ETV Bharat / state

বড়মাকে এই চেহাড়ায় দেখে খারাপ লাগছে: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ SSKM হাসপাতালে বীণাপাণিদেবীকে দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, বড়মাকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগছে।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 5, 2019, 10:49 PM IST

কলকাতা, ৫ মার্চ : "বড়মাকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগছে। আগে ওনাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছি। আবারও সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিতে পারলে ভালো লাগবে।" আজ SSKM হাসপাতালে বড়মা বীণাপাণিদেবীকে দেখতে এসে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "বড়মাকে আমরা সম্মান করি। খুব ভালোবাসি। বড়মাকে নিয়ে আমরা গর্ব করি। বড়মার চিকিৎসার জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের MSVP জানিয়েছেন, বড়মার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে চিকিৎসকরা বলবেন।"

তিনি আরও বলেন, "বড়মাকে নিয়ে রাজনীতি হচ্ছে। কুড়ি বছর ধরে আমরা বড়মার চিকিৎসা করাচ্ছি।"

কলকাতা, ৫ মার্চ : "বড়মাকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগছে। আগে ওনাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছি। আবারও সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিতে পারলে ভালো লাগবে।" আজ SSKM হাসপাতালে বড়মা বীণাপাণিদেবীকে দেখতে এসে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "বড়মাকে আমরা সম্মান করি। খুব ভালোবাসি। বড়মাকে নিয়ে আমরা গর্ব করি। বড়মার চিকিৎসার জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের MSVP জানিয়েছেন, বড়মার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে চিকিৎসকরা বলবেন।"

তিনি আরও বলেন, "বড়মাকে নিয়ে রাজনীতি হচ্ছে। কুড়ি বছর ধরে আমরা বড়মার চিকিৎসা করাচ্ছি।"

Intro:কলকাতা, ৫ মার্চ: বড়মাকে এই চেহারায় দেখে খুব খারাপ লাগছে। আগে ওনাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছি। আবারও সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিতে পারলে ভালো লাগবে। কুড়ি বছর ধরে বড়মার চিকিৎসা করাচ্ছি আমরা। বড়মাকে নিয়ে রাজনীতি হচ্ছে। এবার অসুস্থ হয়েছেন। হাসপাতালের এমএসভিপি বলেছেন বড় মায়ের শারীরিক অবস্থা একটু ক্রিটিক্যাল। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে চিকিৎসকরা বলবেন। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার আগে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Body:wb_kol_8001_5march_baroma_pg_cm_7203421Conclusion:wb_kol_8001_5march_baroma_pg_cm_7203421

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.