ETV Bharat / state

কাজ করছে না পোর্টাল, ভরতির আবেদনের সময়সীমা বাড়াল IGNOU

author img

By

Published : Aug 1, 2019, 1:53 PM IST

যান্ত্রিক ত্রুটির জন্য কাজ করছে না IGNOU-র পোর্টাল ৷ আবারও ভরতির সময়সীমা বাড়াল বিশ্ববিদ্যালয় ৷

IGNOU

কলকাতা, 1 অগাস্ট : যান্ত্রিক ত্রুটির জন্য কাজ করছে না পোর্টাল ৷ ভরতির জন্য কখনও কখনও আবেদন করা সম্ভব হচ্ছে না ৷ প্রায় 1 সপ্তাহ ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির (IGNOU) ভরতির আবেদন গ্রহণের পোর্টালে । তাই আবারও সমস্ত বিষয়ে ভরতির জন্য আবেদনের সময়সীমা বাড়াল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । 31 জুলাই শেষ তারিখ ছিল আবেদন করার । বর্ধিত সময়সীমায় আগামী 14 অগাস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক পড়ুয়ারা ।

এই বিষয়ে ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডিরেক্টর অজয়কুমার বেহারা বলেন, "কয়েকজন আবেদন করতে পারেনি । কারণ, আমাদের পোর্টালে যান্ত্রিক সমস্যা হয়েছিল । দেশজুড়ে একসঙ্গে প্রায় 60-70 হাজারজন আবেদন করছিলেন । সেই কারণে পোর্টাল কাজ করছিল না । 25 ও 26শে জুলাই থেকে এই সমস্যা হচ্ছে । কখনও কখনও আধ ঘণ্টা কাজ করছিল আবার কখনও বন্ধ হয়ে যাচ্ছিল‌ । আজও একই সমস্যা হয়েছিল । এই কারণে আবেদনের দিন বাড়ানো হয়েছে ।" একই সমস্যার কারণে আগেও দিন বাড়ানো হয়েছিল বলে জানাচ্ছেন অজয়বাবু ।

তবে, এবারই শেষবার সময়সীমা বাড়ানো হল বলেও জানাচ্ছেন তিনি । তিনি বলেছেন যে প্রথম সময়সীমা বাড়িয়ে 31 জুলাই পর্যন্ত করা হয়েছিল । এই সময়সীমা শেষবারের মত আবার বাড়ানো হল ৷ যাদের আবেদন করার তাঁরা যেন শীঘ্রই আবেদন করেন ৷ কারণ, এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে রিপোর্ট পাঠাতে হবে ।
বিষয়টিকে আবেদনকারীদের জানাতে ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে ‌। তাতে জানানো হয়েছে যে জুলাই 2019 সেশনে ভরতি চলছে । সমস্ত বিষয়ের জন্য নতুন করে আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী 14 অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

কলকাতা, 1 অগাস্ট : যান্ত্রিক ত্রুটির জন্য কাজ করছে না পোর্টাল ৷ ভরতির জন্য কখনও কখনও আবেদন করা সম্ভব হচ্ছে না ৷ প্রায় 1 সপ্তাহ ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির (IGNOU) ভরতির আবেদন গ্রহণের পোর্টালে । তাই আবারও সমস্ত বিষয়ে ভরতির জন্য আবেদনের সময়সীমা বাড়াল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । 31 জুলাই শেষ তারিখ ছিল আবেদন করার । বর্ধিত সময়সীমায় আগামী 14 অগাস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক পড়ুয়ারা ।

এই বিষয়ে ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডিরেক্টর অজয়কুমার বেহারা বলেন, "কয়েকজন আবেদন করতে পারেনি । কারণ, আমাদের পোর্টালে যান্ত্রিক সমস্যা হয়েছিল । দেশজুড়ে একসঙ্গে প্রায় 60-70 হাজারজন আবেদন করছিলেন । সেই কারণে পোর্টাল কাজ করছিল না । 25 ও 26শে জুলাই থেকে এই সমস্যা হচ্ছে । কখনও কখনও আধ ঘণ্টা কাজ করছিল আবার কখনও বন্ধ হয়ে যাচ্ছিল‌ । আজও একই সমস্যা হয়েছিল । এই কারণে আবেদনের দিন বাড়ানো হয়েছে ।" একই সমস্যার কারণে আগেও দিন বাড়ানো হয়েছিল বলে জানাচ্ছেন অজয়বাবু ।

তবে, এবারই শেষবার সময়সীমা বাড়ানো হল বলেও জানাচ্ছেন তিনি । তিনি বলেছেন যে প্রথম সময়সীমা বাড়িয়ে 31 জুলাই পর্যন্ত করা হয়েছিল । এই সময়সীমা শেষবারের মত আবার বাড়ানো হল ৷ যাদের আবেদন করার তাঁরা যেন শীঘ্রই আবেদন করেন ৷ কারণ, এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে রিপোর্ট পাঠাতে হবে ।
বিষয়টিকে আবেদনকারীদের জানাতে ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে ‌। তাতে জানানো হয়েছে যে জুলাই 2019 সেশনে ভরতি চলছে । সমস্ত বিষয়ের জন্য নতুন করে আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী 14 অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

Intro:কলকাতা, 31 জুলাই: চাপ নিতে পারছে না পোর্টাল। তাই কখনও আবেদন কর গেলেও তা পেন্ডিং হয়ে যাচ্ছে। আবার কখনও আবেদন করাই সম্ভব হচ্ছে না ওয়েবসাইট ক্র‍্যাস করে যাওয়ার কারণে। প্রায় 1 সপ্তাহ ধরে এমনই সমস‍্যা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির (IGNOU) ভর্তির আবেদন গ্রহণের পোর্টালে। তাই আবার সব প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়াল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 31 জুলাই শেষ তারিখ ছিল আবেদন করার। বর্ধিত সময়সীমায় আগামী 14 অগাস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক পড়ুয়ারা।


Body:এ বিষয়ে ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডিরেক্টর অজয় কুমার বেহারা বলেন, "কিছু লোক আবেদন করতে পারেনি। কারণ, আমাদের পোর্টাল জ্যাম হয়ে গেছিল। সারা ভারতবর্ষ জুড়ে একসঙ্গে প্রায় 60-70 হাজার জন আবেদন করছিলেন। সেই কারণে পোর্টাল কাজ করছিল না। বিগত 25, 26 তারিখ থেকে এই সমস্যা হচ্ছে। মাঝে মাঝে কাজ করছিল। আধ ঘন্টা কাজ করছিল আবার বন্ধ হয়ে যাচ্ছিল‌। আজও সমস্যা হয়েছিল। এই কারণেই আবেদনের দিন বাড়ানো হয়েছে। দিন বাড়ানোর কারণে প্রেসার কম হয়ে যাবে। দিনে হয়তো কুড়ি হাজার লোক আবেদন করবেন। এভাবে হয়ে যাবে।"

একই সমস‍্যার কারণে এর আগেও দিন বাড়ানো হয়েছিল বলে জানাচ্ছেন অজয় বেহারা। তবে, এবারই শেষবার সময়সীমা বাড়ানো হল বলেও জানাচ্ছেন তিনি। ফলে, তিনি বলেন, "সময়সীমা বাড়িয়েই 31 জুলাই করা হয়েছিল। আবার বাড়ানো হল। এটাই শেষবার সময়সীমা বাড়ানো হল। এরপর আর বাড়ানো হবে না। যাঁদের আবেদন করার তাঁরা তাড়াতাড়ি করে নিলে ভালো। নাহলে শেষে পেন্ডিং হয়ে গেলে কিছু করার নেই। কারণ, এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে রিপোর্ট পাঠাতে হবে।"

বিষয়টি আবেদনকারীদের জানাতে ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে‌। তাতে বলা হয়েছে, জুলাই 2019 সেশনে ভর্তি চলছে। নতুন করে আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী 14 অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে সব প্রোগ্রামের জন্য।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.