ETV Bharat / state

Tortoise Rescued: শিয়ালদা থেকে উদ্ধার শতাধিক কচ্ছপ - বন্যপ্রাণ রক্ষা আইন

শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার শতাধিক কচ্ছপ (Tortoise Rescued from Sealdah Station) ৷ সিআইবি ও সিপিডিটি-র যৌথ উদ্যোগে উদ্ধার হয়েছে 124টি জীবন্ত কচ্ছপ ও দু‘টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে ৷

Tortoise Rescued
শতাধিক কচ্ছপ উদ্ধার শিয়ালদা স্টেশন থেকে
author img

By

Published : Jan 14, 2023, 11:57 AM IST

কলকাতা, 14 জানুয়ারি: শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার শতাধিক কচ্ছপ (Hundreds of Tortoise were Rescued) ৷ শুক্রবার সকালে 33823 আপ শিয়ালদা-ব্যান্ডেল লোকালের 15278 নম্বর কামরা থেকে কচ্ছপগুলি উদ্ধার করেছে রেল সুরক্ষা বাহিনী ৷ উদ্ধারের পর কচ্ছপগুলিকে বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার শিয়ালদা শাখায় সিআইবি ও সিপিডিটি যৌথ উদ্যোগে অভিযান চালায় ৷ সেই অভিযানেই 124টি জীবন্ত কচ্ছপ ও দু‘টি মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে ৷ এই কচ্ছপগুলিকে 6টি ভিন্ন রঙের চটের বস্তায় মুখ বন্ধ করে পাচার করা হচ্ছিল । শিয়ালদহ স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালানোর সময় রেল সুরক্ষা বাহিনীর সন্দেহ হওয়ায় তাঁরা ওই বস্তাগুলি খুলে দেখতে চান । তখনই বস্তা বন্দি কচ্ছপ ধরা পড়ে । বস্তার ভেতর থেকে 124টি জীবন্ত কচ্ছপ ও 2টি মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে । সূত্রের খবর, দীর্ঘক্ষণ বস্তাগুলি প্ল্যাটফর্মে পড়ে ছিল । কর্তব্যরত আরপিএফ কর্মীরা বস্তাগুলি বাজেয়াপ্ত করেন । এরপর বস্তাগুলি হাওড়া বিভাগের বিভাগীয় বন আধিকারিকের হাতে তুলে দেয় আরপিএফ ।

আরও পড়ুন: 100টি বিরল প্রজাতির কচ্ছপ-সহ গ্রেফতার 2 বিক্রেতা

প্রসঙ্গত, বন্যপ্রাণ রক্ষা থেকে শুরু করে বিরল ও বিলুপ্ত প্রায় প্রজাতির প্রাণীদের বাঁচাতে বন দফতরের একধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ বন্যপ্রাণী রক্ষা আইনে কচ্ছপ পাচার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ ৷ তাই বন্যপ্রাণী রক্ষায় তৎপর বন দফতর থেকে শুরু করে সর্বস্তরের প্রাশাসন ৷ 2022 সালের ডিসেম্বর মাসেই উত্তর 24 পরগনার একটি বাজার থেকে উদ্ধার হয়েছিল 100টি বিরল প্রজাতির কচ্ছপ ৷ ক্রেতা সেজে বিক্রেতাদের কাছ থেকে 100টি কচ্ছপ উদ্ধার করে বন দফতর ৷ পাশাপাশি দুই বিক্রেতাকেও গ্রেফতার করেছিল বনদফতর ৷ শুক্রবার শিয়ালদার ঘটনার পরেও আরও নড়েচেড়ে বসেছে বন দফতর ৷ এই ঘটনায় কোনও পাচার চক্রের যোগ রয়েছে কি না তা ও খতিয়ে দেখছে বনদফতর ৷

কলকাতা, 14 জানুয়ারি: শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার শতাধিক কচ্ছপ (Hundreds of Tortoise were Rescued) ৷ শুক্রবার সকালে 33823 আপ শিয়ালদা-ব্যান্ডেল লোকালের 15278 নম্বর কামরা থেকে কচ্ছপগুলি উদ্ধার করেছে রেল সুরক্ষা বাহিনী ৷ উদ্ধারের পর কচ্ছপগুলিকে বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার শিয়ালদা শাখায় সিআইবি ও সিপিডিটি যৌথ উদ্যোগে অভিযান চালায় ৷ সেই অভিযানেই 124টি জীবন্ত কচ্ছপ ও দু‘টি মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে ৷ এই কচ্ছপগুলিকে 6টি ভিন্ন রঙের চটের বস্তায় মুখ বন্ধ করে পাচার করা হচ্ছিল । শিয়ালদহ স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালানোর সময় রেল সুরক্ষা বাহিনীর সন্দেহ হওয়ায় তাঁরা ওই বস্তাগুলি খুলে দেখতে চান । তখনই বস্তা বন্দি কচ্ছপ ধরা পড়ে । বস্তার ভেতর থেকে 124টি জীবন্ত কচ্ছপ ও 2টি মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে । সূত্রের খবর, দীর্ঘক্ষণ বস্তাগুলি প্ল্যাটফর্মে পড়ে ছিল । কর্তব্যরত আরপিএফ কর্মীরা বস্তাগুলি বাজেয়াপ্ত করেন । এরপর বস্তাগুলি হাওড়া বিভাগের বিভাগীয় বন আধিকারিকের হাতে তুলে দেয় আরপিএফ ।

আরও পড়ুন: 100টি বিরল প্রজাতির কচ্ছপ-সহ গ্রেফতার 2 বিক্রেতা

প্রসঙ্গত, বন্যপ্রাণ রক্ষা থেকে শুরু করে বিরল ও বিলুপ্ত প্রায় প্রজাতির প্রাণীদের বাঁচাতে বন দফতরের একধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ বন্যপ্রাণী রক্ষা আইনে কচ্ছপ পাচার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ ৷ তাই বন্যপ্রাণী রক্ষায় তৎপর বন দফতর থেকে শুরু করে সর্বস্তরের প্রাশাসন ৷ 2022 সালের ডিসেম্বর মাসেই উত্তর 24 পরগনার একটি বাজার থেকে উদ্ধার হয়েছিল 100টি বিরল প্রজাতির কচ্ছপ ৷ ক্রেতা সেজে বিক্রেতাদের কাছ থেকে 100টি কচ্ছপ উদ্ধার করে বন দফতর ৷ পাশাপাশি দুই বিক্রেতাকেও গ্রেফতার করেছিল বনদফতর ৷ শুক্রবার শিয়ালদার ঘটনার পরেও আরও নড়েচেড়ে বসেছে বন দফতর ৷ এই ঘটনায় কোনও পাচার চক্রের যোগ রয়েছে কি না তা ও খতিয়ে দেখছে বনদফতর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.