ETV Bharat / state

Howrah Bridge: 11 বছর পর বিশদে স্বাস্থ্য পরীক্ষা হবে হাওড়া ব্রিজের, সহযোগিতায় আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরা - আইআইটি মাদ্রাজ

11 বছর পর বিশদে স্বাস্থ্য পরীক্ষা হতে চলেছে হাওড়া ব্রিজের ৷ কলকাতা বন্দরের এক আধিকারিক এ কথা জানিয়েছেন ৷ তিনি জানান, আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞদের সহযোগিতায় হবে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা ৷

Health Checkup of Howrah Bridge
Health Checkup of Howrah Bridge
author img

By

Published : May 25, 2023, 6:52 PM IST

কলকাতা, 25 মে: কলকাতা ও হাওড়ার সংযোগকারী 80 বছরের পুরনো ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের বিশদ স্বাস্থ্যপরীক্ষা হতে চলেছে 11 বছর পর ৷ কলকাতা বন্দরের একজন শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন ৷ কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামন জানান, আইআইটি মাদ্রাজের পরামর্শ নিয়ে এই সেতুর ব্যাপক স্বাস্থ্যপরীক্ষা হবে । সেতুর রুটিন রক্ষণাবেক্ষণের পাশাপাশি এখানে প্রস্তাবিত মহড়াও হবে বলে জানান তিনি ।

বুধবার রামন জানান, "আমরা হাওড়া ব্রিজের স্বাস্থ্যের উপর গভীরভাবে পরীক্ষা-নীরিক্ষার সিদ্ধান্ত নিয়েছি, যা এক দশকেরও বেশি সময় ধরে করা হয়নি ৷ এই গবেষণার ফলে কীভাবে সেতুর জীবনকাল উন্নত করা যায়, সে সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি পাওয়া যাবে ৷" আর এক আধিকারিক জানিয়েছেন, আরআইটিইএস-এর বিশেষজ্ঞরা 11 বছর আগে সেতুটির বিশদ স্বাস্থ্য পরীক্ষা করেছিল ৷

হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু নামেও পরিচিত, যার দৈর্ঘ্য 405 মিটার এবং প্রস্থ 21.6 মিটার ৷ এটি 1943 সালে উদ্বোধনের পর থেকে কলকাতার প্রতীক হিসাবে বিবেচিত হয় । 1926 সালে স্যার আরএন মুখোপাধ্যায়ের সভাপতিত্বে একটি কমিশন হুগলি নদীর উপর একটি বিশেষ ধরনের ঝুলন্ত সেতু নির্মাণের সুপারিশ করার পরে সেতুটি নির্মাণের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল ।

বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই 80 বছরের পুরনো কাঠামোর বিটুমিনাস রাস্তার উপরিভাগ সরানোর কাজ শুরু করেছে এবং সেতুর ভার কমাতে একটি নতুন স্তর স্থাপন করা হবে । বন্দর চেয়ারম্যান বলেছেন, বন্দর, জলপথ ও উপকূলের জন্য জাতীয় প্রযুক্তি কেন্দ্র (এনটিসিপিডব্লিউসি) কর্তৃপক্ষকে ব্যাপক গবেষণার জন্য পরামর্শ দেবে আইআইটি মাদ্রাজের একটি বিভাগ । প্রয়োজনে বন্দর কর্তৃপক্ষকে এই উদ্যোগে সহায়তা করার জন্য অন্য বিশেষজ্ঞ পরামর্শদাতাও নিয়োগ করা হবে বলে জানান তিনি ।

প্রতিদিন হাওড়া সেতু প্রায় 80,000 যানবাহন এবং 400,000 পথচারীদের যাতায়াতের সুবিধা প্রদান করে ৷ এক শীর্ষ আধিকারিকের মতে, সেতুটির অপরিসীম গুরুত্ব স্বীকার করে কলকাতা বন্দরের লক্ষ্য তার ভবিষ্যৎ সুরক্ষিত করা এবং প্রযুক্তিগত বিস্ময় রক্ষা করা ৷

আরও পড়ুন: কলকাতা বন্দরকে উন্নত করতে 4 হাজার কোটি টাকার 11 প্রকল্প

কলকাতা, 25 মে: কলকাতা ও হাওড়ার সংযোগকারী 80 বছরের পুরনো ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের বিশদ স্বাস্থ্যপরীক্ষা হতে চলেছে 11 বছর পর ৷ কলকাতা বন্দরের একজন শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন ৷ কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামন জানান, আইআইটি মাদ্রাজের পরামর্শ নিয়ে এই সেতুর ব্যাপক স্বাস্থ্যপরীক্ষা হবে । সেতুর রুটিন রক্ষণাবেক্ষণের পাশাপাশি এখানে প্রস্তাবিত মহড়াও হবে বলে জানান তিনি ।

বুধবার রামন জানান, "আমরা হাওড়া ব্রিজের স্বাস্থ্যের উপর গভীরভাবে পরীক্ষা-নীরিক্ষার সিদ্ধান্ত নিয়েছি, যা এক দশকেরও বেশি সময় ধরে করা হয়নি ৷ এই গবেষণার ফলে কীভাবে সেতুর জীবনকাল উন্নত করা যায়, সে সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি পাওয়া যাবে ৷" আর এক আধিকারিক জানিয়েছেন, আরআইটিইএস-এর বিশেষজ্ঞরা 11 বছর আগে সেতুটির বিশদ স্বাস্থ্য পরীক্ষা করেছিল ৷

হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু নামেও পরিচিত, যার দৈর্ঘ্য 405 মিটার এবং প্রস্থ 21.6 মিটার ৷ এটি 1943 সালে উদ্বোধনের পর থেকে কলকাতার প্রতীক হিসাবে বিবেচিত হয় । 1926 সালে স্যার আরএন মুখোপাধ্যায়ের সভাপতিত্বে একটি কমিশন হুগলি নদীর উপর একটি বিশেষ ধরনের ঝুলন্ত সেতু নির্মাণের সুপারিশ করার পরে সেতুটি নির্মাণের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল ।

বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই 80 বছরের পুরনো কাঠামোর বিটুমিনাস রাস্তার উপরিভাগ সরানোর কাজ শুরু করেছে এবং সেতুর ভার কমাতে একটি নতুন স্তর স্থাপন করা হবে । বন্দর চেয়ারম্যান বলেছেন, বন্দর, জলপথ ও উপকূলের জন্য জাতীয় প্রযুক্তি কেন্দ্র (এনটিসিপিডব্লিউসি) কর্তৃপক্ষকে ব্যাপক গবেষণার জন্য পরামর্শ দেবে আইআইটি মাদ্রাজের একটি বিভাগ । প্রয়োজনে বন্দর কর্তৃপক্ষকে এই উদ্যোগে সহায়তা করার জন্য অন্য বিশেষজ্ঞ পরামর্শদাতাও নিয়োগ করা হবে বলে জানান তিনি ।

প্রতিদিন হাওড়া সেতু প্রায় 80,000 যানবাহন এবং 400,000 পথচারীদের যাতায়াতের সুবিধা প্রদান করে ৷ এক শীর্ষ আধিকারিকের মতে, সেতুটির অপরিসীম গুরুত্ব স্বীকার করে কলকাতা বন্দরের লক্ষ্য তার ভবিষ্যৎ সুরক্ষিত করা এবং প্রযুক্তিগত বিস্ময় রক্ষা করা ৷

আরও পড়ুন: কলকাতা বন্দরকে উন্নত করতে 4 হাজার কোটি টাকার 11 প্রকল্প

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.