কলকাতা, 28 জানুয়ারি : এক একটি বিজ্ঞপ্তিতে এক একরকম সময়সীমা । কখনও বলা হয়েছে, মার্চে হবে একাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষা, কখনও বলা হয়েছে জুলাইতে । যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল পড়ুয়া ও শিক্ষক উভয় মহলেই । সেই বিভ্রান্তি দূর করতে ফের বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জুলাই মাসে হবে একাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষা ।
গত বছর 28 ডিসেম্বর উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সংশোধিত সূচিতে বলা হয়েছিল, উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 10 মার্চ থেকে 31 মার্চের মধ্যে ও একাদশের সব প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতি বছরে 10 জুলাই থেকে 26 জুলাইয়ের মধ্যে হবে । তবে, তারপরে গত 18 জানুয়ারি উচ্চমাধ্যমিক ও একাদশের বার্ষিক পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষার পাঠ্যক্রম জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় । সেখানে বলা হয়, "2021 সালের উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে । 2021 সালের 15 জুন থেকে 3 জুলাই পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে । প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে করোনার প্রেক্ষিতে বিদ্যায়তনগুলি নিজ নিজ দায়িত্বে ও ব্যবস্থাপনায় সংসদ প্রেরিত তালিকাভুক্ত বিষয়গুলি থেকে নির্বাচন করে প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পন্ন করবে এবং পরীক্ষা শেষে 20 এপ্রিলের মধ্যে প্র্যাকটিক্যালের নম্বর ও উত্তরপত্র সংসদে জমা করবেন ।"
আরও পড়ুন : উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার নির্দেশ, সরব শিক্ষকরা
আর শেষের বিজ্ঞপ্তিটি নিয়েই ছড়ায় বিভ্রান্তি । প্রশ্ন উঠে, 20 এপ্রিলের মধ্যে কী একাদশের প্র্যাকটিক্যালের নম্বরও জমা করতে হবে? তাহলে কী মার্চেই একাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে? এই বিভ্রান্তি কাটাতে ফের একটি বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, 28 ডিসেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী একাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষা 10 জুলাই থেকে 26 জুলাইয়ের মধ্যেই নিতে হবে । সংসদের এই বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি কাটল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।