ETV Bharat / state

CT Scan-MRI for Animals: অসুস্থ পোষ্য ? সিটি স্ক্যান করাতে যেতে হবে রাজ্যের বাইরে, এমআরআই-এর জন্য বিদেশে

author img

By

Published : Aug 7, 2023, 7:24 PM IST

CT Scan-MRI for Animals not done in West Bengal: পোষ্য অসুস্থ হলে তার সিটি স্ক্যান করাতে নিয়ে যেতে হবে রাজ্যের বাইরে ৷ আর এমআরআই-এর জন্য ছুটতে হবে বিদেশে ৷ কারণ রাজ্যে এ সবের পরিকাঠামো নেই বলে আক্ষেপ করলেন একডালিয়ার এক পোষ্যের মালিক ৷ তাঁর অসুস্থ সারমেয়কে নিয়ে সম্প্রতি বেশ বিপদে পড়তে হয়েছে তাঁকে ৷

CT Scan-MRI for Animals
পোষ্যের সিটি স্ক্যান করাতে যেতে হবে রাজ্যের বাইরে

কলকাতা, 7 অগস্ট: আপনার বাড়িতে পোষ্য রয়েছে ? যাকে আপনি তিলে তিলে বড় করছেন সন্তান স্নেহে ! আচমকাই তার হল শরীর খারাপ ৷ প্রয়োজন সিটি স্ক্যান এবং এমআরআই-এর ? তাহলে আপনাকে যেতে হবে রাজ্য তথা দেশের বাইরে । সম্প্রতি এমনই ঝক্কি পুহিয়েছেন একডালিয়ার এক বাসিন্দা ।

অসুস্থ হল জীবু: কৌন্তেয় সিনহার ছ'মাসের গোল্ডেন রিট্রিভার, নাম তার জীবু । প্রাণবন্ত, সুস্থ, স্বাভাবিক, ছটফটে একটি কুকুর । তবে আচকাই 17 দিন আগে অসুস্থ হয়ে পড়ে সে । হারিয়ে ফেলে হাঁটার ক্ষমতা । সন্তানসম সারমেয় জীবুকে নিয়ে চিন্তায় পড়েন কৌন্তেয় । এক্স রে করেও কী হয়েছে তা জানা যায়নি । প্রয়োজন পড়ে সিটি স্ক্যান এবং এমআরআই-এর । আর ঠিক সেই সময়েই দেখা গেল ঘোর সমস্যা ।

প্রাণীদের সিটি স্ক্যান হয় না রাজ্যে: কোথায় প্রাণীদের সিটি স্ক্যান করানো হয় ? এই প্রশ্ন নিয়ে কলকাতা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় কৌন্তেয় খোঁজ শুরু করেন । তবে উত্তর পাননি তিনি । অবশেষে তিনি জানতে পারেন, পোষ্যের সিটি স্ক্যান করতে তাঁকে যেতে হবে এ রাজ্যের বাইরে । কারণ ভারতের পূর্বাঞ্চলে কোথাও হয় না প্রাণীদের সিটি স্ক্যান ।

পোষ্যকে বাইরে নেওয়ায় সমস্যা: কিন্তু বাইরে যেতে গিয়ে সেখানেও বাধা । বেশ কিছু বিমান সারমেয়দের নিয়ে ভ্রমণ করতে দেয় না । আবার কোথাও ভ্রমণ করলেও পোষ্যকে রাখা হয় জিনিসপত্রের সঙ্গে । আগত্যা সেভাবেই দিল্লি যান একডালিয়ার ওই ব্যক্তি । তিনি অভিযোগ তোলেন, ওই বন্ধ জায়গায় ভ্রমণ করার জন্য জীবু ট্রমায় পড়ে গিয়েছেন । তাতে প্রবল জ্বর আসে তার ।

আরও পড়ুন: দুই কুকুরছানার লেজ ও কান কেটে মদের চাট বানাল দুই মাতাল !

দিল্লিতে হল এমআরআই: গুরগাঁওতে পৌঁছে জীবুর সিটি স্ক্যান করান তিনি । কিন্তু সেই রিপোর্টেও কিছু পাওয়া যায়নি । তাই এ বার একমাত্র উপায় এমআরআই । কিন্তু তা তো আমাদের দেশেই হয় না ! তার জন্য যেতে হবে দুবাই, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা । তবে দিল্লির কিছু জায়গায় মানুষদের পরীক্ষা করার পর প্রাণীদের টেস্ট করা হয় । সেভাবেই প্রায় 32 হাজার টাকা খরচ করে এমআরআই করানো হয় জীবুর ।

কৌন্তেয় সিনহা বলেন, "কলকাতায় আমি এক্সরে করিয়েছিলাম ৷ কিন্তু তারা শিরদাঁড়ার কোনও এক্স রে করেনি । আমি এমআরআই করে দেখতে পাই ওর শিরদাঁড়ায় একটি ফ্র্যাকচার আছে । তার জন্য অস্ত্রোপচার দরকার 48 ঘণ্টার মধ্যে । তবে এখনও বাকি রয়েছে জীবুর অস্ত্রোপচার । বেশকিছু মিটিং-এর পর অস্ত্রোপচার করবেন চিকিৎসকেরা । আমার রোগটা জানতেই 17 দিন কেটে গিয়েছে ৷ জানি না এখন কী হবে !"

প্রাণীদের চিকিৎসার পরিকাঠামো কী: রাজ্যে প্রাণীদের চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো নেই বলে অভিযোগ করেন কৌন্তেয় ৷ তিনি বলেন, "কলকাতা তথা পশ্চিমবঙ্গে খেলনা হিসাবে সারমেয়দের রাখা হয় । কলকাতার মোড়ে মোড়ে তাদের বিনোদনের জন্য বিভিন্ন কিছু করা হয়েছে । তবে তাদের চিকিৎসার জন্য ন্যূনতম ব্যবস্থাও নেই । এই সমস্যায় শুধু আমি ভুগছি না, বহু মানুষ জর্জরিত ।"

এই বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিশ্ববিদ্যালয়ের ডিন চিকিৎসক শুভাশিস বটব্যাল বলেন, "চেন্নাইতে সবেমাত্র এমআরআই কারানো হচ্ছে । কিন্তু সেটা কতটা ভালো তা জানি না । আমরা সরকারের কাছে একটা সিটি স্ক্যান মেশিন চেয়েছি । সরকার তাতে সহমত জানিয়েছে । কিন্তু বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই । তাই কিছু ফাইল আটকে রয়েছে । তবে আমরা শীঘ্রই চালু করছি । এছাড়া প্রাণীদের সমস্ত চিকিৎসা আমাদের এখানে হয় ।"

কলকাতা, 7 অগস্ট: আপনার বাড়িতে পোষ্য রয়েছে ? যাকে আপনি তিলে তিলে বড় করছেন সন্তান স্নেহে ! আচমকাই তার হল শরীর খারাপ ৷ প্রয়োজন সিটি স্ক্যান এবং এমআরআই-এর ? তাহলে আপনাকে যেতে হবে রাজ্য তথা দেশের বাইরে । সম্প্রতি এমনই ঝক্কি পুহিয়েছেন একডালিয়ার এক বাসিন্দা ।

অসুস্থ হল জীবু: কৌন্তেয় সিনহার ছ'মাসের গোল্ডেন রিট্রিভার, নাম তার জীবু । প্রাণবন্ত, সুস্থ, স্বাভাবিক, ছটফটে একটি কুকুর । তবে আচকাই 17 দিন আগে অসুস্থ হয়ে পড়ে সে । হারিয়ে ফেলে হাঁটার ক্ষমতা । সন্তানসম সারমেয় জীবুকে নিয়ে চিন্তায় পড়েন কৌন্তেয় । এক্স রে করেও কী হয়েছে তা জানা যায়নি । প্রয়োজন পড়ে সিটি স্ক্যান এবং এমআরআই-এর । আর ঠিক সেই সময়েই দেখা গেল ঘোর সমস্যা ।

প্রাণীদের সিটি স্ক্যান হয় না রাজ্যে: কোথায় প্রাণীদের সিটি স্ক্যান করানো হয় ? এই প্রশ্ন নিয়ে কলকাতা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় কৌন্তেয় খোঁজ শুরু করেন । তবে উত্তর পাননি তিনি । অবশেষে তিনি জানতে পারেন, পোষ্যের সিটি স্ক্যান করতে তাঁকে যেতে হবে এ রাজ্যের বাইরে । কারণ ভারতের পূর্বাঞ্চলে কোথাও হয় না প্রাণীদের সিটি স্ক্যান ।

পোষ্যকে বাইরে নেওয়ায় সমস্যা: কিন্তু বাইরে যেতে গিয়ে সেখানেও বাধা । বেশ কিছু বিমান সারমেয়দের নিয়ে ভ্রমণ করতে দেয় না । আবার কোথাও ভ্রমণ করলেও পোষ্যকে রাখা হয় জিনিসপত্রের সঙ্গে । আগত্যা সেভাবেই দিল্লি যান একডালিয়ার ওই ব্যক্তি । তিনি অভিযোগ তোলেন, ওই বন্ধ জায়গায় ভ্রমণ করার জন্য জীবু ট্রমায় পড়ে গিয়েছেন । তাতে প্রবল জ্বর আসে তার ।

আরও পড়ুন: দুই কুকুরছানার লেজ ও কান কেটে মদের চাট বানাল দুই মাতাল !

দিল্লিতে হল এমআরআই: গুরগাঁওতে পৌঁছে জীবুর সিটি স্ক্যান করান তিনি । কিন্তু সেই রিপোর্টেও কিছু পাওয়া যায়নি । তাই এ বার একমাত্র উপায় এমআরআই । কিন্তু তা তো আমাদের দেশেই হয় না ! তার জন্য যেতে হবে দুবাই, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা । তবে দিল্লির কিছু জায়গায় মানুষদের পরীক্ষা করার পর প্রাণীদের টেস্ট করা হয় । সেভাবেই প্রায় 32 হাজার টাকা খরচ করে এমআরআই করানো হয় জীবুর ।

কৌন্তেয় সিনহা বলেন, "কলকাতায় আমি এক্সরে করিয়েছিলাম ৷ কিন্তু তারা শিরদাঁড়ার কোনও এক্স রে করেনি । আমি এমআরআই করে দেখতে পাই ওর শিরদাঁড়ায় একটি ফ্র্যাকচার আছে । তার জন্য অস্ত্রোপচার দরকার 48 ঘণ্টার মধ্যে । তবে এখনও বাকি রয়েছে জীবুর অস্ত্রোপচার । বেশকিছু মিটিং-এর পর অস্ত্রোপচার করবেন চিকিৎসকেরা । আমার রোগটা জানতেই 17 দিন কেটে গিয়েছে ৷ জানি না এখন কী হবে !"

প্রাণীদের চিকিৎসার পরিকাঠামো কী: রাজ্যে প্রাণীদের চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো নেই বলে অভিযোগ করেন কৌন্তেয় ৷ তিনি বলেন, "কলকাতা তথা পশ্চিমবঙ্গে খেলনা হিসাবে সারমেয়দের রাখা হয় । কলকাতার মোড়ে মোড়ে তাদের বিনোদনের জন্য বিভিন্ন কিছু করা হয়েছে । তবে তাদের চিকিৎসার জন্য ন্যূনতম ব্যবস্থাও নেই । এই সমস্যায় শুধু আমি ভুগছি না, বহু মানুষ জর্জরিত ।"

এই বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিশ্ববিদ্যালয়ের ডিন চিকিৎসক শুভাশিস বটব্যাল বলেন, "চেন্নাইতে সবেমাত্র এমআরআই কারানো হচ্ছে । কিন্তু সেটা কতটা ভালো তা জানি না । আমরা সরকারের কাছে একটা সিটি স্ক্যান মেশিন চেয়েছি । সরকার তাতে সহমত জানিয়েছে । কিন্তু বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই । তাই কিছু ফাইল আটকে রয়েছে । তবে আমরা শীঘ্রই চালু করছি । এছাড়া প্রাণীদের সমস্ত চিকিৎসা আমাদের এখানে হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.