কলকাতা, 5 অক্টোবর: রাজ্যপাল যতক্ষণ না দেখা করছেন, ততক্ষণ এই ধরনা চলবে। এমনই হুঁশিয়ারি বৃহস্পতিবার শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গলায় ৷ এদিন রাজভবন অভিযান শেষে অভিষেক বলেন, "আমি এখানেই থাকব। এখানেই রাত কাটাব।"
দিল্লি থেকে ফিরেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক ৷ কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে সেই অভিযোগে দু'দিন আগেই দিল্লিতে লাগাতার দুই দিনের একাধিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক নিজে ৷ আর দিল্লি থেকে ফিরে অভিষেক জানিয়েছিলেন, যেহেতু রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, তাই দলের তরেফে তাঁর কাছে আবেদন করা হবে যাতে তিনি কেন্দ্রকে অনুরোধ করেন রাজ্যের হকের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ৷ সেই মতো এদিন 40 জনের তৃণমূলের একটি প্রতিনিধি দলের রাজ্য়পালের সঙ্গে দেখা করারও পরিকল্পনা ছিল ৷
কিন্তু আচমকাই এদিন উত্তরবঙ্গে চলে যান রাজ্যপাল ৷ একই সঙ্গে, তিনি তৃণমূলের উদ্দেশে জানান, যদি তাঁর সঙ্গে দেখা করতেই হয় তবে তৃণমূলের নেতৃত্বকে উত্তরবঙ্গে আসতে হবে ৷ যার পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন অভিষেক বলেন, "আমাদের যেতে কোনও অসুবিধা নেই। উনি যদি দুই-তিনদিন শিলিগুড়ি থাকেন, তাহলে আমাদের যেতে কোনও অসুবিধা নেই। ডেরেক ও ব্রায়েন মেইল করেছিলেন। উনি বলেছেন দুই-তিনদিনের মধ্যে শিলিগুড়ি চলে আসুন। এই জমিদারি চলবে না।"
-
Power of the people 💪🏻 pic.twitter.com/tVKj5Rrj1v
— Abhishek Banerjee (@abhishekaitc) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Power of the people 💪🏻 pic.twitter.com/tVKj5Rrj1v
— Abhishek Banerjee (@abhishekaitc) October 5, 2023Power of the people 💪🏻 pic.twitter.com/tVKj5Rrj1v
— Abhishek Banerjee (@abhishekaitc) October 5, 2023
একই সঙ্গে অভিষেক বলেন, "15 মিনিটের মধ্যে আমাদের প্রতিনিধি দল যাবে রাজভবনে ৷ 25 জন যাবেন। এর মধ্যে 10 জন ভুক্তভোগী পরিবার। বাকিরা আমাদের দলের নেতারা। আপনারা গেটের বাইরে থেকে অফিসারদের চিঠিটা দিয়ে ফিরে আসুন।" এদিন অভিষেক বলেন, "নবজোয়ার কর্মসূচিতে আমি যখন জেলায়-জেলায় ঘুরেছিলাম তখন গ্রাম বাংলার মানুষের দুঃখ দেখেছি। আপনাদের এই দুঃখ-দুর্দশা, দাবি নিয়ে দিল্লিতে ধরনা দেব বলেছিলাম। সেটা তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে। বিজেপির মতো স্বৈরাচারী শক্তির কাছে আমরা আত্মসমর্পণ করিনি, করব না। আমরা লড়াই চালিয়ে গিয়েছি।"
আরও পড়ুন: আপাতত অভিষেককে তলব নয়, ইডিকে তদন্ত শেষের সময়সীমাও বেঁধে দিল হাইকোর্ট
দিল্লিতে যেভাবে তৃণমূলের ধরনা অবস্থান কর্মসূচির উপর পুলিশি আক্রমণ হয়েছে সে কথাও এদিন উঠে এসেছে অভিষেকের বক্তব্যে ৷ তিনি বলেন, "মহিলাদের চুল ধরে টেনে, হিঁচড়ে যেভাবে বর্বরতার সঙ্গে বের করে দেওয়া হয়েছে তা লজ্জাজনক, নিন্দার। এই কর্মসূচিতে রাজ্যের যেখান থেকে যে এসছে তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো মনে করে তৃণমূল কংগ্রেস লড়াইয়ের পথে নেমেছে। এখনও কেন 20 লাখ মানুষের হকের টাকা আটকে রেখেছেন ? কোন আইন, কোন অধিকার বলে রাজ্যের 20 লাখ মানুষের টাকা আটকে রেখেছেন ?"