কলকাতা, 23 জানুয়ারি: তাপস মণ্ডলের (Tapas Mandal) চক্রান্তে তাঁকে ফাঁসানো হয়েছে ৷ ফের এমনই দাবি করলেন ইডি-র হাতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh Updates)৷ তাঁকে আজ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয় বিধান নগর মহকুমা হাসপাতালে ৷
সেখানেই কুন্তল ঘোষ সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আগেও বলেছি, এখনও বলছি ৷ তাপসবাবুর চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছে ৷ তাপস মণ্ডল পঞ্চাশ হাজার টাকা চেয়েছিলেন ৷ আমি রেকর্ডিংটা সিবিআইকে দিয়ে দিয়েছি ৷ যদি আপনারা শোনেন, সব পেয়ে যাবেন ৷ তাপস মণ্ডলের সঙ্গে নীলাদ্রি ঘোষ আছে ৷ নীলাদ্রি ঘোষ তাপস মণ্ডলের দালাল ৷"
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ আগেই তাপস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন ৷ তাঁকে পালটা জবাব দিয়েছিলেন তাপস মণ্ডলও ৷ শনিবার উত্তর 24 পরগনার বারাসতে নিজের বাড়িতে বসে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডল । তিনি দাবি করেন, "ওর (কুন্তল ঘোষ) সঙ্গে ব্যক্তিগত কোনও আক্রোশ নেই আমার । তাই কেন ওঁর কাছে টাকা চাইতে যাব ! চাকরির নামে যাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন,তাঁদের টাকা ফেরত দেওয়ার জন্য বারবার বলেছি ওকে ! ও নিজেই আমাকে বলেছে এক-দুই দিন সময় দিন । 50 লাখের মতো ব্যবস্থা করেছি । তারপরও ও টাকা ফেরত দেয়নি অকৃতকার্য চাকরি প্রার্থীদের ৷"
এ বিষয়ে বলতে গিয়ে বিস্ফোরক দাবি করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল বলেন, "দু'দিন আগে আমার এক প্রতিনিধি গিয়েছিল কুন্তল ঘোষের কাছে । তাঁকে তিনি বলেছেন 'তাপসদাকে বেশি চাপ না দিতে বলুন । আমি 50 থেকে 60 লাখ টাকার ব্যবস্থা করেছি, সেটা দিয়ে দেব ।' ইডি ও সিবিআইয়ের কাছে আমি যেন বেশি মুখ না খুলি, সেটাও আমার ওই প্রতিনিধিকে বলেন কুন্তল । এটা আমার টাকা নয় । আমি ব্যক্তিগতভাবে কোনও টাকাও চাইনি ওর থেকে । যাঁদের টাকা সেগুলি তাঁদের ফেরত দিলেই হবে । এটাই ছিল আমার প্রার্থনা ৷"
আরও পড়ুন: তৃণমূলের সংস্পর্শে এসে উল্কার গতিতে উথ্থান কুন্তলের