ETV Bharat / state

জেলে গেলে ভাবব স্বাধীনতা সংগ্রাম করছি : মমতা - Jammu and Kashmir

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে একাধিক ইশুতে কেন্দ্রের শাসকদলকে তোপ দাগেন তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 28, 2019, 6:03 PM IST

Updated : Aug 28, 2019, 7:52 PM IST

কলকাতা, 28 অগাস্ট : এতদিন জম্মু ও কাশ্মীরে 370 ধারার প্রত্যাহারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার একধাপ এগিয়ে দাবি করলেন, জম্মু ও কাশ্মীরে "বন্দুকের নল" ঢুকিয়ে রেখেছে কেন্দ্র ৷ জোর করে সবাইকে (সে রাজ্যের রাজনৈতিক নেতা) আটকে রেখে মুখ বন্ধ করে রাখা হচ্ছে ৷

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা । সেখানে কেন্দ্রের শাসকদল BJP-র বিরোধিতার লাইন বজায় রাখেন মমতা ৷ একাধিক বিষয়ে কেন্দ্রের শাসকদল BJP-র বিরুদ্ধে তোপ দাগেন ৷ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রসঙ্গে মমতা বলেন, "বন্দুকের নল ঢুকিয়ে রেখেছে । সবাইকে গায়ের জোরে গ্রেপ্তার করছে ৷ কেউ কথা বলতে পারছে না । এটা পদ্ধতি নয়‌ ।"

তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলিকে ভয় দেখিয়ে বিরোধী নেতাদের মুখ বন্ধ করতে চাইছে কেন্দ্রের শাসকদল ৷ কর্নাটকও একই পরিস্থিতির শিকার হয়েছে বলে দাবি করেন মমতা ৷ তিনি বলেন, "এখন বাংলার পিছনে পড়েছে ৷ কারণ, আমরা কেন্দ্রের বিভিন্ন নীতি ও বিভেদমূলক রাজনীতির বিরোধিতা করেছি ৷ কিন্তু, বাংলা এত সস্তা নয় ৷ বাংলায় আমরা লড়াই করি ৷" মমতা দাবি করেন, কেন্দ্রীয় সংস্থার জুজু দেখিয়ে এরাজ্যেও ভয় দেখানোর চেষ্টা করছে BJP ৷ তাতে অবশ্য কোনও লাভ হবে না বলে মন্তব্য মমতার ৷ তিনি বলেন, "আমরা মৃত্যুকে ভয় পাই না । এজেন্সিকেও ভয় পাই না । আজ আমার ভাইকে ডাকছে । কাল আমাকে ডাকবে । সেজন‍্য আমি তৈরি । মনে রাখবেন, আমি জেলে যেতে তৈরি ৷ কিন্তু BJP-র সাম্প্রদায়িক রাজনীতির কাছে মাথা নত করতে তৈরি নয় । "

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কেন্দ্রের শাসকদলের সঙ্গে এই লড়াইকে কার্যত স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন মমতা ৷ তিনি বলেন, "জেলে গেলে ভাবব, আমি স্বাধীনতা সংগ্রাম করছি । এত সস্তা নয় সবকিছু ৷ লড়াইটা কঠিন । আমাকে দুটো বছর দিন । দুটো বছর দিলে বাংলা আপনাদের 50 বছর দেবে ৷"

কলকাতা, 28 অগাস্ট : এতদিন জম্মু ও কাশ্মীরে 370 ধারার প্রত্যাহারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার একধাপ এগিয়ে দাবি করলেন, জম্মু ও কাশ্মীরে "বন্দুকের নল" ঢুকিয়ে রেখেছে কেন্দ্র ৷ জোর করে সবাইকে (সে রাজ্যের রাজনৈতিক নেতা) আটকে রেখে মুখ বন্ধ করে রাখা হচ্ছে ৷

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা । সেখানে কেন্দ্রের শাসকদল BJP-র বিরোধিতার লাইন বজায় রাখেন মমতা ৷ একাধিক বিষয়ে কেন্দ্রের শাসকদল BJP-র বিরুদ্ধে তোপ দাগেন ৷ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রসঙ্গে মমতা বলেন, "বন্দুকের নল ঢুকিয়ে রেখেছে । সবাইকে গায়ের জোরে গ্রেপ্তার করছে ৷ কেউ কথা বলতে পারছে না । এটা পদ্ধতি নয়‌ ।"

তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলিকে ভয় দেখিয়ে বিরোধী নেতাদের মুখ বন্ধ করতে চাইছে কেন্দ্রের শাসকদল ৷ কর্নাটকও একই পরিস্থিতির শিকার হয়েছে বলে দাবি করেন মমতা ৷ তিনি বলেন, "এখন বাংলার পিছনে পড়েছে ৷ কারণ, আমরা কেন্দ্রের বিভিন্ন নীতি ও বিভেদমূলক রাজনীতির বিরোধিতা করেছি ৷ কিন্তু, বাংলা এত সস্তা নয় ৷ বাংলায় আমরা লড়াই করি ৷" মমতা দাবি করেন, কেন্দ্রীয় সংস্থার জুজু দেখিয়ে এরাজ্যেও ভয় দেখানোর চেষ্টা করছে BJP ৷ তাতে অবশ্য কোনও লাভ হবে না বলে মন্তব্য মমতার ৷ তিনি বলেন, "আমরা মৃত্যুকে ভয় পাই না । এজেন্সিকেও ভয় পাই না । আজ আমার ভাইকে ডাকছে । কাল আমাকে ডাকবে । সেজন‍্য আমি তৈরি । মনে রাখবেন, আমি জেলে যেতে তৈরি ৷ কিন্তু BJP-র সাম্প্রদায়িক রাজনীতির কাছে মাথা নত করতে তৈরি নয় । "

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কেন্দ্রের শাসকদলের সঙ্গে এই লড়াইকে কার্যত স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন মমতা ৷ তিনি বলেন, "জেলে গেলে ভাবব, আমি স্বাধীনতা সংগ্রাম করছি । এত সস্তা নয় সবকিছু ৷ লড়াইটা কঠিন । আমাকে দুটো বছর দিন । দুটো বছর দিলে বাংলা আপনাদের 50 বছর দেবে ৷"

Intro:

কলকাতা, ২৮ অগাস্ট: 'আমরা মৃত্যুকে ভয় পায় না। আমরা এজেন্সিকেও ভয় পায় না। আজ আমার ভাইকে ডাকছে। কাল আমাকে ডাকবে। যার জন‍্য আমি তৈরি। মনে রাখবেন, আমি জেলে যেতে তৈরি কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কাছে মাথা নত করতে তৈরি নয়।'।কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।




Body:

তৃণমূল ছাত্র সমাবেশে যোগ দিয়ে কার্যত উপস্থিত ছাত্র-ছাত্রীদের ভোকাল টনিক দিলেন মমতা। তিনি বললেন 'জেলে গেলে ভাবব আমি স্বাধীনতা সংগ্রাম করছি। এত স্বস্তা সবকিছু নয়। লড়াইটা কঠিন। এই কঠিন লড়াইয়ে আমাদের সঙ্গে কারা আছেন বলুন। আমাকে দুটো বছর দিন। দুটো বছর দিলে বাংলা আপনাদের ৫০ বছর দেবে।' কাশ্মীরে ৩৭০ ধারা প্রত‍্যাহার নিয়ে আবারও সরব হলেন মমতা। ছাত্র সমাবেশের মঞ্চ থেকে তিনি সুর চড়িয়ে বলেন, 'তুমি বন্দুকের নল ঢুকিয়ে রেখেছ। সবাইকে অ্যারেস্ট করে গায়ের জোরে। কেউ কথা বলতে পারছে না। এটা পদ্ধতি নয়‌। কোনও দিন শুনেছেন। আমরা তো সব ধর্ম করি। তোমরা তো দুর্গা মায়ের নাম আমাদের কাছ থেকে শুনেছ।' তৃণমূল ছাত্র সমাবেশের মঞ্চে মমতা ছাড়াও উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা। এছাড়াও হাজির ছিলেন দলের প্রাক্তন এবং বর্তমান ছাত্র নেতারাও। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনের জন‍্য গোটা রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র -ছাত্রীরা হাজির হয়েছিলেন গান্ধী মূর্তি পাদদেশে।.


Conclusion:
Last Updated : Aug 28, 2019, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.