কলকাতা, 22 নভেম্বর: মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু আগেই 7 হাজার 600 কোটির বিনিয়োগ প্রস্তাব এসে গিয়েছিল ৷ আর সম্মেলন শুরু হতেই আরও বিনিয়োগ প্রস্তাব এসেছে বাংলার জন্য ৷ সেই বিনিয়োগ প্রস্তাবকে হাতিয়ার করেই বিরোধীদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে নিশানা করলেন মমতা ৷ তাঁর প্রশ্ন, বাংলায় নাকি শুধু হিংসা, তাহলে এত উন্নয়ন কীভাবে ? বিনিয়োগ হচ্ছে কীভাবে ?
মঙ্গলবার সম্মেলনে মমতা বলেন, ‘‘রাজ্যে প্রায় আটশো হোটেল তৈরি হচ্ছে ৷ দীঘা, কলকাতা, উত্তরবঙ্গ সর্বত্রই শিল্পপতিরা চাইছেন হোটেল তৈরি করতে ৷ নতুন নতুন বিনিয়োগের প্রস্তাব আসছে ৷ সবচেয়ে বড় কথা আপনারা যদি কলকাতার দিকে তাকান, দেখতে পাবেন কলকাতায় নতুন হোটেল করার জন্য আর জায়গা অবশিষ্ট নেই ৷ যদি এখানে নতুন কোনও ব্যবসা না আসে ? যদি মানুষ সত্যিই খুশি না থাকে ? তাহলে কীভাবে এইগুলি হচ্ছে ?’’
এই প্রসঙ্গে মমতার খোঁচা, ‘‘সব সময় একটা গুজব শোনা যায়, বাংলা নাকি হিংসার ক্ষেত্র হয়ে যাচ্ছে ৷ আসলে এটা একদল রাজনৈতিক দলের নিজস্ব ন্যারেটিভ ৷ কুৎসাই তাদের অস্ত্র ৷’’ মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক তাপস রায় ৷ তাঁর অভিযোগ, ‘‘বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপি বাংলাকে গোটা দেশের সামনে বদনাম করতে উঠে পড়ে লেগেছে ৷ বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে ৷ আর তারই পালটা হিসাবে বাংলার বঞ্চনা ও বাংলা সম্পর্কে কুৎসা-অপপ্রচার করে রাজ্য সম্পর্কে একটা খারাপ ভাবমূর্তি তুলে ধরতে চাইছে ৷’’
মঙ্গলবার শিল্প সম্মেলন নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছিলেন, বিজেপি বিধায়ক তথা প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ী ৷ শিল্পপতিদের রাজ্যের প্রশংসা করা নিয়ে তাঁর বক্তব্য, ‘‘শিল্প সম্মেলনে চমৎকার ব্যবস্থাপনা করা হয়েছে ৷ এরকম একটা খেলা-মেলার সরকার যখন মস্ত বড় একটা অনুষ্ঠান করছে, শিল্পপতিরা আসবেন না কেন ! এখানে আসবেন ভালো ভালো কথা বলবেন ৷ তারপর মিষ্টির হাঁড়ি নিয়ে প্লেনে করে চলে যাবেন ৷ কেউ কথা রাখেনি, কেউ কথা রাখবে না ৷ এরা হিসেব করে মুনাফার ৷ বাংলায় সেই মুনাফাই যদি না থাকে, কে বিনিয়োগ করবে ?’’
অশোক লাহিড়ী সরাসরি রাজ্যের হিংসার আবহ নিয়ে তৃণমূল ও প্রশাসনকে নিশানা করেছিলেন ৷ তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে নাকি তারা সেখানে যাবে, যেখানে হিংসা হয় না ৷ মসৃণ রাস্তা আছে, বন্দর আছে ৷ কাজেই মুখ্যমন্ত্রী যাই বলুন, এই শিল্প সম্মেলনের কোনও ভবিষ্যৎ আছে বলে আমি অন্তত দেখছি না ৷‘‘ যদিও, বিজেপির এই বক্তব্যকে রাজ্যের বিরুদ্ধে অপপ্রচার হিসাবেই দেখছে তৃণমূল ৷ তবে, বিরোধীদের বক্তব্য শুধুই অপপ্রচার ? নাকি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়িত হবে, সেটা সময়ই বলবে ?
আরও পড়ুন:
বাণিজ্য সম্মেলন থেকে তাজপুর বন্দরের জন্য নতুন টেন্ডারের ইঙ্গিত, তবে কি আদানিদের সঙ্গে চুক্তি বাদ!
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্পোরেট লুকে মমতা
আগামী 3 বছরে রাজ্যে 20 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স, সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বানির