কলকাতা, 10 ফেব্রুয়ারি: সম্প্রতি 11 থেকে 17 জানুয়ারি পালিত হয়েছে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ বা রোড সেফটি উইক (Road Safety Week)৷ সেই উপলক্ষে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছিলেন কলকাতায় সাধারণ মানুষ ট্রাফিক আইন সম্পর্কে আগের তুলনায় যথেষ্ট ওয়াকিবহুল হয়েছে । অ্যাক্সিডেন্ট বা পথ দুর্ঘটনার প্রবণতাও অনেকটা কমেছে । তবে এরপরেও যে দুর্ঘটনা ঘটছে তাও থামানোর প্রয়াস করতে হবে কলকাতা পুলিশকে । এবার 6 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে পথ নিরাপত্তা সপ্তাহ পালনে শুক্রবার তৎপর হতে দেখা গেল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডদের ৷ সাধারণ বাইক চালক থেকে শুরু করে গাড়িচালক এবং ট্রাফিক সিগন্যাল অমান্যকারী পথচারীদের রাস্তায় দাঁড় করিয়ে শুধু ধমক নয় বরং শাস্তিস্বরূপ তাদের হাতে স্কুল পড়ুয়ারা তুলে দিচ্ছে গোলাপ ফুল এবং চকলেট ।
এই বিষয়ে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ সৌভিক চক্রবর্তী জানান, পথচারীদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে । ট্রাফিক সিগন্যাল মেনে কীভাবে গাড়ি চালাতে হবে এবং কখন একজন ব্যক্তি রাস্তা পারাপার করতে পারবেন সেই সম্পর্কে নিয়মিত পাঠ দেওয়া হচ্ছে । এছাড়াও রাস্তায় জেব্রা ক্রসিং নামক সাদা কালো ক্রসিংয়ে সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হচ্ছে ।
আরও পড়ুন : 'শুধু 7 দিন নয়, প্রশিক্ষণ চলুক সারা বছর'; পথ নিরাপত্তা সপ্তাহ নিয়ে মত পরিবহণ মালিকদের
শুধু হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড নয় শহরের 25টি ট্রাফিক গার্ডে এই মুহূর্তে একসঙ্গে পালিত হচ্ছে পথ নিরাপত্তা দিবস ৷ ইতিমধ্যেই শহরে ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নত থেকে উন্নততর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে লালবাজার । মধ্য কলকাতার কাউন্সিল স্ট্রিট থিয়েটার রোড পার্ক স্ট্রিট-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ইতিমধ্যেই বসেছে আধুনিকমানের নতুন ট্রাফিক সিগন্যাল । পাশাপাশি বিনা হেলমেটের বাইক সওয়ারিদের সচেতন করতে উন্নতমানের ক্যামেরার মাধ্যমে গাড়িগুলির নম্বর প্লেট ট্র্যাক করে অনলাইনের মাধ্যমে জরিমানা করা হচ্ছে । লালবাজার সূত্রে খবর, এই আধুনিক কয়েকটি পদক্ষেপ নেওয়ার পর মানুষ আরও বেশি করে সচেতন হয়েছেন ।
এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, মাঝে মধ্যেই শহরের প্রতিটা ট্রাফিক গার্ড বিভিন্ন ট্রাফিক সচেতনতামূলক প্রচার অভিযান করে থাকে । সপ্তাহে বিভিন্ন সময় এলাকাভিত্তিক বাস ড্রাইভার, কন্ডাক্টর, ট্যাক্সি চালকদের নিয়ে বিভিন্ন ট্রাফিক গার্ডে বিভিন্ন শিবির আয়োজন করা হয় ।
আরও পড়ুন : আসানসোল পুলিশের অভিনব উদ্যোগ, 30 শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে হেলমেট