ETV Bharat / state

আসল উদ্দেশ্য রাজনৈতিক ভাইরাস ছড়ানো, কেন্দ্রীয় দল নিয়ে টুইট ডেরেকের - corona virus news

কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্য-কেন্দ্র সংঘাত জারি । এবরা টুইট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন । তিনি বলেন, IMCT = আই মাস্ট কজ় ট্রাবল। IMCT = ইন্ডিয়াজ মোস্ট ক্যালাস টিম ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 25, 2020, 8:22 PM IST

Updated : Apr 25, 2020, 8:51 PM IST

কলকাতা, 25 এপ্রিল : কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতকে আরও একধাপ এগিয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর কটাক্ষ রাজ্যে উদ্দেশ্যহীনভাবে ঘুরছে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা । সমস্যা সমাধান না করে উলটে এই পরিস্থিতিতে রাজ্যের সমস্যা আরও বাড়িয়ে তুলেছেন তাঁরা । এই কেন্দ্রীয় দলের মূল লক্ষ্য রাজ্যজুড়ে রাজনীতির ভাইরাস ছড়ানো ।

আজ টুইটে ডেরেক ও ব্রায়েন বলেন, " IMCT = আই মাস্ট কজ় ট্রাবল। IMCT = ইন্ডিয়াজ মোস্ট ক্যালাস টিম । পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় দলের পরিদর্শন উদ্দেশ্যহীন । হটস্পট নয় এমন জেলাতেও ঘুরে বেড়াচ্ছেন তাঁরা । এদের আসল উদ্দেশ্য, রাজনীতির ভাইরাস ছড়ানো। যা নির্লজ্জভাবে করে চলেছেন তাঁরা ।"

  • IMCT #Bengal visit served no purpose
    - Visiting districts with no hotspots
    - Asking for committee already in place

    Real aim is to spread the political virus. Doing it shamelessly. Blatantly.
    Take ur pick.

    IMCT= India’s Most Callous Team

    IMCT= I Must Cause Trouble(in Bengal)

    — Citizen Derek | নাগরিক ডেরেক (@derekobrienmp) April 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে 21 এপ্রিল, কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন ডেরেক ও ব্রায়েন। 20 এপ্রিল কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসা নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরের দিনই একধাপ এগিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছিলেন তিনি । বলেছিলেন, "কেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা রাজ্যে এসেছেন? এখন কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কেন্দ্রীয় সরকার ৷" তিনি আরও বলেছিলেন, "কেউ রাজ্যে আসতে চাইলে কোনও অসুবিধে নেই ৷ আমরা তাঁকে স্বাগত জানাব ৷ কিন্তু, একটা নিয়ম রয়েছে ৷ সেই নিয়ম মেনে আসা উচিত ৷ না হলে পুরো ব্যাপারটা জটিল হয়ে যাবে ৷ যারা রাজ্যে আসছেন, তাঁরাই বিপদে পড়বেন ৷"

কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্য-কেন্দ্র সংঘাত জারি । আজ ফের রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মুখ্য সচিব রাজীব সিনহাকে চিঠি পাঠায় কেন্দ্রীয় প্রতিনিধি দল । কেন্দ্রীয় প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, রাজ্য প্রশাসন তাঁদের পর্যাপ্ত সাহায্য করছে না । বলা হয়, মুখ্য সচিব প্রতিদিন সাংবাদিক বৈঠকে বলছেন যে, রাজ্যের যে কোনও জায়গায় কেন্দ্রীয় প্রতিনিধি দল যেতে পারেন । কিন্তু রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁদের সঙ্গে গিয়ে সময় নষ্ট করতে পারবেন না । মুখ্য সচিবের এই ধরনের মন্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাকে অবমাননা করা হচ্ছে ।

তার ঠিক কয়েক ঘণ্টা পরই কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদের এই টুইট বিতর্ক আরও উসকে দিল ।

কলকাতা, 25 এপ্রিল : কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতকে আরও একধাপ এগিয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর কটাক্ষ রাজ্যে উদ্দেশ্যহীনভাবে ঘুরছে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা । সমস্যা সমাধান না করে উলটে এই পরিস্থিতিতে রাজ্যের সমস্যা আরও বাড়িয়ে তুলেছেন তাঁরা । এই কেন্দ্রীয় দলের মূল লক্ষ্য রাজ্যজুড়ে রাজনীতির ভাইরাস ছড়ানো ।

আজ টুইটে ডেরেক ও ব্রায়েন বলেন, " IMCT = আই মাস্ট কজ় ট্রাবল। IMCT = ইন্ডিয়াজ মোস্ট ক্যালাস টিম । পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় দলের পরিদর্শন উদ্দেশ্যহীন । হটস্পট নয় এমন জেলাতেও ঘুরে বেড়াচ্ছেন তাঁরা । এদের আসল উদ্দেশ্য, রাজনীতির ভাইরাস ছড়ানো। যা নির্লজ্জভাবে করে চলেছেন তাঁরা ।"

  • IMCT #Bengal visit served no purpose
    - Visiting districts with no hotspots
    - Asking for committee already in place

    Real aim is to spread the political virus. Doing it shamelessly. Blatantly.
    Take ur pick.

    IMCT= India’s Most Callous Team

    IMCT= I Must Cause Trouble(in Bengal)

    — Citizen Derek | নাগরিক ডেরেক (@derekobrienmp) April 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে 21 এপ্রিল, কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন ডেরেক ও ব্রায়েন। 20 এপ্রিল কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসা নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরের দিনই একধাপ এগিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছিলেন তিনি । বলেছিলেন, "কেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা রাজ্যে এসেছেন? এখন কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কেন্দ্রীয় সরকার ৷" তিনি আরও বলেছিলেন, "কেউ রাজ্যে আসতে চাইলে কোনও অসুবিধে নেই ৷ আমরা তাঁকে স্বাগত জানাব ৷ কিন্তু, একটা নিয়ম রয়েছে ৷ সেই নিয়ম মেনে আসা উচিত ৷ না হলে পুরো ব্যাপারটা জটিল হয়ে যাবে ৷ যারা রাজ্যে আসছেন, তাঁরাই বিপদে পড়বেন ৷"

কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্য-কেন্দ্র সংঘাত জারি । আজ ফের রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মুখ্য সচিব রাজীব সিনহাকে চিঠি পাঠায় কেন্দ্রীয় প্রতিনিধি দল । কেন্দ্রীয় প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, রাজ্য প্রশাসন তাঁদের পর্যাপ্ত সাহায্য করছে না । বলা হয়, মুখ্য সচিব প্রতিদিন সাংবাদিক বৈঠকে বলছেন যে, রাজ্যের যে কোনও জায়গায় কেন্দ্রীয় প্রতিনিধি দল যেতে পারেন । কিন্তু রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁদের সঙ্গে গিয়ে সময় নষ্ট করতে পারবেন না । মুখ্য সচিবের এই ধরনের মন্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাকে অবমাননা করা হচ্ছে ।

তার ঠিক কয়েক ঘণ্টা পরই কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদের এই টুইট বিতর্ক আরও উসকে দিল ।

Last Updated : Apr 25, 2020, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.