কলকাতা, 23 মার্চ: 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান মঞ্চে ভারতীয় গান ও ছবির অস্কার জয়, সিনেমা সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরেছে ৷ এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' (RRR Movie) বক্সঅফিসে কামাল দেখিয়েছে ৷ তেলুগু ছবির গান 'নাতু নাতু' (Naatu Naatu Song) সেরা মৌলিক গান হিসাবে মুকুটে পড়েছে অস্কার ৷ অন্যদিকে, সেরা তথ্যচিত্র হিসাবে অস্কার উঠেছে 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' (The Elephant Whisperers)-র মুকুটে ৷ গর্বের সেই দিন উদযাপন আজও কোথাও না কোথাও চলেই আসছে ৷ এবার এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় ডাকবিভাগ ৷ টিকিটে উঠে এল 'নাতু নাতু' ও 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স'-র প্রতিচ্ছবি ৷
ভারতীয় ডাক বিভাগ, দেশের সংস্কৃতি-সাহিত্য হোক বা রাজনীতি-খেলা,দেশের গুরুত্বপূর্ণ ঘটনা এবং অর্জনকে স্মরণীয় করে রাখতে নানা সহায়ক ভূমিকা পালন করে চলেছে। একই ভাবে আরআরআর সিনেমার 'নাটু নাটু' গান এবং দ্য এলিফ্যান্ট হুইসপারার্স সিনেমার সাফল্যকে ডাকটিকিট এবং বিশেষ কভারে অন্তর্ভুক্ত করল। বৃহস্পতিবার কলকাতা জিপিওতে আনুষ্ঠানিকভাবে সেই ডাকটিকিট ও বিশেষ কভারের উন্মোচন করেন ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল বিধান রায়।
কলকাতা জিপিওতে 'অস্কার জার্নি অফ ইন্ডিয়া- সেলিব্রেটিং ইন্ডিয়ান সিনেমা'-র ওপর একটি বিশেষ 'ফিলাটেলিক কভার' প্রকাশ করে অস্কারে ভারতীয় সিনেমার কৃতিত্বকে স্মরণীয় করে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্ট মাস্টার জেনারেল বিধান চন্দ্র রায় বলেন, "এই গানে যে কারোর পা দুলে উঠবে সুরের তালে তালে ৷ ভারতবর্ষের সংস্কৃতি আজ বিশ্বের দরবারে প্রশংসিত। পুরস্কারপ্রাপ্ত । মাদার ইন্ডিয়া থেকে শুরু করে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচালক সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছেন। ভারতীয় সিনেমা বিশ্বের দরবারে সেরার শিরোপা পেয়েছে। সেই ঐতিহাসিক মুহূর্ত ধরে রাখতে ভারতীয় ডাক টিকিটের তরফে অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছ ৷" এদিনের অনুষ্ঠানে 'নাতু নাতু' গানের হিন্দি ভার্সনে কোমর দোলালেন ভারতীয় ডাক বিভাগের কর্মীরা।
আরও পড়ুন: রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন বঙ্গের দুই কৃতি মঙ্গলাকান্ত ও ধনীরাম
উল্লেখ্য, 2021 সালের অগস্ট মাসের টোকিয়ো অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসে ভারত তার প্রথম সোনা জিততে সমর্থ হয়েছিল। সৌজন্য জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। 87.58 মিটার দূরত্বে নিজের জ্যাভলিনকে ছুঁড়ে সেদিন বিশ্বের তাবড় তাবড় প্রতিযোগীেদের পিছনে ফেলেছিলেন তিনি। ভারতের অলিম্পিক ইতিহাসে চিরস্মরণীয় এই ঘটনার রুপকার 'সোনার ছেলে' নীরজকে অভিনব উপায়ে সম্মান জানিয়েছিল ভারতীয় ডাক বিভাগ। অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এখনও পর্যন্ত ভারতের প্রথম এবং একমাত্র পদক তাও আবার স্বর্ণপদকজয়ী সোনার ছেলেকে সম্মান জানাতে নীরজের নামে একটি সোনার রং করা পোস্টবক্স বসানো হয়েছিল হরিয়ানায়।