কলকাতা, 28 অগাস্ট : এতদিন জম্মু ও কাশ্মীরে 370 ধারার প্রত্যাহারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার একধাপ এগিয়ে দাবি করলেন, জম্মু ও কাশ্মীরে "বন্দুকের নল" ঢুকিয়ে রেখেছে কেন্দ্র ৷ জোর করে সবাইকে (সে রাজ্যের রাজনৈতিক নেতা) আটকে রেখে মুখ বন্ধ করে রাখা হচ্ছে ৷
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা । সেখানে কেন্দ্রের শাসকদল BJP-র বিরোধিতার লাইন বজায় রাখেন মমতা ৷ একাধিক বিষয়ে কেন্দ্রের শাসকদল BJP-র বিরুদ্ধে তোপ দাগেন ৷ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রসঙ্গে মমতা বলেন, "বন্দুকের নল ঢুকিয়ে রেখেছে । সবাইকে গায়ের জোরে গ্রেপ্তার করছে ৷ কেউ কথা বলতে পারছে না । এটা পদ্ধতি নয় ।"
তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলিকে ভয় দেখিয়ে বিরোধী নেতাদের মুখ বন্ধ করতে চাইছে কেন্দ্রের শাসকদল ৷ কর্নাটকও একই পরিস্থিতির শিকার হয়েছে বলে দাবি করেন মমতা ৷ তিনি বলেন, "এখন বাংলার পিছনে পড়েছে ৷ কারণ, আমরা কেন্দ্রের বিভিন্ন নীতি ও বিভেদমূলক রাজনীতির বিরোধিতা করেছি ৷ কিন্তু, বাংলা এত সস্তা নয় ৷ বাংলায় আমরা লড়াই করি ৷" মমতা দাবি করেন, কেন্দ্রীয় সংস্থার জুজু দেখিয়ে এরাজ্যেও ভয় দেখানোর চেষ্টা করছে BJP ৷ তাতে অবশ্য কোনও লাভ হবে না বলে মন্তব্য মমতার ৷ তিনি বলেন, "আমরা মৃত্যুকে ভয় পাই না । এজেন্সিকেও ভয় পাই না । আজ আমার ভাইকে ডাকছে । কাল আমাকে ডাকবে । সেজন্য আমি তৈরি । মনে রাখবেন, আমি জেলে যেতে তৈরি ৷ কিন্তু BJP-র সাম্প্রদায়িক রাজনীতির কাছে মাথা নত করতে তৈরি নয় । "
কেন্দ্রের শাসকদলের সঙ্গে এই লড়াইকে কার্যত স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন মমতা ৷ তিনি বলেন, "জেলে গেলে ভাবব, আমি স্বাধীনতা সংগ্রাম করছি । এত সস্তা নয় সবকিছু ৷ লড়াইটা কঠিন । আমাকে দুটো বছর দিন । দুটো বছর দিলে বাংলা আপনাদের 50 বছর দেবে ৷"