ETV Bharat / state

Husband Hanged himself to Death: ভিডিয়ো কলে স্ত্রীর সঙ্গে ঝগড়ার মাঝেই আত্মঘাতী স্বামী ! - কলকাতার খবর

ভিডিয়ো কলে স্ত্রীর সঙ্গে ঝগড়া চলাকালীনই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যাংককর্মী (Husband Hanged himself to Death) !কী ঘটেছিল ?

Husband Hanged himself to Death during a Video Call with Wife in Kolkata
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 30, 2023, 1:51 PM IST

Updated : Jan 30, 2023, 2:15 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: ভিডিয়ো কলে স্ত্রী সঙ্গে বচসা চলছিল (Video Call with Wife ) ৷ আর তার মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি (Husband Hanged himself to Death) ! সোমবার ভোররাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার (Kolkata) গড়ফা থানার অন্তর্গত পূর্বাচল এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রসূন বন্দ্যোপাধ্য়ায় ৷ 47 বছরের প্রসূন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন ৷ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলে দাবি সূত্রের ৷

প্রাথমিক তদন্তে কলকাতা পুলিশ জানতে পেরেছে, প্রসূনের স্ত্রীর নাম অপর্ণা ৷ এই দম্পতির দু'টি মেয়ে রয়েছে ৷ দুই সন্তানকে নিয়ে গুজরাতের আমেদাবাদে থাকেন অপর্ণা ৷ কর্মসূত্রে দেড় বছর আগে কলকাতায় আসেন প্রসূন ৷ তারপর থেকে গড়ফার একটি ফ্ল্যাটে থাকছিলেন তিনি ৷ সোমবার ভোর রাতে সেই ফ্ল্যাটের বৈঠকখানা থেকেই প্রসূনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রসূনকে বাঁচানো সম্ভব হয়নি ৷

আরও পড়ুন: ফেসবুকে স্ত্রী'র রিলস, রাগে আত্মঘাতী স্বামী

পুলিশের দাবি, অপর্ণার মনে দূরে থাকা স্বামীকে নিয়ে সন্দেহ দানা বেঁধেছিল ৷ তাঁর আশঙ্কা ছিল, প্রসূন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন ৷ সোমবার রাত 1টা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে ভিডিয়ো কল শুরু হয় ৷ তা চলে প্রায় ভোর 3টে 45 মিনিট পর্যন্ত ৷ এই ভিডিয়ো কলে স্ত্রীর সঙ্গে লাগাতার ঝগড়া হয় প্রসূনের ৷ ঝগড়া চলাকালীনই হঠাৎ উঠে যান তিনি ৷ এরপর গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন ! এই ঘটনায় ভয় পেয়ে যান অপর্ণা ৷ সঙ্গে সঙ্গে 100 নম্বরে ফোন করে পুলিশকে সব জানান তিনি ৷ পুলিশের নেটওয়ার্কের মাধ্যমে লালবাজারে সেই খবর আসে ৷

আত্মহত্যার চেষ্টার খবর পেয়েই মাঠে নামে পুলিশ ৷ প্রসূনের মোবাইল নম্বর ট্র্যাক করে গড়ফার আবাসনে পৌঁছয় তারা ৷ কিন্তু, বেশ কয়েকবার ডাকাডাকি করেও প্রসূনের সাড়া পাননি কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ এদিকে, এই চেঁচামিচিতে প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যায় ৷ এরপর প্রতিবেশীদের উপস্থিতিতেই ফ্ল্য়াটের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ ৷ দেখে, ড্রয়িই রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন প্রসূন ! তৎক্ষণাৎ তাঁকে নামিয়ে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, চিকিৎসকরা ওই ব্যক্তিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ৷

কলকাতা, 30 জানুয়ারি: ভিডিয়ো কলে স্ত্রী সঙ্গে বচসা চলছিল (Video Call with Wife ) ৷ আর তার মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি (Husband Hanged himself to Death) ! সোমবার ভোররাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার (Kolkata) গড়ফা থানার অন্তর্গত পূর্বাচল এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রসূন বন্দ্যোপাধ্য়ায় ৷ 47 বছরের প্রসূন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন ৷ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলে দাবি সূত্রের ৷

প্রাথমিক তদন্তে কলকাতা পুলিশ জানতে পেরেছে, প্রসূনের স্ত্রীর নাম অপর্ণা ৷ এই দম্পতির দু'টি মেয়ে রয়েছে ৷ দুই সন্তানকে নিয়ে গুজরাতের আমেদাবাদে থাকেন অপর্ণা ৷ কর্মসূত্রে দেড় বছর আগে কলকাতায় আসেন প্রসূন ৷ তারপর থেকে গড়ফার একটি ফ্ল্যাটে থাকছিলেন তিনি ৷ সোমবার ভোর রাতে সেই ফ্ল্যাটের বৈঠকখানা থেকেই প্রসূনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রসূনকে বাঁচানো সম্ভব হয়নি ৷

আরও পড়ুন: ফেসবুকে স্ত্রী'র রিলস, রাগে আত্মঘাতী স্বামী

পুলিশের দাবি, অপর্ণার মনে দূরে থাকা স্বামীকে নিয়ে সন্দেহ দানা বেঁধেছিল ৷ তাঁর আশঙ্কা ছিল, প্রসূন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন ৷ সোমবার রাত 1টা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে ভিডিয়ো কল শুরু হয় ৷ তা চলে প্রায় ভোর 3টে 45 মিনিট পর্যন্ত ৷ এই ভিডিয়ো কলে স্ত্রীর সঙ্গে লাগাতার ঝগড়া হয় প্রসূনের ৷ ঝগড়া চলাকালীনই হঠাৎ উঠে যান তিনি ৷ এরপর গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন ! এই ঘটনায় ভয় পেয়ে যান অপর্ণা ৷ সঙ্গে সঙ্গে 100 নম্বরে ফোন করে পুলিশকে সব জানান তিনি ৷ পুলিশের নেটওয়ার্কের মাধ্যমে লালবাজারে সেই খবর আসে ৷

আত্মহত্যার চেষ্টার খবর পেয়েই মাঠে নামে পুলিশ ৷ প্রসূনের মোবাইল নম্বর ট্র্যাক করে গড়ফার আবাসনে পৌঁছয় তারা ৷ কিন্তু, বেশ কয়েকবার ডাকাডাকি করেও প্রসূনের সাড়া পাননি কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ এদিকে, এই চেঁচামিচিতে প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যায় ৷ এরপর প্রতিবেশীদের উপস্থিতিতেই ফ্ল্য়াটের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ ৷ দেখে, ড্রয়িই রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন প্রসূন ! তৎক্ষণাৎ তাঁকে নামিয়ে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, চিকিৎসকরা ওই ব্যক্তিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ৷

Last Updated : Jan 30, 2023, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.