কলকাতা, 9 জুলাই : অগাস্ট থেকে শিক্ষাবর্ষ শুরু করতে চলেছে IIM কলকাতা ৷ তবে পুরোটাই হবে অনলাইনে ৷ বুধবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয় ৷
নতুন ছাত্রছাত্রীরা ছাড়াও ফ্ল্যাগশিপ MBA প্রোগ্রামের পুরানো ছাত্রছাত্রীরাও বাড়ি থেকে ডিজিটাল ক্লাসরুমে যোগ দিতে পারবেন ৷ IIM কলকাতার ডিরেক্টর অঞ্জু শেঠ বলেন, ‘‘ আমরা পুনরায় অনলাইন মোডে শুরু করতে চলেছি ৷ তাই এটাও সমান গুরুত্বপূর্ণ যে আমরা যেন আমাদের শৃঙ্খলা ও আমাদের নিজস্ব শিক্ষা ও শেখার অভিজ্ঞতাকে সুরক্ষিত রাখতে পারি ৷ ’’ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভবিষ্যতে এই রকম আরও অনলাইন পদক্ষেপ করা হবে ৷ এবং ক্যাম্পাসে কাজকর্ম লকডাউন চলা পর্যন্ত স্থগিত রাখা হবে ৷
এর আগের শিক্ষাবর্ষ মার্চে হঠাৎ করেই শেষ করতে হয় ৷ লকডাউন ঘোষণার পর ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে যায় ৷ এর পর বাকি ক্লাসগুলি করার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে ৷ অনলাইন ক্লাসগুলি হবে ‘iPearl.ai’ এর লার্নিং প্লাটফর্মের মাধ্যমে ৷ যেটি ট্যালেন্ট স্প্রিন্টের একটি অনলাইন প্লার্টফর্ম ৷
ট্যালেন্ট স্প্রিন্টের CEO সান্তনু পাল সংবাদ সংস্থা PTI কে জানান, ‘‘ আমরা আনন্দিত যে, IIM কলকাতা তাদের অনলাইন ক্লাসের জন্য আমাদের প্লাটফর্ম ‘iPearl.ai’ কে বেছে নিয়েছে ৷ IIM কলকাতাকে সহযোগিতা করার সুযোগ আমাদের কাছে খুব গর্বের ৷