কলকাতা, 21 এপ্রিল : কেন্দ্রীয় প্রতিনিধি দলকে COVID-19 সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হবে ৷ কিন্তু, কোনও এলাকা পরিদর্শন করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা ৷ তিনি আজ দুপুরে মুখ্যসচিব BSF-র দক্ষিণবঙ্গ শাখার সদর দপ্তরে গিয়ে অপূর্ব চন্দ্রার নেতৃত্বাধীন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠক শেষে জানা যায়, রাজ্য সরকার প্রতিনিধি দলকে COVID-19 সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে দেওয়ার কথা বললেও এলাকা পরিদর্শনের ব্যাপারে সম্মতি দিচ্ছে না ৷
এর আগে সংবাদ সংস্থা ANI -কে দেওয়া সাক্ষাৎকারে অপূর্ব চন্দ্রা বলেন, ‘‘আমরা গতকাল এখানে এসেছি, আমাদের বলা হয়েছিল রাজ্য সরকার সমস্তরকম লজিস্টিক সাহায্য করবে ৷ অথচ এখানে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ৷ এখানে পা রাখার সঙ্গে সঙ্গেই রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করি ৷ তাঁর থেকে এলাকা পরিদর্শন করার জন্য সাহায্য চাই ৷ এমনকী আমরা নবান্নে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসি ৷ আমাদের বলা হয়েছিল আজ ফের বৈঠকে বসা হবে এবং আমাদের এলাকাগুলি ঘুরিয়ে দেখানো হবে ৷ কিন্তু আজ আমাদের জানানো হয়, কিছু সমস্যা হয়েছে এবং আজ আমরা যাচ্ছি না ৷’’
তিনি আরও অভিযোগ করেন, ‘‘ এই একই দল অনান্য রাজ্যে, যেমন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানেও গিয়েছিল ৷ সেখানে সরকার সম্পূর্ণ সাহায্য করেছিল ৷ তাদেরও এই একই নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এখানে গতকাল থেকে কোনও সাহায্য পাচ্ছি না ৷’’
কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসা নিয়ে বেজায় ক্ষুদ্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে অমান্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷ এমনকী কেন্দ্রীয় প্রতিনিধি দলের জেলা বাছাইকে নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷
রাজ্যে আসা দ্বিতীয় প্রতিনিধি দলটি আপাতত উত্তরবঙ্গের শিলিগুড়িতে SSB দপ্তরে আছে ৷