ETV Bharat / state

হায়দরাবাদে যুবতিকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে রাজ্যে একাধিক মিছিল - jharkhand rape case

দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামল SUCI ও ছাত্র পরিষদ । অন্যদিকে, শিলিগুড়িতে মোমবাতি মিছিল করল BJP-র মহিলা মোর্চা । তাঁদের দাবি দোষীদের যেন ফাঁসি হয় ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 30, 2019, 10:10 PM IST

Updated : Dec 1, 2019, 12:55 AM IST

কলকাতা, 30 নভেম্বর : দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ পথে নামল SUCI ও ছাত্র পরিষদ । মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে চলল দুটি রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি। আজ মধ্য কলকাতার হিন্দ সিনেমার সামনে মিছিল করে ছাত্র পরিষদ । অন্যদিকে হাজরা থেকে কালীঘাট পর্যন্ত মিছিলে সামিল হয় SUCI কর্মী সমর্থকরা ।

image
বেহালায় মিছিল করে SFI, DYFI

হায়দরাবাদ, ঝাড়খণ্ড, কালীঘাট সহ দেশের সর্বত্র নারী নির্যাতনের বিরুদ্ধে আজ বাম সংগঠনগুলি সরব হয় । তাদের স্লোগান ছিল " দেশ জুড়ে আজ দাপিয়ে বেড়ায় অত্যাচারীর নগ্ন রূপ, আমরা কি সব অন্ধ স্তাবক এসব দেখে রইব চুপ?"
পাশাপাশি বেহালায় মিছিল করে SFI, DYFI ও অন্যরা । বেহালা থেকে শুরু করে মিছিল চলে গোপাল নগর মোড় পর্যন্ত ।

image
ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামল SUCI

এই বিষয়ে, রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "হায়দরাবাদে যেভাবে পশু চিকিৎসককে ধর্ষণ করা হল তাতে বোঝা যাচ্ছে গোটা দেশে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই । BJP সরকার একদিকে 'বেটি বাঁচাও বেটি পড়াও' কর্মসূচি নিয়েছে । অন্যদিকে দেশজুড়ে বেড়ে চলেছে ধর্ষণ । কেন্দ্রীয় সরকারের এই দ্বিচারিতার বিরুদ্ধে আজ BJP সাংসদদের কুশপুতুল দাহ করে ছাত্র পরিষদ ।

image
পুলিশ কমিশনার অনুজ শর্মার ফেসবুক পোস্ট

অন্যদিকে, শিলিগুড়িতে মোমবাতি মিছিল করল BJP-র মহিলা মোর্চা । পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । সকলেই দাবি তোলেন, অভিযুক্ত চারজনের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে । সন্ধ্যায় শিলিগুড়ি হিলকার্ট রোড এলাকায় মোমবাতি মিছিল করা হয় । BJP-র মহিলা মোর্চার জেলা সভানেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেন, "হায়দরাবাদে যুবতিকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হল । সেই ভয়ঙ্কর দেহটি আমরা দেখেছি । তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি । মহিলারা নিজেদের শহরেই সুরক্ষিত নয় । আমরা কোথায় বাস করছি ? আমরা অপরাধীর ফাঁসির দাবি জানাচ্ছি ।"

উল্লেখ্য, আজই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা একটি ফেসবুক পোস্ট করেন । সেখানে তিনি লেখেন, জরুরি অবস্থায় বা নিরাপত্তাহীনতায় ভুগলে টোল ফ্রি নম্বরে ফোন করুন । কলকাতা পুলিশের টোল ফ্রি নম্বর 100,1090 ,1091,112 ।

আরও পড়ুন : হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন , ধৃত 4

কলকাতা, 30 নভেম্বর : দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ পথে নামল SUCI ও ছাত্র পরিষদ । মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে চলল দুটি রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি। আজ মধ্য কলকাতার হিন্দ সিনেমার সামনে মিছিল করে ছাত্র পরিষদ । অন্যদিকে হাজরা থেকে কালীঘাট পর্যন্ত মিছিলে সামিল হয় SUCI কর্মী সমর্থকরা ।

image
বেহালায় মিছিল করে SFI, DYFI

হায়দরাবাদ, ঝাড়খণ্ড, কালীঘাট সহ দেশের সর্বত্র নারী নির্যাতনের বিরুদ্ধে আজ বাম সংগঠনগুলি সরব হয় । তাদের স্লোগান ছিল " দেশ জুড়ে আজ দাপিয়ে বেড়ায় অত্যাচারীর নগ্ন রূপ, আমরা কি সব অন্ধ স্তাবক এসব দেখে রইব চুপ?"
পাশাপাশি বেহালায় মিছিল করে SFI, DYFI ও অন্যরা । বেহালা থেকে শুরু করে মিছিল চলে গোপাল নগর মোড় পর্যন্ত ।

image
ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামল SUCI

এই বিষয়ে, রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "হায়দরাবাদে যেভাবে পশু চিকিৎসককে ধর্ষণ করা হল তাতে বোঝা যাচ্ছে গোটা দেশে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই । BJP সরকার একদিকে 'বেটি বাঁচাও বেটি পড়াও' কর্মসূচি নিয়েছে । অন্যদিকে দেশজুড়ে বেড়ে চলেছে ধর্ষণ । কেন্দ্রীয় সরকারের এই দ্বিচারিতার বিরুদ্ধে আজ BJP সাংসদদের কুশপুতুল দাহ করে ছাত্র পরিষদ ।

image
পুলিশ কমিশনার অনুজ শর্মার ফেসবুক পোস্ট

অন্যদিকে, শিলিগুড়িতে মোমবাতি মিছিল করল BJP-র মহিলা মোর্চা । পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । সকলেই দাবি তোলেন, অভিযুক্ত চারজনের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে । সন্ধ্যায় শিলিগুড়ি হিলকার্ট রোড এলাকায় মোমবাতি মিছিল করা হয় । BJP-র মহিলা মোর্চার জেলা সভানেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেন, "হায়দরাবাদে যুবতিকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হল । সেই ভয়ঙ্কর দেহটি আমরা দেখেছি । তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি । মহিলারা নিজেদের শহরেই সুরক্ষিত নয় । আমরা কোথায় বাস করছি ? আমরা অপরাধীর ফাঁসির দাবি জানাচ্ছি ।"

উল্লেখ্য, আজই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা একটি ফেসবুক পোস্ট করেন । সেখানে তিনি লেখেন, জরুরি অবস্থায় বা নিরাপত্তাহীনতায় ভুগলে টোল ফ্রি নম্বরে ফোন করুন । কলকাতা পুলিশের টোল ফ্রি নম্বর 100,1090 ,1091,112 ।

আরও পড়ুন : হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন , ধৃত 4

Intro:হায়দ্রাবাদে গণধর্ষণের পর এক পশু চিকিৎসককে পুড়িয়ে মারার ঘটনায় উত্তাল দেশ। ওই ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে মোমবাতি মিছিল করল বিজেপির মহিলা মোর্চা। পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকলেই দাবি তোলেন অভিযুক্ত চারজনের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।


Body:গণধর্ষণের পর যুবতীকে পুড়িয়ে মারার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা দেশেই। আজ দিনভর দেশজুড়ে নানা প্রতিবাদ কর্মসূচি হয়েছে। সংসদের সামনে অবস্থান করে প্রতিবাদ জানিয়েছেন এক মহিলা। উত্তাল হয়েছে তেলেঙ্গানা। শিলিগুড়িতেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচি এদিন সন্ধ্যায় পালন করা হয়। বিজেপির পক্ষ থেকে শিলিগুড়ি হিলকার্ট রোড এলাকায় মোমবাতি নিয়ে মিছিল হয়। তাতে অংশ নেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। নিহতের স্মৃতিতে জালানো হয় মোমবাটি। তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে শহরে আয়োজন করা হয় মানববন্ধনের।


Conclusion:
Last Updated : Dec 1, 2019, 12:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.