ETV Bharat / state

বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণে বিশেষ টিম HRBC-র - বিদ্যাসাগর সেতু

শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সেতু নিয়ে রীতিমতো জেরবার অবস্থা প্রশাসনের । এবার বিদ্যাসাগর সেতু নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল রাজ্য সরকার । সেতুর রক্ষণাবেক্ষণের জন্য ব়্যাপিড অ্যাকশন টিম তৈরির সিদ্ধান্ত নিল দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশনারস (HRBC) ।

বিদ্যাসাগর সেতু
author img

By

Published : Oct 14, 2019, 6:11 PM IST

কলকাতা, 14 অক্টোবর : টালা ব্রিজের পর এবার বিদ্যাসাগর সেতু নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল রাজ্য সরকার । সেতুর রক্ষণাবেক্ষণের জন্য ব়্যাপিড অ্যাকশন টিম তৈরির সিদ্ধান্ত নিল দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশনারস (HRBC) । এই টিম সারা বছর ধরে সেতুর রক্ষণাবেক্ষণের কাজ করবে বলে HRBC সূত্রে খবর ।

শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সেতু নিয়ে রীতিমতো জেরবার অবস্থা প্রশাসনের । তাই কলকাতা শহর ও হাওড়ার বিভিন্ন সেতু বন্ধ রেখে চলছে স্বাস্থ্য পরীক্ষার কাজ । ইতিমধ্যেই টালা ব্রিজ ভেঙে ফেলার সুপারিশ করেছে বিশেষজ্ঞ দল । যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাস রুট । ফলে সমস্যায় পড়ছেন উত্তর কলকাতা ও শহরতলির মানুষজন । পাশাপাশি বেলগাছিয়া সেতুর ভার বেড়ে যাচ্ছে । তাই এই সেতুর উপর থেকে পিচের প্রলেপ তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অন্যদিকে আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে চেতলা লকগেট সেতুও ।

বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে সলতে পাকানোর কাজটা শুরু হয়েছিল কয়েকদিন আগেই । HRBC সূত্রে খবর, বিদ্যাসাগর সেতু তৈরি হয়েছে 27 বছর আগে । সেতু নির্মাণের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার হয়েছে তাদের গড় আয়ু 25 বছর । সেই কারণেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে HRBC-র তরফে । সেতুর রক্ষণাবেক্ষণে ব়্যাপিড অ্যাকশান টিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ইঞ্জিনিয়র, সেতু বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের নিয়ে এই দল তৈরি করা হবে বলে খবর । নিজেদের উপযুক্ত বিশেষজ্ঞ না থাকায় বাইরের বিশেষজ্ঞদের নিয়ে এই টিম তৈরি করা হবে বলে HRBC-র তরফে জানানো হয়েছে । এই বিশেষজ্ঞ দল নিয়মিত নজরদারি করবে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতুর ।

কলকাতা, 14 অক্টোবর : টালা ব্রিজের পর এবার বিদ্যাসাগর সেতু নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল রাজ্য সরকার । সেতুর রক্ষণাবেক্ষণের জন্য ব়্যাপিড অ্যাকশন টিম তৈরির সিদ্ধান্ত নিল দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশনারস (HRBC) । এই টিম সারা বছর ধরে সেতুর রক্ষণাবেক্ষণের কাজ করবে বলে HRBC সূত্রে খবর ।

শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সেতু নিয়ে রীতিমতো জেরবার অবস্থা প্রশাসনের । তাই কলকাতা শহর ও হাওড়ার বিভিন্ন সেতু বন্ধ রেখে চলছে স্বাস্থ্য পরীক্ষার কাজ । ইতিমধ্যেই টালা ব্রিজ ভেঙে ফেলার সুপারিশ করেছে বিশেষজ্ঞ দল । যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাস রুট । ফলে সমস্যায় পড়ছেন উত্তর কলকাতা ও শহরতলির মানুষজন । পাশাপাশি বেলগাছিয়া সেতুর ভার বেড়ে যাচ্ছে । তাই এই সেতুর উপর থেকে পিচের প্রলেপ তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অন্যদিকে আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে চেতলা লকগেট সেতুও ।

বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে সলতে পাকানোর কাজটা শুরু হয়েছিল কয়েকদিন আগেই । HRBC সূত্রে খবর, বিদ্যাসাগর সেতু তৈরি হয়েছে 27 বছর আগে । সেতু নির্মাণের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার হয়েছে তাদের গড় আয়ু 25 বছর । সেই কারণেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে HRBC-র তরফে । সেতুর রক্ষণাবেক্ষণে ব়্যাপিড অ্যাকশান টিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ইঞ্জিনিয়র, সেতু বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের নিয়ে এই দল তৈরি করা হবে বলে খবর । নিজেদের উপযুক্ত বিশেষজ্ঞ না থাকায় বাইরের বিশেষজ্ঞদের নিয়ে এই টিম তৈরি করা হবে বলে HRBC-র তরফে জানানো হয়েছে । এই বিশেষজ্ঞ দল নিয়মিত নজরদারি করবে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতুর ।

Intro:কলকাতা, 14 অক্টোবর: এবার বিদ্যাসাগর সেতু নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল রাজ্য সরকার। এই সেতুর দায়িত্বে থাকা HRBC রক্ষণাবেক্ষণের জন্য নিল বিশেষ সিদ্ধান্ত। বিদ্যাসাগর সেতুর রক্ষনাবেক্ষনের জন্য এবার rapid action team তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হল। এই টিম বছরভর সেতুর রক্ষণাবেক্ষণের কাজ করবে বলে HRBC সূত্রে খবর।
Body:শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সেতু নিয়ে রীতিমতো জেলার অবস্থা প্রশাসনের। কলকাতা শহর এবং হাওড়ার বিভিন্ন সেতু বন্ধ রেখে চলছে স্বাস্থ্য পরীক্ষার কাজ। এরই মাঝে তালা ব্রিজ ভেঙে ফেলার সুপারিশ করেছে বিশেষজ্ঞ দল। তার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাস রুট। ফলে সমস্যায় পড়েছেন উত্তর কোলকাতা এবং উত্তর শহরতলির মানুষজন। পাশাপাশি বেলগাছিয়া ব্রিজের ভার বেড়ে যাওয়ায় উপর থেকে কিসের প্রলেপ তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে চেতলা লকগেট ব্রিজ। এই অবস্থার মাঝে বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে সলতে পাকানোর কাজটা শুরু হয়েছিল কয়েকদিন আগেই। সেই সূত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৈরি হবে rapid action team।
Conclusion:HRBC সূত্রে খবর, বিদ্যাসাগর সেতু তৈরি হয়েছে ২৭ বছর আগে।সেতু নির্মাণের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার হয়েছে তাদের গড় আয়ু ২৫ বছর। সেই কারণেই সতর্কতা HRBCর। ইঞ্জিনিয়র, সেতু বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের নিয়ে এই টিম তৈরি করা হবে বলে জানা গেছে।নিজেদের উপযুক্ত বিশেষজ্ঞ না থাকায় বাইরের বিশেষজ্ঞদের নিয়ে এই টিম তৈরি করা হবে। যারা নিয়মিত নজরদারি করবে রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুর।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.