ETV Bharat / state

"ধর্মনিরপেক্ষতার সুতো ছিঁড়লে দেশ ভাঙবে", কলকাতায় মিছিলে অপর্ণা-কৌশিক

CAA-র প্রতিবাদে অপর্ণা সেন,কৌশিক সেনদের নেতৃত্বে আজ কলকাতায় মিছিল চলছে । অপর্ণা সেনের বার্তা, ধর্মনিরপেক্ষতায় সুতোয় বাঁধা দেশ। সুতো ছিন্ন হলে দেশ ভেঙে যাবে।

ছবি
ছবি
author img

By

Published : Dec 19, 2019, 2:25 PM IST

Updated : Dec 19, 2019, 3:42 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর : দিল্লি, বেঙ্গালুরুর পর কলকাতা । নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছে মানুষজন। CAA-র প্রতিবাদে অপর্ণা সেন,কৌশিক সেনদের নেতৃত্বে আজ কলকাতায় মিছিল চলছে । সেই মিছিল থেকে CAA-র বিরুদ্ধে সরব হন অপর্ণা সেন । তিনি বলেন, "ধর্মনিরপেক্ষতায় সুতোয় বাঁধা দেশ । সুতো ছিন্ন হলে দেশ ভেঙে যাবে ।"

অপর্ণা সেন বলেন, "এটি আমাদের উপমহাদেশ। এখানে ধর্মনিরপেক্ষতায় সুতোয় বহু ভাষা, সংস্কৃতি, জাতিগোষ্ঠী একসঙ্গে বাঁধা রয়েছে । যদি এই সুতো ছিন্ন হয়ে যায়, তাহলে দেশ ভেঙে যাবে।"

আজ দিল্লি, কর্নাটক সহ দেশের অনেক রাজ্যে CAA বিরোধী মিছিল শুরু হয়েছে ৷ 144 ধারা জারি করে চলছে জমায়েত, বিক্ষোভ । বিক্ষোভকারীদের পাশাপাশি ইতিমধ্যেই অনেক রাজনৈতিক নেতা ও সমাজের বিশিষ্টদের আটক করেছে পুলিশ । একাধিক জায়াগায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, যান চলাচাল । এবার কলকাতায় নেমেছেন মানুষজন। মিছিল থেকেই কৌশিক সেন বলেনয, "সবাই CAA-র বিরোধিতা করছে । এখন জামিয়া মিলিয়া, এরপর আমাদের সঙ্গে ঘটতে পারে । আমাদের নিজেদের রক্ষা করতে হবে। জনমত তৈরি হওয়া দরকার। কেন্দ্রের টনক নড়া উচিত ।"

ইতিমধ্যেই বেঙ্গলুরু থেকে আটক করা হয়েছে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে । এরপর দিল্লি থেকে সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, যোগেন্দ্র যাদব সহ একাধিক রাজনৈতিক নেতাকে আটক করা হয় । এপ্রসঙ্গে অপর্ণার বার্তা, "রামচন্দ্র গুহকে আটক অন্যায় । সবচেয়ে বড় কথা দেশের যুবকরা এর প্রতিবাদে এগিয়ে এসেছে। আমরা এই আইনের বিরোধিতা করছি ।"

কলকাতা, 19 ডিসেম্বর : দিল্লি, বেঙ্গালুরুর পর কলকাতা । নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছে মানুষজন। CAA-র প্রতিবাদে অপর্ণা সেন,কৌশিক সেনদের নেতৃত্বে আজ কলকাতায় মিছিল চলছে । সেই মিছিল থেকে CAA-র বিরুদ্ধে সরব হন অপর্ণা সেন । তিনি বলেন, "ধর্মনিরপেক্ষতায় সুতোয় বাঁধা দেশ । সুতো ছিন্ন হলে দেশ ভেঙে যাবে ।"

অপর্ণা সেন বলেন, "এটি আমাদের উপমহাদেশ। এখানে ধর্মনিরপেক্ষতায় সুতোয় বহু ভাষা, সংস্কৃতি, জাতিগোষ্ঠী একসঙ্গে বাঁধা রয়েছে । যদি এই সুতো ছিন্ন হয়ে যায়, তাহলে দেশ ভেঙে যাবে।"

আজ দিল্লি, কর্নাটক সহ দেশের অনেক রাজ্যে CAA বিরোধী মিছিল শুরু হয়েছে ৷ 144 ধারা জারি করে চলছে জমায়েত, বিক্ষোভ । বিক্ষোভকারীদের পাশাপাশি ইতিমধ্যেই অনেক রাজনৈতিক নেতা ও সমাজের বিশিষ্টদের আটক করেছে পুলিশ । একাধিক জায়াগায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, যান চলাচাল । এবার কলকাতায় নেমেছেন মানুষজন। মিছিল থেকেই কৌশিক সেন বলেনয, "সবাই CAA-র বিরোধিতা করছে । এখন জামিয়া মিলিয়া, এরপর আমাদের সঙ্গে ঘটতে পারে । আমাদের নিজেদের রক্ষা করতে হবে। জনমত তৈরি হওয়া দরকার। কেন্দ্রের টনক নড়া উচিত ।"

ইতিমধ্যেই বেঙ্গলুরু থেকে আটক করা হয়েছে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে । এরপর দিল্লি থেকে সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, যোগেন্দ্র যাদব সহ একাধিক রাজনৈতিক নেতাকে আটক করা হয় । এপ্রসঙ্গে অপর্ণার বার্তা, "রামচন্দ্র গুহকে আটক অন্যায় । সবচেয়ে বড় কথা দেশের যুবকরা এর প্রতিবাদে এগিয়ে এসেছে। আমরা এই আইনের বিরোধিতা করছি ।"

Mumbai, Dec 19 (ANI): Bollywood's 90s beauty Raveena Tandon dressed to kill for an event in Mumbai. She attended the event 'ECOMO Eco Footprint 2020'. It offered a platform to share vision to bring change in climatic condition of environment. She looked her ravishing best in a quirky Indo-western outfit. With subtle hairdo and makeup, Raveena surely impressed everyone presented at the event.
Last Updated : Dec 19, 2019, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.