন মিরাট, আজমগড়, পটনা, দেওঘর, ডায়মণ্ডহারবারের উপর অবস্থান করছে । ক্রমশ সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে সরে গিয়ে মৌসুমী অক্ষরেখাটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে যাবে । আরও একটি মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব দিক দিয়ে উত্তরপ্রদেশ থেকে পূর্ব অসম অতিক্রম করে বিহার, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চলের উপর রয়েছে ৷ এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করেছে। তার জেরে শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় প্রচুর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে । উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়ছে ৷ প্রবল বৃষ্টিতে কৃষিকাজে ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ ভূমিধসের কবলে পড়তে পারে কালিম্পং। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে ।

দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। তবে কোথাও একটানা বৃষ্টি হচ্ছে না । যেখানে মেঘ দাঁড়াচ্ছে সেখানে মুষলধারায় কিছুক্ষণ ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে ৷ তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম কিছুটা কম অনুভূত হচ্ছে । শনিবার পর্যন্ত এই রোদ-মেঘ-বৃষ্টির খেলা চলবে দক্ষিণবঙ্গে। কলকাতাও বাদ যাবে না এই পরিস্থিতি থেকে।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ। আজ শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকার পাশাপাশি কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন : রাশিতে নক্ষত্রের অবস্থান কেমন, কী বলছে আপনার ভাগ্য ?

কলকাতা, 25 অগস্ট: মৌসুমী অক্ষরেখা এখন মিরাট, আজমগড়, পটনা, দেওঘর, ডায়মণ্ডহারবারের উপর অবস্থান করছে । ক্রমশ সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে সরে গিয়ে মৌসুমী অক্ষরেখাটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে যাবে । আরও একটি মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব দিক দিয়ে উত্তরপ্রদেশ থেকে পূর্ব অসম অতিক্রম করে বিহার, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চলের উপর রয়েছে ৷ এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করেছে। তার জেরে শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় প্রচুর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে । উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়ছে ৷ প্রবল বৃষ্টিতে কৃষিকাজে ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ ভূমিধসের কবলে পড়তে পারে কালিম্পং। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে ।

দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। তবে কোথাও একটানা বৃষ্টি হচ্ছে না । যেখানে মেঘ দাঁড়াচ্ছে সেখানে মুষলধারায় কিছুক্ষণ ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে ৷ তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম কিছুটা কম অনুভূত হচ্ছে । শনিবার পর্যন্ত এই রোদ-মেঘ-বৃষ্টির খেলা চলবে দক্ষিণবঙ্গে। কলকাতাও বাদ যাবে না এই পরিস্থিতি থেকে।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ। আজ শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকার পাশাপাশি কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন : রাশিতে নক্ষত্রের অবস্থান কেমন, কী বলছে আপনার ভাগ্য ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.