কলকাতা, 15 অগাস্ট : কোনও রোগীকে যাতে অক্সিজেনের সংকটের সম্মুখীন হতে না হয়, তার জন্য এবার সরকারি হাসপাতালেই অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হল । প্রাথমিক পর্যায়ে বেলেঘাটায় অবস্থিত ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল এবং, টালিগঞ্জে অবস্থিত MR বাঙুর হাসপাতালে এই অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে ।
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, অক্সিজেনের খরচ কমানোর জন্য বিষয়টি যেমন রয়েছে, তেমনই অক্সিজেন সিলিন্ডারের উপর হাসপাতালগুলির নির্ভরতা কমানোর বিষয়টিও রয়েছে । এই কারণেই হাসপাতালের মধ্যে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । হাসপাতাল প্ল্যান্টে তৈরি হওয়া অক্সিজেন, সেখানকার বিভিন্ন ওয়ার্ডে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালেও অক্সিজেন প্ল্যান্ট বসানোর জন্য চেষ্টা চলছে । কোরোনা পরিস্থিতির জেরে বিভিন্ন ইউনিটে অক্সিজেনের চাহিদা ক্রমে আরও বেড়ে চলেছে । আগামী দিনে এই চাহিদা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে । সেই কারণে আগামী দিনে যাতে কোনও রোগীকে অক্সিজেন সংকটের সম্মুখীন হতে না হয়, তার জন্য বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর ।
হাসপাতালের মধ্যেই তৈরি হবে অক্সিজেন। তারপরে ওই অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বিভিন্ন ওয়ার্ডে অথবা, হাসপাতালের সংশ্লিষ্ট স্থানে । এই ধরনের অক্সিজেন প্ল্যান্টের বিষয়ে রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, " হাসপাতালের মধ্যেই যাতে অক্সিজেনের প্ল্যান্ট বসানো হয়, তার জন্য দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনের তরফে দাবি জানানো হচ্ছে । কলকাতায় ID&BG হাসপাতাল এবং MR বাঙুর হাসপাতালে অক্সিজেনের প্ল্যান্ট বসানোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি । এটা রাজ্য সরকারের খুব ভালো পদক্ষেপ ।" তিনি আরও বলেন, " তবে, শুধুমাত্র এই দুটি হাসপাতাল নয়, অন্য হাসপাতালগুলিতেও অক্সিজেনের প্ল্যান্ট বসানোর প্রয়োজন রয়েছে ।" স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, বেলেঘাটা এবং টালিগঞ্জের এই দু'টি হাসপাতাল বাদে রাজ্যের অন্য সরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও পর্যায় ক্রমে অক্সিজেনের প্ল্যান্ট বসানোর পরিকল্পনা রয়েছে ৷"