ETV Bharat / state

"জয়শ্রীরাম বললেই মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন", হাইকোর্টে জনস্বার্থ মামলা - mamata banerjee

জয়শ্রীরাম ধ্বনি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় BJP-কে আক্রমণ করেন । এবার জয়শ্রীরাম নিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । জয়শ্রীরাম বললে মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন বলে অভিযোগ মামলাকারীর ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 15, 2019, 8:03 AM IST

কলকাতা, 15 জুন : জয়শ্রীরাম বললেই রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন । এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ।

আইনজীবী পার্থ ঘোষ প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করেন । মামলাটি উঠলে তিনি বলেন, "রাজ্যের সর্বত্র কোথাও জয়শ্রীরাম বলা চলবে না । জয়শ্রীরাম বললেই মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন । জয়শ্রীরাম উচ্চারণ মানুষের মৌলিক অধিকার । মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করছে রাজ্যের প্রশাসন।"

তখন প্রধান বিচারপতি বলেন, "এই ধরনের বিষয় কি জনস্বার্থ মামলা হিসাবে বিচার্য হতে পারে ? যে বিষয়ে আপনি মামলা করেছেন তার সমর্থনে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে ।" রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্ত, ADG অভ্রতোষ মজুমদার সবাই উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা কিছু বলেননি । চার সপ্তাহ পরে মামলাটি শুনবেন বলে জানান প্রধান বিচারপতি ।

জয়শ্রীরাম বলা নিয়ে রাজ্যের শাসকদল ও BJP-র মধ্যে রাজনৈতিক চাপানউতোর জারি । কিছুদিন আগে কাঁকিনাড়া যাওয়ার পথে জয়শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী । যাঁরা জয়শ্রীরাম বলেছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেন পুলিশকে । গ্রেপ্তার করা হয় 10 জনকে । পাশাপাশি তৃণমূল কর্মীদের নির্দেশ দেন, জয়শ্রীরামের পালটা জয় হিন্দ, জয় বাংলা বলতে ।

কলকাতা, 15 জুন : জয়শ্রীরাম বললেই রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন । এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ।

আইনজীবী পার্থ ঘোষ প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করেন । মামলাটি উঠলে তিনি বলেন, "রাজ্যের সর্বত্র কোথাও জয়শ্রীরাম বলা চলবে না । জয়শ্রীরাম বললেই মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন । জয়শ্রীরাম উচ্চারণ মানুষের মৌলিক অধিকার । মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করছে রাজ্যের প্রশাসন।"

তখন প্রধান বিচারপতি বলেন, "এই ধরনের বিষয় কি জনস্বার্থ মামলা হিসাবে বিচার্য হতে পারে ? যে বিষয়ে আপনি মামলা করেছেন তার সমর্থনে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে ।" রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্ত, ADG অভ্রতোষ মজুমদার সবাই উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা কিছু বলেননি । চার সপ্তাহ পরে মামলাটি শুনবেন বলে জানান প্রধান বিচারপতি ।

জয়শ্রীরাম বলা নিয়ে রাজ্যের শাসকদল ও BJP-র মধ্যে রাজনৈতিক চাপানউতোর জারি । কিছুদিন আগে কাঁকিনাড়া যাওয়ার পথে জয়শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী । যাঁরা জয়শ্রীরাম বলেছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেন পুলিশকে । গ্রেপ্তার করা হয় 10 জনকে । পাশাপাশি তৃণমূল কর্মীদের নির্দেশ দেন, জয়শ্রীরামের পালটা জয় হিন্দ, জয় বাংলা বলতে ।

Intro:জয় শ্রী রাম বললেই মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন। Body:মানস নস্কর---

জয় শ্রী রাম বললেই মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন, হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা ১৪ জুনঃ
জয় শ্রী রাম বললেই রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন।এটা কেন হবে? হাইকোর্টে একটি জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে প্রশ্ন আইনজীবীর।প্রধান বিচারপতি অবশ্য জানালেন, আপনি যে বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার কি যথাযথ ভিত্তি আছে? তথ্য প্রমান আছে?এটা কি জনস্বার্থ মামলা হিসাবে বিচার্জ হতে পারে?প্রশ্ন করার পর চার সপ্তাহ পরে মামলাটি তিনি শুনবেন বলে জানালেন।

আইনজীবী পার্থ ঘোষ প্রধান বিচারপতি টি বি রাধাকৃষনান ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করেন।মামলাটি উঠলে তিনি জানান,"রাজ্যের সর্বত্র কোথাও জয় শ্রী রাম বলা চলবে না!জয় শ্রী রাম বললেই মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন।
জয় শ্রীরাম উচ্চারণ মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করছে রাজ্যের প্রশাসন। "তখন প্রধান বিচারপতি বলেন, " এই ধরনের বিষয় কি জনস্বার্থ মামলা হিসাবে বিচার্জ হতে পারে?যে বিষয়ে আপনি মামলা করেছেন তার সমর্থনে পর্জাপ্ত তথ্য প্রমান আছে!। " রাজ্যের তরফে এজি কিশোর দত্ত, এডিশনাল এজি অভ্রতোষ মজুমদার সবাই উপস্থিত ছিলেন। কিন্ত কিছু বলেন নি।

প্রসঙ্গত জয় শ্রী রাম বলা নিয়ে রাজ্যের শাসক দল ও বিজেপির যে রাজনৈতিক বিরোধ সেটা চরম আকার ধারন করে কিছুদিন আগে ভাটপাড়া পুরসভায় মুখ্যমন্ত্রীর যাওয়ার পথে কিছু বিজেপি কর্মীর জয় শ্রী রাম শ্লোগানকে কেন্দ্র করে। এরপর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীদের নির্দেশ দেন সব সময় জয় হিন্দ জয় বাংলা বলতে।পাশাপাশি জয় হিন্দ জয় বাংলা লেখা হাজার হাজার পোস্ট কার্ড প্রধান মন্ত্রীর ঠিকানায় পাঠানোর নির্দেশ ও দেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.