ETV Bharat / state

গণতন্ত্র-সংকট নয়, একুশে স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি ধনকড়ের - Jagdeep Dhankhar latest news

রাজ্য-রাজ্যপাল সংঘাত আজ নতুন নয় । কিংবা রাজ্যের উদ্দেশে বারবার প্রশ্ন তুলে প্রশাসনিক ব্যবস্থার সমালোচনাও প্রথম বার করছেন না রাজ্যপাল । আজ আবার রাজ্যকে তুলোধোনা করলেন তিনি ।

Dhankhar
ছবি - ANI
author img

By

Published : Sep 17, 2020, 8:13 PM IST

Updated : Sep 17, 2020, 8:22 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে গণতন্ত্র সংকট দেখতে পারব না । রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আবার সরব হলেন রাজ্যপাল । তবে এইবারই যে প্রথম তা নয় । বারবার রাজ্যের প্রশাসন ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি । আজ জগদীপ ধনকড় বলেন, আমি মানবাধিকার লঙ্ঘন মেনে নেব না । পুলিশের কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ । কিন্তু তাঁদের দিয়ে রাজনৈতিক কাজ করাচ্ছে নীতি-নির্ধারকরা ।

রাজ্য-রাজ্যপাল সংঘাত আজ নতুন নয় । কিংবা রাজ্যের উদ্দেশে বারবার প্রশ্ন তুলে প্রশাসনিক ব্যবস্থার সমালোচনাও তাঁর প্রথম না । এমনকী রাজ্য সরকার রাজ্যপালের পদমর্যাদা দিতে জানে না বলেও অভিযোগ করেছেন ধনকড় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনও সম্পর্ক সামান্য থিতু হয়েছে ঠিকই । তবে পর মুহূর্তেই সংঘাত আরও জোরালো হয়েছে । সম্প্রতি তাঁকে এই কথাও বলতে শোনা গিয়েছে যে, রাজ্যে পুলিশ রাজনৈতিক খাঁচা বন্ধ ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবার রাজ্যের প্রশাসন ব্যবস্থার বিরুদ্ধেই অভিযোগ করেন ধনকড় । তিনি বলেন, "পশ্চিমবঙ্গে গণতন্ত্র সংকটে । আমি মানবাধিকার লঙ্ঘন মেনে নেব না । পুলিশের কাজ গুরুত্বপূর্ণ । আমি পুলিশকর্মীদের প্রতি কৃতজ্ঞ । কিন্তু নীতি-নির্ধারকরাই তাঁদের দিয়ে রাজনৈতিক কাজ করাচ্ছেন । "

একুশের নির্বাচেনর প্রসঙ্গও আসে রাজ্যপালের বক্তব্যে । কার্যত হঁশিয়ার করেন তিনি । বলেন, ওঁরা মনে করতে পারে যে রাজ্যপাল কী করবেন । তবে তাঁরা বিস্ময়ের জন্য অপেক্ষা করুন । যদি আমি কথা দিই, নির্বাচন স্বচ্ছ হবে এবং মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন । তবে আমি সেই কথা রাখব ।

আগের মতোই রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়েও কথা বলেন । পুলিশ রাজনৈতিক কাজ করতে পারে না । তাঁরা জনগণের স্বার্থে কাজ করেন । তিনি যতবড়ই আধিকারিক হোন । আইনের উর্ধ্বে নয় । আইন রক্ষা করাই আমার কর্তব্য বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি ।

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আজ যেভাবে প্রশ্ন তুললেন ও কার্যত রাজ্যকে হঁশিয়ার করলেন ধনকড় । তা রাজ্য ও রাজ্যপাল সংঘাত আবহ আরও কিছুটা তপ্ত করল বলে মনে করছে রাজনৈতিক মহল ।

কলকাতা, 17 সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে গণতন্ত্র সংকট দেখতে পারব না । রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আবার সরব হলেন রাজ্যপাল । তবে এইবারই যে প্রথম তা নয় । বারবার রাজ্যের প্রশাসন ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি । আজ জগদীপ ধনকড় বলেন, আমি মানবাধিকার লঙ্ঘন মেনে নেব না । পুলিশের কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ । কিন্তু তাঁদের দিয়ে রাজনৈতিক কাজ করাচ্ছে নীতি-নির্ধারকরা ।

রাজ্য-রাজ্যপাল সংঘাত আজ নতুন নয় । কিংবা রাজ্যের উদ্দেশে বারবার প্রশ্ন তুলে প্রশাসনিক ব্যবস্থার সমালোচনাও তাঁর প্রথম না । এমনকী রাজ্য সরকার রাজ্যপালের পদমর্যাদা দিতে জানে না বলেও অভিযোগ করেছেন ধনকড় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনও সম্পর্ক সামান্য থিতু হয়েছে ঠিকই । তবে পর মুহূর্তেই সংঘাত আরও জোরালো হয়েছে । সম্প্রতি তাঁকে এই কথাও বলতে শোনা গিয়েছে যে, রাজ্যে পুলিশ রাজনৈতিক খাঁচা বন্ধ ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবার রাজ্যের প্রশাসন ব্যবস্থার বিরুদ্ধেই অভিযোগ করেন ধনকড় । তিনি বলেন, "পশ্চিমবঙ্গে গণতন্ত্র সংকটে । আমি মানবাধিকার লঙ্ঘন মেনে নেব না । পুলিশের কাজ গুরুত্বপূর্ণ । আমি পুলিশকর্মীদের প্রতি কৃতজ্ঞ । কিন্তু নীতি-নির্ধারকরাই তাঁদের দিয়ে রাজনৈতিক কাজ করাচ্ছেন । "

একুশের নির্বাচেনর প্রসঙ্গও আসে রাজ্যপালের বক্তব্যে । কার্যত হঁশিয়ার করেন তিনি । বলেন, ওঁরা মনে করতে পারে যে রাজ্যপাল কী করবেন । তবে তাঁরা বিস্ময়ের জন্য অপেক্ষা করুন । যদি আমি কথা দিই, নির্বাচন স্বচ্ছ হবে এবং মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন । তবে আমি সেই কথা রাখব ।

আগের মতোই রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়েও কথা বলেন । পুলিশ রাজনৈতিক কাজ করতে পারে না । তাঁরা জনগণের স্বার্থে কাজ করেন । তিনি যতবড়ই আধিকারিক হোন । আইনের উর্ধ্বে নয় । আইন রক্ষা করাই আমার কর্তব্য বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি ।

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আজ যেভাবে প্রশ্ন তুললেন ও কার্যত রাজ্যকে হঁশিয়ার করলেন ধনকড় । তা রাজ্য ও রাজ্যপাল সংঘাত আবহ আরও কিছুটা তপ্ত করল বলে মনে করছে রাজনৈতিক মহল ।

Last Updated : Sep 17, 2020, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.