কলকাতা, 24 অগাস্ট : NEET ও JEE পিছনোর আবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ দুটো টুইট করেন তিনি ৷ সেখানে NEET ও JEE নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি ৷ পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটবার্তা, ''প্রধানমন্ত্রীর সঙ্গে শেষবার হওয়া ভিডিয়ো বৈঠকে আমি পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকার বিরোধিতা করেছিলাম ৷ সেপ্টেম্বর 2020-র মধ্যে UGC-র গাইডলাইন মেনে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা শেষ করার যে নির্দেশিকা ছিল তা নিয়ে সরব হয়েছিলাম ৷''
আর একটি টুইটবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ''2020-র সেপ্টেম্বরের মধ্যে NEET ও JEE শেষ করার নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৷ আমি এই নির্দেশিকা পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছি ৷ এখন পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ ৷ তাই পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত কেন্দ্র বিষয়টি ভেবে দেখুক ৷ ছাত্র-ছাত্রীদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য ৷''
প্রসঙ্গত, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 13 তারিখের মধ্যে NEET ও JEE হবে বলে ঘোষণা হয়েছে । ইতিমধ্যেই ইশু হয়ে গেছে অ্যাডমিড কার্ড । ক্যারিয়ারের কথা ভেবে অনেকেই রাজি পরীক্ষা দিতে । কিন্তু কোরোনা পরিস্থিতিতে কীভাবে হবে পরীক্ষা? তা নিয়ে সংশয়ে রয়েছে পড়ুয়ারা । আবার অভিভাবকদের একাংশের মতে, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া মানে পরীক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দেওয়া ৷ তাই তারিখ পরিবর্তন করে বা বিকল্প পথে NEET বা JEE হোক ৷ বিকল্প উপায়ে পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছে দিল্লি সরকারও ৷
-
Now with the directive of @EduMinOfIndia to conduct NEET, JEE 2020 in Sep, I would again appeal to the Centre to assess the risk and postpone these examinations until the situation is conducive again. It is our duty to ensure a safe environment for all our students. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Now with the directive of @EduMinOfIndia to conduct NEET, JEE 2020 in Sep, I would again appeal to the Centre to assess the risk and postpone these examinations until the situation is conducive again. It is our duty to ensure a safe environment for all our students. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2020Now with the directive of @EduMinOfIndia to conduct NEET, JEE 2020 in Sep, I would again appeal to the Centre to assess the risk and postpone these examinations until the situation is conducive again. It is our duty to ensure a safe environment for all our students. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2020
কিছুদিন আগে সুপ্রিম কোর্টে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আবেদন জানায় পড়ুয়াদের একাংশ । তার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, ''কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে । তার জন্য ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না । তাদের পরীক্ষার জন্য কী আরও একবছর অপেক্ষা করতে হবে ?'' এরপর সুপ্রিমকোর্টে আবেদন জানায় অভিভাবকদের একাংশ ।
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, পরীক্ষা পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করে দিল্লি সরকারও । দিল্লির শিক্ষামন্ত্রী মণীষ সিসোদিয়া বলেন, "NEET-JEE-র নামে কেন্দ্রীয় সরকার লাখ লাখ পড়ুয়ার জীবন নিয়ে খেলা করছে । আমি আবেদন জানাচ্ছি পরীক্ষা দু'টিই বাতিল করে বিকল্প ব্যবস্থা করা হোক । এমন অভূতপূর্ব পরিস্থিতিতে অন্যরকম পদক্ষেপ করতেই হবে ।"
এই ইশুতে গতকাল কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল গান্ধি উপদেশ দেন, সরকারের উচিত পড়ুয়াদের মন কী বাত শোনা । তাদের সঙ্গে আলাপ-আলোচনা করা । যাতে বিকল্প পথ বেরিয়ে আসে ।
কংগ্রেস নেতা অধীর চৌধুরিও পরীক্ষার বিষয়টি নিয়ে কেন্দ্রকে পুনর্বিবেচনার আবেদন জানান ৷ প্রধানমন্ত্রীকে চিঠিতে লেখেন, "সশরীরে পরীক্ষা দিতে গেলে কীভাবে সুরক্ষিত থাকবে এটা ভেবে ছাত্র-ছাত্রীরা মারাত্মক মানসিক চাপে পড়ে গেছে ।"