ETV Bharat / state

সব সত্যি বলেছি CBI-কে, নিজেকে হালকা লাগছে : মির্জ়া - নারদকাণ্ডে বৃহস্পতিবার মির্জ়াকে গ্রেপ্তার করেছে CBI

সাড়ে তিন বছর মনের মধ্যে অনেক জিনিস চাপা ছিল ৷ CBI-কে সব সত্যি কথা বলার পর অনেক হালকা লাগছে ৷ আজ ব্যাঙ্কশাল কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলে যাওয়ার সময় একথা বলেন নারদকাণ্ডে ধৃত এস এম এইচ মির্জ়া ৷

ছবি
author img

By

Published : Sep 30, 2019, 5:37 PM IST

Updated : Sep 30, 2019, 8:44 PM IST


কলকাতা, 30 সেপ্টেম্বর : মনের ভেতর চাপা ছিল অনেক কথা । সেসব কথা উজাড় করে দিয়েছেন তদন্তকারীদের কাছে । আর তাই আজ জেলে যাওয়ার পথে নারদকাণ্ডে ধৃত IPS এস এম এইচ মির্জ়া বললেন, “CBI-কে সব সত্যি কথা বলেছি ৷ নিজেকে হালকা লাগছে ।"

নারদকাণ্ডে বৃহস্পতিবার মির্জ়াকে গ্রেপ্তার করেছে CBI ৷ আজ ব্যাঙ্কশাল কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলে তাঁকে নিয়ে যাওয়ার সময় মির্জ়া সংবাদমাধ্যমকে বলেন, "সাড়ে তিন বছর ধরে মনের মধ্যে অনেক জিনিস চাপা ছিল যেকোনও কারণে ৷ এই 2-3 দিনে নিজেকে হালকা লাগছে ৷ সব সত্যি কথা বলেছি ৷ সব রেকর্ড হয়েছে ৷ " তাঁকে মানুষ হয়ত ভুল ভেবেছিল জানিয়ে মির্জ়া বলেন, "আমার সহকর্মীরা জানে আমি কেমন মানুষ ৷ "

এই সংক্রান্ত খবর পড়ুন : “প্রভাবশালী যোগ", মির্জ়ার 14 দিনের জেল হেপাজত

যদিও মুকুল রায় প্রসঙ্গে আজ একটিও কথা মুখে আনেননি IPS মির্জ়া । তবে আদালতে তাঁর আইনজীবীরা নাম না করে মুকুল রায়কে আক্রমণ করেছেন । অন্যদিকে, CBI সূত্রে জানা গেছে, পিটিশনে মুকুল রায়ের নাম উল্লেখ না করলেও কেস ডায়েরিতে কিন্তু তারা মুকুলের নাম দিয়েছেন।

ভিডিয়োয় বক্তব্য শুনুন


কলকাতা, 30 সেপ্টেম্বর : মনের ভেতর চাপা ছিল অনেক কথা । সেসব কথা উজাড় করে দিয়েছেন তদন্তকারীদের কাছে । আর তাই আজ জেলে যাওয়ার পথে নারদকাণ্ডে ধৃত IPS এস এম এইচ মির্জ়া বললেন, “CBI-কে সব সত্যি কথা বলেছি ৷ নিজেকে হালকা লাগছে ।"

নারদকাণ্ডে বৃহস্পতিবার মির্জ়াকে গ্রেপ্তার করেছে CBI ৷ আজ ব্যাঙ্কশাল কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলে তাঁকে নিয়ে যাওয়ার সময় মির্জ়া সংবাদমাধ্যমকে বলেন, "সাড়ে তিন বছর ধরে মনের মধ্যে অনেক জিনিস চাপা ছিল যেকোনও কারণে ৷ এই 2-3 দিনে নিজেকে হালকা লাগছে ৷ সব সত্যি কথা বলেছি ৷ সব রেকর্ড হয়েছে ৷ " তাঁকে মানুষ হয়ত ভুল ভেবেছিল জানিয়ে মির্জ়া বলেন, "আমার সহকর্মীরা জানে আমি কেমন মানুষ ৷ "

এই সংক্রান্ত খবর পড়ুন : “প্রভাবশালী যোগ", মির্জ়ার 14 দিনের জেল হেপাজত

যদিও মুকুল রায় প্রসঙ্গে আজ একটিও কথা মুখে আনেননি IPS মির্জ়া । তবে আদালতে তাঁর আইনজীবীরা নাম না করে মুকুল রায়কে আক্রমণ করেছেন । অন্যদিকে, CBI সূত্রে জানা গেছে, পিটিশনে মুকুল রায়ের নাম উল্লেখ না করলেও কেস ডায়েরিতে কিন্তু তারা মুকুলের নাম দিয়েছেন।

ভিডিয়োয় বক্তব্য শুনুন
Intro:কলকাতা, 30 সেপ্টেম্বর: মনের ভেতর চাপা ছিল অনেক কথা। কখনো সখনো সেটা বোঝা হয়ে উঠতো। সেসব কথা উজাড় করে দিয়েছেন তদন্তকারীদের কাছে। আর তাই আজ তিনি জেলে যাওয়ার পথে বললেন, “ সিবিআইকে সব খুলে বলেছি, নিজেকে হালকা লাগছে।"
Body:আজ ব্যাঙ্কশাল কোর্ট থেকে প্রেসিডেন্সি চলে যাওয়ার আগে মির্জা সংবাদমাধ্যমকে জানান, গত সাড়ে তিন বছর ধরে তাঁর বুকের মধ্যে যে যন্ত্রণা ছিল, সেখান থেকে তিনি অনেকটাই মুক্ত। গত কয়েকদিন সিবিআই তদন্তকারীদের সবরকম সহযোগিতা সহযোগিতা করেছেন এবং পুরো বিষয়টি তিনি খুলে জানিয়েছেন। এখন তিনি অনেকটাই হালকা।
Conclusion:মির্জা আরও বলেন, “তার সহকর্মীরা জানেন তিনি কেমন প্রকৃতির মানুষ। তবে আইন আইনের পথে চলবে। আইনকে তিনি সহযোগিতা করে যাবেন।"

যদিও মুকুল রায় প্রসঙ্গে একটিও কথা এদের মুখে আনেননি আইপিএস মির্জা। তবে আদালতে তাঁর আইনজীবীরা নাম না করে মুকুল রাযাকে বিঁধেছেন। অন্যদিকে, সিবিআই সূত্রে পিটিশনে মুকুল রায়ের নাম উল্লেখ না করলেও কেস ডায়েরিতে কিন্তু তারা মুকুলের নাম দিয়েছেন।
Last Updated : Sep 30, 2019, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.