ETV Bharat / state

নিউ নর্মালে কীভাবে লিখিত পরীক্ষা নেবে WBPSC ?

22 নভেম্বর মোট চারটি পরীক্ষার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ।

author img

By

Published : Nov 13, 2020, 6:58 AM IST

নিউ নর্ম‍্যালে কীভাবে চাকরির লিখিত পরীক্ষা পরিচালনা করবে WBPSC! জানতে ক্লিক করুন...
নিউ নর্ম‍্যালে কীভাবে চাকরির লিখিত পরীক্ষা পরিচালনা করবে WBPSC! জানতে ক্লিক করুন...

কলকাতা, 12 নভেম্বর : দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) পরিচালিত চাকরির পরীক্ষা । মার্চের শেষ থেকে একাধিক নিয়োগের পরীক্ষা বিভিন্ন পর্যায়ে থমকে রয়েছে । সময়ের সঙ্গে সঙ্গে একাধিকবার কমিশনের তরফে পরীক্ষা ও ইন্টারভিউয়ের সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছিল । কিন্তু বর্তমান পরিস্থিতি ও পরিবহন ব‍্যবস্থা স্বাভাবিক না হওয়ায় সেই সূচিও বাতিল করা হয়েছে বারবার । অবশেষে পরিবহন ব‍্যবস্থা একটু স্বাভাবিক হতেই বিভিন্ন নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চালু করেছে WBPSC । শেষ প্রকাশিত লিখিত পরীক্ষাগুলির সম্ভাব‍্য নির্ঘন্ট অনুযায়ী, 22 নভেম্বর থেকে একের পর এক লিখিত পরীক্ষা হওয়ার কথা । কিন্তু নিউ নর্মালে কীভাবে এই পরীক্ষাগুলি পরিচালনা করবে WBPSC ? কী কী নতুন নিয়মের সংযোজন হচ্ছে ? কী কী পরিবর্তন আসছে পরীক্ষা পদ্ধতিতে ? ETV ভারতের প্রতিনিধির মুখোমুখি হয়ে সেই সব প্রশ্নের উত্তর দিলেন WBPSC-র চেয়ারম্যান দেবাশিস বোস ।

গত 12 ও 18 অক্টোবর বিভিন্ন পরীক্ষার নতুন সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । সেই অনুযায়ী 22 নভেম্বর থেকে পুনরায় বিভিন্ন নিয়োগের পরীক্ষা শুরুর পরিকল্পনা করে কমিশন । সম্ভাব্য নির্ঘণ্ট অনুযায়ী, 22 নভেম্বর মোট চারটি পরীক্ষা হবে । সেদিন প্রথম অর্ধে ESI হাসপাতালে ওয়ার্ড মাস্টার গ্রেড-থ্রি নিয়োগের পরীক্ষা হতে চলেছে । দ্বিতীয় অর্ধে মোটর ভেহিকল ইনস্পেক্টর, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য লাইব্রেরিয়ান, সরকারি ডিগ্রি কলেজের জন্য লাইব্রেরিয়ান- এই তিনটি পরীক্ষা রয়েছে ।

নিউ নর্মালে কীভাবে লিখিত পরীক্ষা নেবে WBPSC ?
  • 25 নভেম্বর প্রথমার্ধে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল‍্যানার ও ডাইরেক্টরেট অফ বয়লারে ফিটার, হেল্পার এবং ল্যাব অ্যাটেনডেন্ট নিয়োগের পরীক্ষা এবং দ্বিতীয়ার্ধে ডাইরেক্টরেট অফ বয়লারে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল) ও এগ্রিকালচার মার্কেটিং অফিসার পদে নিয়োগের পরীক্ষা রয়েছে ।
  • 29 নভেম্বর দুটি অর্ধ মিলিয়ে মোট পাঁচটি পরীক্ষা রয়েছে । প্রথম অর্ধে ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস (অ্যাসিস্ট‍্যান্ট ইঞ্জিনিয়র সিভিল) এবং দ্বিতীয়ার্ধে ESI হাসপাতালে ডায়ালিসিস টেকনিশিয়ান, ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার ও ডাইরেক্টরেট অফ সিঙ্কোনায় বোটানিস্ট পদে নিয়োগের জন্য পরীক্ষা হবে ।
  • 6 ডিসেম্বর ক্লার্কশিপ পার্ট-টু-র পরীক্ষা রয়েছে ।
  • 10 ও 11 ডিসেম্বর ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2020-র মেন পরীক্ষা রয়েছে ।
  • 12 এবং 13 ডিসেম্বর এই দু'দিন ICDS সুপারভাইজ়ারের মেন পরীক্ষা হবে ।
  • 14 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত ফের ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2020-র মেন পরীক্ষা ।
  • 27 ডিসেম্বর উদ‍্যান পালন প্রযুক্তি সহায়কের পরীক্ষা হবে ।
  • 2021 সালের 30 ও 31 জানুয়ারি AW ওয়ার্কার্সের থেকে ICDS সুপারভাইজ়ার অন প্রমোশন, 14 ফেব্রুয়ারি মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষা 2019 হবে ৷
  • 27 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত WB A & AS (মেন) 2019 এবং 24-28 এপ্রিল পর্যন্ত WBCS এগজ়িকিউটিভ 2020-র মেন পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে WBPSC ।

    কিন্তু এর আগেও একাধিকবার সম্ভাব‍্য সূচি প্রকাশ করা হয়েছিল‌ । যা পরবর্তীকালে বাতিল করা হয় । এবার কি পরীক্ষাগুলি নেওয়া সম্ভব হবে ? পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "আমরা এই সূচিগুলো দিই ৷ তবে সবসময় করতে পারব বলে নয় । এগুলো দিই কারণ যাঁরা পরীক্ষা দেন তাঁদের প্রস্তুতির বিষয় থাকে । তাঁদের সুবিধার জন্য আমরা একটা সম্ভাব্য তারিখ জানিয়ে দিই । সেটা সবসময় ঠিক হয় তা নয় । তবে লকডাউন হওয়ার আগে পর্যন্ত আমরা চেষ্টা করেছি সম্ভাব্য তারিখেই পরীক্ষা আয়োজন করার । লকডাউন হওয়ার পর বিষয়টা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ‌। স্কুল-কলেজ বন্ধ থাকলে আমরা কোথায় পরীক্ষা নেব ? যদি ট্রান্সপোর্ট না থাকে তাহলে যাঁরা পরীক্ষা দিতে আসেন তাঁরা আসবেন কী করে ? আমরা শেষ যে শিডিউল দিয়েছি তাতে আমরা ধরে নিয়েছি যে নভেম্বরের শেষ থেকে পরিবহন ব‍্যবস্থা স্বাভাবিক হবে । ট্রেনও চলছে । আশা করব একটু অসুবিধা হলেও যাঁরা পরীক্ষা দিতে চান তাঁরা আসতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন ।"

    পরিবহন ব‍্যবস্থা স্বাভাবিকের দিকে এগোলেও কোরোনা সংক্রমণের ভ্রূকুটি থেকেই যাচ্ছে । সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আগের মতো পরীক্ষা নেওয়া সম্ভব নয় । তাই নিউ নর্মালে পরীক্ষা নেওয়ার জন্য কয়েকটি নতুন ব‍্যবস্থা নিয়েছে কমিশন । এই প্রসঙ্গে দেবাশিস বোস বলেন, "COVID-19 প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা দু'জন প্রার্থীর মধ্যে দূরত্ব রাখার নির্দেশ দিয়েছি । ভিড় কমাতে পরীক্ষার হলে প্রার্থীদের প্রবেশের অনুমতি দিচ্ছি । মাস্ক ও হ‍্যান্ড স‍্যানিটাইজ়ারের ব‍্যবহার বাধ‍্যতামূলক করছি । আর সবরকম দূরত্ববিধি, স্বাস্থ্যবিধি যেগুলো মানার সেগুলো মেনেই পরীক্ষা হবে ।"

    নতুন সম্ভাব্য সূচি অনুযায়ী, এক একটি দিনে একাধিক নিয়োগের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে কমিশন । মূলত এত মাস ধরে যে সকল পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেগুলি দ্রুত নেওয়ার লক্ষ্যেই এই সূচি তৈরি করা হয়েছে । এছাড়া পরিবহন ব‍্যবস্থা স্বাভাবিকের দিকে এগোচ্ছে ৷ পরিস্থিতি আরও খারাপের দিকে না এগোলে 22 নভেম্বরের পরীক্ষাগুলি এবং সম্ভাব্য সূচি অনুযায়ী অন্য পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে বলে আশা করছেন চেয়ারম্যান । তিনি বলেন, "আমরা আশা করছি এই মহামারি আর ব‍্যাপকতর আকার ধারণ করবে না । তাহলে আমরা যে সূচি দিয়েছি সেটা মেইনটেইন করতে পারব ৷ এবং যে পরীক্ষাগুলোর দিন এখনও দিতে পারিনি সেগুলো দিতে পারব । আগে আমরা এক দিনে একটা পরীক্ষা নিতাম । এখন একটা দিনে একাধিক পরীক্ষা রাখছি । যাঁরা পরীক্ষা দেবেন তাঁরা যাতে দ্রুত ফলাফল হাতে পান সেই চেষ্টা করছি ।"

    22 নভেম্বর এবং তার পরের লিখিত পরীক্ষাগুলির জন্য কী কী নিয়ম থাকছে ? প্রথমত প্রার্থী এবং পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা সকলেরই মাস্ক পরা বাধ‍্যতামূলক । শুধুমাত্র প্রার্থীর পরিচয় যাচাইয়ের জন্য পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় অথবা পরীক্ষার হলে একবার প্রার্থীদের মাস্ক খুলতে বলা হবে । প্রতিটি কেন্দ্রে যত সংখ্যক প্রার্থী পরীক্ষা দেওয়ার কথা তার 10 শতাংশের জন্য 3 প্লাই মাস্ক রাখতে বলা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিকে । যাতে কোনও পরীক্ষার্থী মাস্ক ছাড়া এলে তাঁকে মাস্ক দেওয়া যায় । প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশ পথ, পরীক্ষার ঘর, টেবিল, চেয়ার, ওয়াশরুম পরীক্ষার একদিন আগে জীবাণুমুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে । প্রবেশ পথে প্রার্থীদের হাত জীবাণুমুক্ত করার জন্য স‍্যানিটাইজ়ারের ব‍্যবস্থা থাকবে । এছাড়া প্রার্থীরাও স্বচ্ছ বোতলে নিজস্ব স‍্যানিটাইজ়ার আনতে পারেন । পরীক্ষাকেন্দ্রের প্রবেশ পথ পরীক্ষার একঘণ্টা আগে থেকে খুলে দেওয়া হবে । পরীক্ষাকেন্দ্রে ঢুকে সরাসরি নির্ধারিত রুমে চলে যেতে হবে প্রার্থীদের । পরীক্ষাকেন্দ্রের যত্রতত্র ঘুরে বেরানো যাবে না । পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় যাতে সামাজিক দূরত্ব মানা হয় তা নিশ্চিত করার দায়িত্বে থাকবে পুলিশ । পরীক্ষা শুরুর 10 মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে প্রবেশপথ । কোনও প্রার্থী পরীক্ষা দেওয়ার সময় ঘনঘন হাঁচলে বা কাশলে বা শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে সঙ্গে সঙ্গে অন‍্য রুমে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব‍্যবস্থা করতে বলা হয়েছে । এভাবেই কোরোনা প্রতিরোধে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে নিউ নর্মালে পরীক্ষা নেওয়ার ব‍্যবস্থা করছে WBPSC ।

কলকাতা, 12 নভেম্বর : দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) পরিচালিত চাকরির পরীক্ষা । মার্চের শেষ থেকে একাধিক নিয়োগের পরীক্ষা বিভিন্ন পর্যায়ে থমকে রয়েছে । সময়ের সঙ্গে সঙ্গে একাধিকবার কমিশনের তরফে পরীক্ষা ও ইন্টারভিউয়ের সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছিল । কিন্তু বর্তমান পরিস্থিতি ও পরিবহন ব‍্যবস্থা স্বাভাবিক না হওয়ায় সেই সূচিও বাতিল করা হয়েছে বারবার । অবশেষে পরিবহন ব‍্যবস্থা একটু স্বাভাবিক হতেই বিভিন্ন নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চালু করেছে WBPSC । শেষ প্রকাশিত লিখিত পরীক্ষাগুলির সম্ভাব‍্য নির্ঘন্ট অনুযায়ী, 22 নভেম্বর থেকে একের পর এক লিখিত পরীক্ষা হওয়ার কথা । কিন্তু নিউ নর্মালে কীভাবে এই পরীক্ষাগুলি পরিচালনা করবে WBPSC ? কী কী নতুন নিয়মের সংযোজন হচ্ছে ? কী কী পরিবর্তন আসছে পরীক্ষা পদ্ধতিতে ? ETV ভারতের প্রতিনিধির মুখোমুখি হয়ে সেই সব প্রশ্নের উত্তর দিলেন WBPSC-র চেয়ারম্যান দেবাশিস বোস ।

গত 12 ও 18 অক্টোবর বিভিন্ন পরীক্ষার নতুন সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । সেই অনুযায়ী 22 নভেম্বর থেকে পুনরায় বিভিন্ন নিয়োগের পরীক্ষা শুরুর পরিকল্পনা করে কমিশন । সম্ভাব্য নির্ঘণ্ট অনুযায়ী, 22 নভেম্বর মোট চারটি পরীক্ষা হবে । সেদিন প্রথম অর্ধে ESI হাসপাতালে ওয়ার্ড মাস্টার গ্রেড-থ্রি নিয়োগের পরীক্ষা হতে চলেছে । দ্বিতীয় অর্ধে মোটর ভেহিকল ইনস্পেক্টর, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য লাইব্রেরিয়ান, সরকারি ডিগ্রি কলেজের জন্য লাইব্রেরিয়ান- এই তিনটি পরীক্ষা রয়েছে ।

নিউ নর্মালে কীভাবে লিখিত পরীক্ষা নেবে WBPSC ?
  • 25 নভেম্বর প্রথমার্ধে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল‍্যানার ও ডাইরেক্টরেট অফ বয়লারে ফিটার, হেল্পার এবং ল্যাব অ্যাটেনডেন্ট নিয়োগের পরীক্ষা এবং দ্বিতীয়ার্ধে ডাইরেক্টরেট অফ বয়লারে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল) ও এগ্রিকালচার মার্কেটিং অফিসার পদে নিয়োগের পরীক্ষা রয়েছে ।
  • 29 নভেম্বর দুটি অর্ধ মিলিয়ে মোট পাঁচটি পরীক্ষা রয়েছে । প্রথম অর্ধে ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস (অ্যাসিস্ট‍্যান্ট ইঞ্জিনিয়র সিভিল) এবং দ্বিতীয়ার্ধে ESI হাসপাতালে ডায়ালিসিস টেকনিশিয়ান, ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার ও ডাইরেক্টরেট অফ সিঙ্কোনায় বোটানিস্ট পদে নিয়োগের জন্য পরীক্ষা হবে ।
  • 6 ডিসেম্বর ক্লার্কশিপ পার্ট-টু-র পরীক্ষা রয়েছে ।
  • 10 ও 11 ডিসেম্বর ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2020-র মেন পরীক্ষা রয়েছে ।
  • 12 এবং 13 ডিসেম্বর এই দু'দিন ICDS সুপারভাইজ়ারের মেন পরীক্ষা হবে ।
  • 14 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত ফের ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2020-র মেন পরীক্ষা ।
  • 27 ডিসেম্বর উদ‍্যান পালন প্রযুক্তি সহায়কের পরীক্ষা হবে ।
  • 2021 সালের 30 ও 31 জানুয়ারি AW ওয়ার্কার্সের থেকে ICDS সুপারভাইজ়ার অন প্রমোশন, 14 ফেব্রুয়ারি মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষা 2019 হবে ৷
  • 27 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত WB A & AS (মেন) 2019 এবং 24-28 এপ্রিল পর্যন্ত WBCS এগজ়িকিউটিভ 2020-র মেন পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে WBPSC ।

    কিন্তু এর আগেও একাধিকবার সম্ভাব‍্য সূচি প্রকাশ করা হয়েছিল‌ । যা পরবর্তীকালে বাতিল করা হয় । এবার কি পরীক্ষাগুলি নেওয়া সম্ভব হবে ? পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "আমরা এই সূচিগুলো দিই ৷ তবে সবসময় করতে পারব বলে নয় । এগুলো দিই কারণ যাঁরা পরীক্ষা দেন তাঁদের প্রস্তুতির বিষয় থাকে । তাঁদের সুবিধার জন্য আমরা একটা সম্ভাব্য তারিখ জানিয়ে দিই । সেটা সবসময় ঠিক হয় তা নয় । তবে লকডাউন হওয়ার আগে পর্যন্ত আমরা চেষ্টা করেছি সম্ভাব্য তারিখেই পরীক্ষা আয়োজন করার । লকডাউন হওয়ার পর বিষয়টা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ‌। স্কুল-কলেজ বন্ধ থাকলে আমরা কোথায় পরীক্ষা নেব ? যদি ট্রান্সপোর্ট না থাকে তাহলে যাঁরা পরীক্ষা দিতে আসেন তাঁরা আসবেন কী করে ? আমরা শেষ যে শিডিউল দিয়েছি তাতে আমরা ধরে নিয়েছি যে নভেম্বরের শেষ থেকে পরিবহন ব‍্যবস্থা স্বাভাবিক হবে । ট্রেনও চলছে । আশা করব একটু অসুবিধা হলেও যাঁরা পরীক্ষা দিতে চান তাঁরা আসতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন ।"

    পরিবহন ব‍্যবস্থা স্বাভাবিকের দিকে এগোলেও কোরোনা সংক্রমণের ভ্রূকুটি থেকেই যাচ্ছে । সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আগের মতো পরীক্ষা নেওয়া সম্ভব নয় । তাই নিউ নর্মালে পরীক্ষা নেওয়ার জন্য কয়েকটি নতুন ব‍্যবস্থা নিয়েছে কমিশন । এই প্রসঙ্গে দেবাশিস বোস বলেন, "COVID-19 প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা দু'জন প্রার্থীর মধ্যে দূরত্ব রাখার নির্দেশ দিয়েছি । ভিড় কমাতে পরীক্ষার হলে প্রার্থীদের প্রবেশের অনুমতি দিচ্ছি । মাস্ক ও হ‍্যান্ড স‍্যানিটাইজ়ারের ব‍্যবহার বাধ‍্যতামূলক করছি । আর সবরকম দূরত্ববিধি, স্বাস্থ্যবিধি যেগুলো মানার সেগুলো মেনেই পরীক্ষা হবে ।"

    নতুন সম্ভাব্য সূচি অনুযায়ী, এক একটি দিনে একাধিক নিয়োগের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে কমিশন । মূলত এত মাস ধরে যে সকল পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেগুলি দ্রুত নেওয়ার লক্ষ্যেই এই সূচি তৈরি করা হয়েছে । এছাড়া পরিবহন ব‍্যবস্থা স্বাভাবিকের দিকে এগোচ্ছে ৷ পরিস্থিতি আরও খারাপের দিকে না এগোলে 22 নভেম্বরের পরীক্ষাগুলি এবং সম্ভাব্য সূচি অনুযায়ী অন্য পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে বলে আশা করছেন চেয়ারম্যান । তিনি বলেন, "আমরা আশা করছি এই মহামারি আর ব‍্যাপকতর আকার ধারণ করবে না । তাহলে আমরা যে সূচি দিয়েছি সেটা মেইনটেইন করতে পারব ৷ এবং যে পরীক্ষাগুলোর দিন এখনও দিতে পারিনি সেগুলো দিতে পারব । আগে আমরা এক দিনে একটা পরীক্ষা নিতাম । এখন একটা দিনে একাধিক পরীক্ষা রাখছি । যাঁরা পরীক্ষা দেবেন তাঁরা যাতে দ্রুত ফলাফল হাতে পান সেই চেষ্টা করছি ।"

    22 নভেম্বর এবং তার পরের লিখিত পরীক্ষাগুলির জন্য কী কী নিয়ম থাকছে ? প্রথমত প্রার্থী এবং পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা সকলেরই মাস্ক পরা বাধ‍্যতামূলক । শুধুমাত্র প্রার্থীর পরিচয় যাচাইয়ের জন্য পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় অথবা পরীক্ষার হলে একবার প্রার্থীদের মাস্ক খুলতে বলা হবে । প্রতিটি কেন্দ্রে যত সংখ্যক প্রার্থী পরীক্ষা দেওয়ার কথা তার 10 শতাংশের জন্য 3 প্লাই মাস্ক রাখতে বলা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিকে । যাতে কোনও পরীক্ষার্থী মাস্ক ছাড়া এলে তাঁকে মাস্ক দেওয়া যায় । প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশ পথ, পরীক্ষার ঘর, টেবিল, চেয়ার, ওয়াশরুম পরীক্ষার একদিন আগে জীবাণুমুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে । প্রবেশ পথে প্রার্থীদের হাত জীবাণুমুক্ত করার জন্য স‍্যানিটাইজ়ারের ব‍্যবস্থা থাকবে । এছাড়া প্রার্থীরাও স্বচ্ছ বোতলে নিজস্ব স‍্যানিটাইজ়ার আনতে পারেন । পরীক্ষাকেন্দ্রের প্রবেশ পথ পরীক্ষার একঘণ্টা আগে থেকে খুলে দেওয়া হবে । পরীক্ষাকেন্দ্রে ঢুকে সরাসরি নির্ধারিত রুমে চলে যেতে হবে প্রার্থীদের । পরীক্ষাকেন্দ্রের যত্রতত্র ঘুরে বেরানো যাবে না । পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় যাতে সামাজিক দূরত্ব মানা হয় তা নিশ্চিত করার দায়িত্বে থাকবে পুলিশ । পরীক্ষা শুরুর 10 মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে প্রবেশপথ । কোনও প্রার্থী পরীক্ষা দেওয়ার সময় ঘনঘন হাঁচলে বা কাশলে বা শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে সঙ্গে সঙ্গে অন‍্য রুমে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব‍্যবস্থা করতে বলা হয়েছে । এভাবেই কোরোনা প্রতিরোধে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে নিউ নর্মালে পরীক্ষা নেওয়ার ব‍্যবস্থা করছে WBPSC ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.