কলকাতা, 4 অগাস্ট : প্রশ্নটা বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে । কোরোনা আবহে ভোটের প্রচার কিভাবে করা হবে ? কারণ সামনে বিহার বিধানসভা নির্বাচন । আগামী বছর পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা ভোট । মহামারীর প্রকোপ যদি আরও দীর্ঘস্থায়ী হয় তবে ভোট প্রচারের সমাধান কী ? বিষয়টি নিয়ে এবার সর্বদল মতামত চাইল নির্বাচন কমিশন । আগামী 11 অগাস্টের মধ্যে সেই মতামত দিতে বলা হয়েছে ।
নির্দিষ্ট সময়ে বিহার বিধানসভা নির্বাচন করতে চায় কমিশন । সেই সূত্রে কাজকর্ম শুরু করে দেওয়া হয়েছে । পাশাপাশি বিধানসভা নির্বাচন নিয়ে বিহারের সবকটি রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছিল কমিশন । এমনিতে নীতিশ কুমারের JD(U)-র কর্মী সমর্থকরা নির্দিষ্ট সময়ে নির্বাচন ধরে নিয়ে রাজনৈতিক তৎপরতা শুরু করে দিয়েছে । RJD-ও বসে নেই । তবে তাৎপর্যপূর্ণভাবে BJP বিষয়টি নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কিছু জানায়নি ।
কিন্তু NDA শরিক রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি ভোট পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছে । তাদের যুক্তি, নির্দিষ্ট সময়ে বিধানসভা ভোট করতে হলে হাজারো সমস্যায় পড়তে হবে । সবচেয়ে বড় কথা বিশেষজ্ঞরা বলছেন সেই সময় দেশে কোরোনা সংক্রমণ শীর্ষে থাকবে । এই পরিস্থিতিতে ভোটের প্রচার করা যাবে না ।
ভোট পিছিয়ে দেওয়া নিয়ে দ্বিমত থাকলেও, প্রচারের বিষয়টি নিয়ে শাসক-বিরোধী সব পক্ষই চিন্তিত । শুধু বিহার নয় পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম, পুদুচেরির রাজনৈতিক দলগুলো বিষয়টি নিয়ে এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ।
আর সেই সব সূত্র থেকেই কিভাবে জনসমাগমকে এড়িয়ে ভোটের প্রচার করা যায়, সেটা আদৌ কতটা বাস্তবসম্মত, সেসব বিষয়ে খোলামেলা কথা বলতে দেশের সবকটি জাতীয় রাজনৈতিক দল এবং রাজ্য পার্টিগুলির সভাপতি বা সম্পাদক এ বিষয়ে লিখিতভাবে মতামত জানাবেন নির্বাচন কমিশনে । তারপরেই ঠিক করা হবে আগামী রূপরেখা ।